![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
এবার ই প্রথম ঢাকায় ঈদ করছি....
ঈদের সময় ঢাকার মানুষের এই কৃত্রিম আনন্দটা আমার কাছে কেমন জানি একটু খটকা লাগে।
প্রশ্ন আসতে পারে কৃত্রিম বলার কারন কি?
আজ সন্ধ্যায় দেখলাম প্রতি টা ফ্ল্যাটের মানুষ জনই টিভির সামনে বসে আছে। টিভির খবরের অপেক্ষায়। অজ ঈদ হবে কি না। আমি অধম একাই ছাদে গিয়ে কতক্ষন ঘুরে আসলাম। দেশে থাকতে ঈদের আসল মজাটাই ছিলো চাদ দেখার মধ্যে। কিন্তু এই জিনিসটা ঢাকার মানুষের মধ্যে দেখলাম না। টিভিতে শিওর হয়ে সবাই এক অপরকে ফোন করছে। টেক্সট পাঠাচ্ছে।
কিন্তু সত্যি বলতে জিনিস টা আমাকে অবাকই করেছে।
দেশে থাকতে, ছোটো বেলাতে চাদরাতের দিন দুপুরেই সমবয়সী ছেলে মেয়েরা দল বেধে রাস্তারপাশে বসে থাকতাম। এক পাড়া থেকে ছেলে মেয়েরা চিক্কুর পাড়তো আর আমারাও চিক্কুর মেরেই সেটার উত্তর দিতাম। আর চাদ উঠলে তো কথাই নাই। পুরা এলাকার লোক ডেকে তোলা হতো.....
শিয়ালের মতো ডাক ছাড়তাম.....
চাদ উঠছেএএএএএএএএএএএএএএএএ..............
এখন হয়তো এমনটা করা হয়না। আমদের জুনিয়র ব্যাচের পোলাপাইন রা এগুলা করে। কিন্তু একটু বড়ো হইলেও এই আনন্দের ভাগিদার আমরা ও হই। হয়তো সেই আগের মত রাস্তায় রাস্তায় দৌড়িয়ে চাদ উঠছেএএএএ বলে চিক্কুর পাড়তো পারিনা কিন্তু ছোটো ভাইদের ঠিকই উতসাহ দেই।
কিন্তুর ঢাকার পরিবেশটা কেমন যেনো। অনন্দ করার জন্য পোলাপাইন বাজি ফুটায়। আমার ক্যান জানি ভয় লাগে। আমরাও করতাম... কিন্তু বাজি না। আমরা তারাবাতি জ্বালাইতাম। মরিচ বাতির মতো জ্বলতো। অনেক মজা হইতো....
হয়তো এই আন্দটা মিস করতে চায়না বলেই অবেগ প্রবন বাঙালি জীবনের ঝুকি নিয়ে নাড়ীর টানে বাড়ি ফিরে যায়। সবাইকে ঈদের শুভেচ্ছা।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩
হৃদয় জিনিয়াস বলেছেন: আসলেই তাই..... গ্রামে ঈদের অপানন্দের তুলনা নাই।
২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
এ্যরন বলেছেন: ঈদ মুবারাক।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫
হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ....
একটা প্রশ্ন, ঈদ মুবারক হবে নাকি মোবারক হবে????
কনফিউজড//////
৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩
লেখাজোকা শামীম বলেছেন: মানুষের সবচেয়ে বড় যোগ্যতা কোনটা জানেন ? যে কোন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া।
ঢাকার মানুষদের সমালোচনা করলেন তো ? যদি ঢাকায় থাকেন, পাঁচ বছর পরে আপনি ওদের মতোই করবেন।
ঢাকার মানুষের এই সব আচরণের মধ্যে খারাপ কিছু তো দেখলাম না।
ঈদ মোবারক।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২
হৃদয় জিনিয়াস বলেছেন: না ভাই....... সমালোচনা করলাম কৈ? আমি শুধু আমার অনুভূতির কথা বললাম।
তবে এটা ঠিক মানুষ অভ্যাসের দাশ। আমি ও হয়তো পাচ বছর পর অভ্যস্ত হয়েযাবো। অস্বীকার করার উপায় নাই। তবে আপনার কাছে কি মনে হয়? ঢাকার চাইতে গ্রামের ঈদের আনন্দটা কি বেশি না????
ঈদের শুভেচ্ছা রইলো
৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: আমার বরং উল্টোটাই লাগে। যাই হোক, ভালো থাকবেন। ঈদ মুবারক।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৪
হৃদয় জিনিয়াস বলেছেন: সত্যি বলতে যে যেটাতে অভ্যস্ত। ১৭ বছর একভাবে দেখে ১৮ বছরের সময় যদি পরিবর্তন দেখি তখন তো একটু বেখাপ্পা লাগবেই
ঈদের শুভেচ্ছা রইলো
৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
লেখাজোকা শামীম বলেছেন: যাদের ঢাকায় আত্মীয় স্বজনে ঠাসা, তাদের ঢাকায় ঈদই বেশি আনন্দের। যারা ঢাকায় একা থাকে, তাদের তো আনন্দ লাগার কথা না। প্রিয়জন ছাড়া আমরা আনন্দ করতে পারি না।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭
হৃদয় জিনিয়াস বলেছেন: তা ঠিক। তবে এটা তো মানবেন যে গ্রামে গিয়ে ঈদ করা মানুষ গুলো সংখ্যায় ঢাকায় ঈদ করার মানুষের থেকে বেশি
আপনি হয়তো ঢাকাতে ঈদ করা মানুষগুলোর মধ্যে
৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
মামুinসামু বলেছেন: শামীম ভাই ঠিক বলেছেন।
আর জিনিয়াস ভাই আপনি আছেন ঢাকায় ঠিকই কিন্তু আপনার মন পড়ে আছে অন্যত্র। আনন্দ পাইবেন ক্যামনে।
যাউকগা ঈদ মুবারক।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
হৃদয় জিনিয়াস বলেছেন: শামীম ভাই এর কথা বেঠিত তা কিন্তু আমি বলিনাই মামু
আর আমার যে একেবারে খারাপ লাগতেছে তাও না। যেহেতু, এবারই প্রথম ঈদে আপনের ভাগ্নে বউ নিয়া ঘুরুম.....
আমি শুধু আমার সাদা চোখে আমার অনুভূতি র কথাগুলো বললাম
মামীরে ঈদ মোবারক জানাইয়েন
৭| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!!
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
হৃদয় জিনিয়াস বলেছেন: আপনাকেও ঈদ মোবারক ভাইয়া
৮| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫
মামুinসামু বলেছেন: লগে বউ থাকলে তো আনন্দেই থাকার কথা।
আজকাল ভাইগ্নারা মনে হয় আগেভাগেই বিয়া কইরা ফালাইতাছে ।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪
হৃদয় জিনিয়াস বলেছেন: নাউজুবিল্লাহ!!!! ওই পর্যন্ত এখনও যাইতে পারিনাই, তয় ফ্যামিলিরে জানাইয়া দিলাম।
ফলাফল যেহেতু পজেটিভ তাইলে তো আর ওইডা বলা লাগে না।
তাছাড়া মামুর আগে ভাইগনা....... এইটা কি সম্ভব???
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: আমিও ঢাকাতে ১ম ঈদ উদযাপন করব
আসলে গ্রামের ছন্নছাড়া উৎসব আর শহরের নাগরিক উৎসবের মধ্য
অনেক পার্থক্য , তবুও আনন্দ জেগে থাক প্রতিটি হৃদয় জুড়ে , ঈদ
মোবারক