নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম.কে.এ. হৃদয় (আই-জিনিয়াস)

যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই.............

হৃদয় জিনিয়াস

খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy

হৃদয় জিনিয়াস › বিস্তারিত পোস্টঃ

(ছবি ব্লগ) জাফর ইকবাল স্যারের জন্মদিনে রাত ১২.০১ মিনিটে স্যারের সাথে কেক কাটলাম B-)B-)B-) (ছবিব্লগ)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

রাত ৮টার দিকে তুষার ভাইয়াকে ফোন দিলাম। বিশেষ কোনো উপলক্ষ না এমনি।

তুষার ভাই, "হৃদয়, জাফর স্যারের জন্মদিন কাল। আমরা কয়েকজন যাবো তার বাসায়। রাত ১২টায় তার সাথে কেক কাটবো। তুমি যাবা?"







বাসায় কেউ নাই। সবাই দেশের বাড়ি গেছে। আমি আর দ্বিতীয় বার ভাবলাম না। বললাম কোথায় আসতে হবে? তুষার ভাই বললো শাহবাগ আসো। ফুল কিনতে হবে। কেকও কেনা লাগবে। তুমি শাহবাগ এসে বুলবুল এর সাথে যোগাযোগ করো।



আর কথা নাই। কোনো রকম ড্রেস টা পাল্টাইয়া দিলাম দৌড়........ তখনো ডিটেইলস জানি না। শুধু জানি যাচ্ছি। শাহবাগ গিয়ে জানলাম যে আমরা ৬-৮জন যাচ্ছি। তবে স্যারের সাথে কন্টাক করা সম্ভব হয়নি। স্যারের স্ত্রী বলেছেন এই অবরোধের মধ্যে এতো রাতে আসার কি দরকার। কিন্তু আমাদের তো আর থামানোর যো নেই। আমরা যাবোই। শুরু হলো কেনাকাটা।





প্রথমেই কেকের দোকানে...





অনেক খুজেও কেক পাচ্ছিলাম না। ডা পাচ্ছিলাম তাও বাজেটের বাইরে। শেষে একটা পেলাম মোটামুটি দামের মধ্যে। টাকায় কি আসেযায়? আমরা কেক নিচ্ছি এটাই বড় :)





কেকের ছবি। :)





ফুল ও কেনা হয়েছিলো। :)





কেক প্যাকেট করা কম্পিট :)





দোকানের সামনে। বাসে যাবো নাকি সি এনজি তে যাবো সিদ্ধান্ত চলছে।





অবশেষে সি এনজির মধ্যে..... এক সিএনজি তে ৬জন। :P:P:P





সি এনজি থামলো স্যারের বাসার সামনে।





কথাবার্তা চলছে। জদি আমরা না যেতে পারি তবে সারা রাত বাসার সামনে থাকবো এমন প্রয়াস। :|:|:|





কিন্তু আমাদের আসার কথা শুনে স্যার তার ছেলে এবং মেয়েকে পাঠালেন আমাদের রিসিভ করার জন্য। তারা আমাদের উপরে নিয়ে গেলো। এর পর ফটো তোলা শুরু......:D:D





সিংগেল ফটো..... প্রথমেই স্যারের সাথে আমি :):):)





স্যারের সাথে এই ভাইয়াটার নাম মনেনাই।





এবার অয়ন





ডাক্তার ইমরান ভাইকে যথেষ্ট ভাগ্যবান বলতে হবে। :)





রাশেদভাই এর সাথে





বুলবুল ভাই





যেখান থেকে ইতিহাস লেখা হয় :)





যেখান থেকে ইতিহাস লেখা হয় :)





কেকের সামনে আমি অয়ন আর তুষার ভাই





কেক কাটার আগ মুহুর্ত।





এবার কেক খাওয়ার পালা স্যার নিজের হাতে আমাদের সবাই কে কেক ভাইয়ে দিয়েছেন। প্রথমেই তুষার ভাই।





এরপর বুলবুল ভাই।





এবার অয়ন।





আমি :)





সহধর্মিনী কে কেক খাইয়ে দিচ্ছেন :)





আমরাই অর্ধেক কেক শেষ করে দিয়েছিলাম :)





ছেলে মেয়ে নিয়ে স্যারের পরিবার।





স্যারের ফ্যামিলির সাথে আমরা সবাই।





স্যার ও তার স্ত্রী এর সাথে আমি। (আমি অবশ্যই ভাগ্যবান) :)





স্যারের স্ত্রী অনেক আদর করলো। ওনার সাতে ভিন্ন একটা ছবি তুলতে ভুল করলাম না।





স্যারের ছেলে ও মেয়ের সাথে। (স্যারের মেয়ে কে দেখে ভাবছিলাম ৮-৯ এ পরে মনহয়। জিজ্ঞেস কারলাম আপু কিসে পরেন। সে বললো আমি পি এইচ ডি বরতেছি। আমি তো টাস্কি!!! এতুটুকুন মাইয়া পি এইচ ডি করে। ছেলের নাকি অলরেডি পিএইচ ডি কম্পিট :) )





বিদায় নেয়ার আগ মুহূর্তে।







বলার অপেক্ষা রাখে না এটা আমার জীবনের অন্যতম একটা স্বরনীয় দিন। স্যারের জন্মদিনে তার বাসায় তার সাথে কেক কাটা যে কোনো মানুষের জন্যই স্বপ্নের ব্যাপার। একটা মজার কাহিনী দিয়ে শেষ করি.....



লামীয়া আপুর সাথে আমার গত রাত ৪টার দিকে স্যারের বাসা থেকে ফেরার পর কথোপকথন (চ্যটিং) ......



লামীয়া আপু:- হৃদয়, তুই মইরা যাহ ভাই।

আমি:- কেনু, কেনু??? আমি কি কইচ্চি?

লামীয়া আপু:- জীবনে যা পাওয়ার তার থেকেও বেশি পেয়ে গেছিস। তোর আর বাচার দরকার নাই

আমি:- কি পাইচি???



লামীয়া আপু:- জাফর ইকবাল স্যারের মতো একজন মানুষের বাসায় গেছোস, তার পাশে দাড়াইয়া ছবি তুলছোস, তার হাতে কেক খাইছোস, তার ছেলে মেয়েদের সাথে কথা বলছোস, তাদের সাথে আড্ডা দিছোস। মোট কথা একটা মানুষের এরথেকে আর বেশি কিছু পাওয়ার দরকার নাই। সো তোর আর বাচারও দরকার নাই। তুই মইরা যাহ



আমি:- আমারে তুমি ইনবক্সে গুল্লি কইরা মাইরালাও :)









আশা করছি সবার ভালো লাগবে। টোটাল ব্লগ টা লিখতে ৩ঘন্টার মতো টাইম লাগছে। কিন্ত তার পরও খারাপ লাগছে কারন আপনাদের সবার সাথে এই আনন্দ ভাগাভাগি করার লোভ টা সামলাতে পারছিলাম না। :) শুভ কামনা সবার জন্য।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী নাইস ! :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনাকেও ধন্যাবাদ ভাই :)

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি ঢাকায় থাকেন?

আমিও দেখা করতে যাব।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

হৃদয় জিনিয়াস বলেছেন: জি... উনি সিলেটেও থাকেন। তবে ঢাকাতে ওনার নিজের ফ্লাট আছে। সেখানেই গেছিলাম আমরা। কোনো ধরনের সাহায্য লাগলে বলবেন আপু :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মামুন রশিদ বলেছেন: স্যারের জন্য শুভ কামনা । !:#P


শেয়ারের জন্য ধন্যবাদ জিনিয়াস :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনাকেও দেখার জন্য ধন্যবাদ :)

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: এই পোস্ট যারাই পড়তে আসবেন, ২নং মন্তব্য টা দয়া করে রিপোর্ট করে যাবেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

হৃদয় জিনিয়াস বলেছেন: কমেন্ট মুছে দিছি..... ঝামেলা ভাল্লাগেনা।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
২ নং মন্তব্য রিপোর্টেড। স্বর্ণা ব্যান খাবে ! :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

হৃদয় জিনিয়াস বলেছেন: মন্তব্য মুছে দিছি ভাই.। ওরে ওর মতো থাকতে দেন।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

মামুন রশিদ বলেছেন: ২ নাম্বার মন্তব্য ফিরিয়ে আনুন প্লিজ.. রিপোর্ট করে ব্যান না খাওয়ালে ছাগুটা এই কাজ করেই যাবে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

হৃদয় জিনিয়াস বলেছেন: আমি এই সিষ্টেম টা জানি না। (মন্তব্য ফিরিয়ে আনা)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কারো ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করা দন্ডনীয় অপরাধ। আমার ফাঁসি চাই :((

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

হৃদয় জিনিয়াস বলেছেন: আমার ও ফাসি চাই :P :P :P

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মামুন রশীদ,

উনি ছাগু না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

হৃদয় জিনিয়াস বলেছেন: সেটা তার ব্যাপার আপু.. অমি কমেন্ট মুছে দিছি :)

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি জল্লাদ হৈতে রাজী আসি।৫০% ডিসকাউন্ট দিবো || B-))

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

হৃদয় জিনিয়াস বলেছেন: B-)) B-)) B-))

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: :(( :((

স্বর্ণার জন্য আমিও কাঁদছি ।

@জিনিয়াস, পোস্টের বাম দিকে উপরে 'কমেন্ট মডারেশন' এ গিয়ে ডিলিট করা মন্তব্য ফিরিয়ে আনুন । 'পাঠক১৯৭১' ছাগুটাকে ব্যান খাওয়ানো দরকার ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

হৃদয় জিনিয়াস বলেছেন: থাকতে দেন না ভাই তারে তার মতো....... প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরিত প্রতিক্রিয়া থাকে। এটা জেনেই পোষ্ট দিছি :)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: স্বর্ণা সিস@ ঐ ব্লগার সম্পর্কে আমার ধারনা নেই । তবে ছাগু ছাড়া সাধারনত আর কাউকে জাফর ইকবাল স্যারকে নিয়ে চুলকানি দিতে দেখিনা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

হৃদয় জিনিয়াস বলেছেন: ছাগু ছাড়া সাধারনত আর কাউকে জাফর ইকবাল স্যারকে নিয়ে চুলকানি দিতে দেখিনা (সহমত)

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

তিক্তভাষী বলেছেন: আপনারা ক'জনা যে ড. জাফর ইকবালের বিশাল ভক্ত তা বোঝা গেলো। ভালো লাগলো পোস্টে আপনার উচ্ছাস দেখেও। তাঁর জন্য আপনাদের অনুভুতিটুকু যে একেবারেই আসল সেটাও পরিস্কার। বলতেই হবে ড. জাফর ইকবাল ভাগ্যবান।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

হৃদয় জিনিয়াস বলেছেন: বলতে হবে আমিও ভাগ্যবান। :)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

HHH বলেছেন: কচি ব্রেইন দের ওয়াশ করাই উনার কাজ। আমিও কোন একসময় উনার দ্বারা ওয়াশ ছিলাম। পরে সত্য বুঝতে শিখেছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

হৃদয় জিনিয়াস বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

তার ছেড়া বলেছেন: ভাই , হিংসা হচ্ছে । আসলেই আপনি ভাগ্যবান , এবং আপনাকে গুল্লি করে মারা উচিৎ !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

হৃদয় জিনিয়াস বলেছেন: Click This Link

এহানে গুতান :P

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
জিনিয়াস মিয়া আপনার গোলাপী শার্টের লেডী কিলিং ছবিটা রিমুভ দিলেন কেন ধুর !! B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

হৃদয় জিনিয়াস বলেছেন: তার কারন তো প্র্রোফাইল ফটোতেই লেখা আছে :)

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

এক্সপেরিয়া বলেছেন: দারুন একটা সময় কাটালেন... :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

হৃদয় জিনিয়াস বলেছেন: তা আর বলতে :)

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫০

েবনিটগ বলেছেন: উনি যথেষ্ট প্রতিভাবান ও সু লেখক কিন্তু ভাই এত hero worship করাটা খুব দৃষ্টি কটু ঠেকল। ভবিষ্যতে ওনার চেয়েও বড় কিছু হন এই কামনা থাকল

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

হৃদয় জিনিয়াস বলেছেন: দোয়া করবেন..... তবে আমি তাকে খুব পছন্দ করি। :)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
এইচ এস সি শেষ না ? কৈ অ্যাডমিশন নিসেন ?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

হৃদয় জিনিয়াস বলেছেন: অশিক্ষিত থেকে যেতে চাই ভাই :)

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

হৃদয় জিনিয়াস বলেছেন: হুমায়ূন আহমেদের গত মৃত্যু দিবসে গিয়েছিলাম নুহাষ পল্লি। ছিলাম পুরো দিন।
হুমায়ূন আহমেদের গত জন্ম দিবসে গিয়েছিলাম মোহনগন্জ। ছিলাম পুরো দিন।

এই দুই দিনের সব ফটো দিয়ে আরো দুটো ব্লগ লেখার ইচ্ছে আছে :)

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ইমরান হক সজীব বলেছেন: এইটা কি দেখালেন ভাই :(( এমন সৌভাগ্য আপনার ক্যামনে হইলো :(

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

হৃদয় জিনিয়াস বলেছেন: সেটা তো শুরুতেই লেখা আছে ;)

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

HHH বলেছেন: জাফর ইকবালের আজকে নাকি জন্মদিন, আজকে তার ইস্পেশাল দিনে তাকে কয়েকটা প্রশ্ন করতে মন চায়।

১। '৭১ সালে জাফর ইকবাল স্যার কিন্তু তরুন ছিলেন , অথচ উনি কিন্তু যুদ্ধে যোগদান করেননি। লুকিয়ে ছিলেন। কেন?
২। উনার পাকিস্তানের ব্যাপারে শুচিবায়।পাকিস্তানের কোন পন্য ব্যাবহার করেন না,কোন এয়ার টিকেট কাটেন না, কোন পাকিন্তানীর ছায়া মারাননা। অথচ প্রতি রাতে এক পাকিস্তানীকে (ইয়াসমিন হক) নিয়ে ঘুমাতে যান। কিভাবে ?
৩। উনি আশার কথা শোনান। শিক্ষা ব্যাবস্থা নিয়ে অনেক স্বপ্ন, অনেক খৈ ফুটানো কথা, কলাম, অনুষ্ঠান। কিন্তু আফসোস লাগে যখন উনি নিজের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পরিয়েছেন। কেন ? কিভাবে ?
৪। উনি নিজের সন্তানদের ভাল শিক্ষার অযুহাতে বিদেশে উচ্চশিক্ষিত করিয়েছেন। এরপর তাদের দেশে ফেরার কোন লক্ষ্য নেই। উনি আশাও করেননা। এমন দেশে এসে তারা ভাল থাকতে পারে না। হাজার হলেও তারা নিজের সন্তান। এদিক দিয়ে আমাদের রাজনীতিক ক্ষমতার গদি পিপাসু মন্ত্রিদের সাথে , জামাতী নেতাদের সাথে তার কোন পার্থক্য দেখিনা। পোশাক ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক। কেন ? কিভাবে ?
৫। তিনি যুদ্ধপরাধ বিচার ট্রাইবুনালে উনার পিতার হত্যাকারী দেলু রাজাকারের বিরুদ্ধে স্বাক্ষী দেননি কেন ?
৬। মেয়ের সমান ছাত্রীদের সাথে তিনি ভারতীয় গান (টুইস্ট বেবি টুইস্ট) এর সাথে নাচানাচি করে ছাত্রীদের কি শিক্ষা দিচ্ছেন?
৭।তার নিজের মেয়েকে ভিনদেশের মাটিতে বিভিন্ন রঙএর চামড়ার ছেলেদের সাথে ঢলাঢলি করতে দেখা যায়। যিনি নিজের মেয়েকে শালীনতা শিখাতে পারেননি তিনি ছাত্র-ছাত্রীদের কি শিখাবেন?

(ফেইসবুক থেকে সংগ্রহিত)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

হৃদয় জিনিয়াস বলেছেন: ত্যানা প্যাচানোর এত এনার্জি কই পান ভাই??? আপনের প্রশ্ন থাকলে তাকে গিয়ে জিগান। আমার পোষ্টে ক্যান ত্যানা প্যাচান?

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: নাইস শেয়ার।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সিলেট কাউন্টার থেকে শুভেচ্ছা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

হৃদয় জিনিয়াস বলেছেন: সিলেট কাউন্টারের জন্য শুভ কামনা রইলো :)

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩

মেঘময়ীগোধূলী বলেছেন: এক জীবনে অনেক কিছু পাইছেন... আর কিছু না পাইলও চলবে

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

হৃদয় জিনিয়াস বলেছেন: খারাপ বলেননাই :)

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

চিরতার রস বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি ঢাকায় থাকেন?

আমিও দেখা করতে যাব।

:-B :-B :-B তুমি ঢাকায় থাকো নাকি ? =p~ =p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

হৃদয় জিনিয়াস বলেছেন: হেতি আম্রিকা না যেনো কই থাকে :/

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

তার ছেড়া বলেছেন: হেয় তো একই কতা কইল ! ঢাকায় যাই , তারপর আপনার রিমান্ডে নিমু ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

হৃদয় জিনিয়াস বলেছেন: আহেন.... আপনেরে দেহি না ম্যালা দিন।

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮

ঘাষফুল বলেছেন: দারুণ তো!! :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

হৃদয় জিনিয়াস বলেছেন: ধন্যবাদ :)

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫২

বেঈমান আমি. বলেছেন: গুড জব।কয়টা ছাগু দেখলাম উপরে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

হৃদয় জিনিয়াস বলেছেন: ছাগুর কাজ ছাগুরা করে,
তাতে আমার কিছূ যায় আসে না। :)

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

মুফাদ বলেছেন: বরাবরের মতোন আবারও মিসড :| :|

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হৃদয় জিনিয়াস বলেছেন: সারা বছর মায়ের কোলে উঠে থাকবি। তাইলে এর থেকে আর ভালো কেমনে পাবি ')

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

একজন ঘূণপোকা বলেছেন:
কেকটা কি ফিল্টার দিয়ে পাস করেছিলেন????

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হৃদয় জিনিয়াস বলেছেন: মানে বুঝলাম না ঠিক।

৩১| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

কিছুটা অসামাজিক বলেছেন: ভালো লাগলো বস !!!! আমি এই সুযোগ পাইলে উনার বাসায় চাকরের কাজ পাইলেও ছারতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.