![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির এবং আবেগী। ইমেইল - [email protected] মুখবই - http://www.facebook.com/m.k.a.hredoy
মুভি:- Exam (2009)
ধরন:- Mystery & Thriller
ডিরেক্টর: Vincenzo Natali
সময়সীমা:- ১ঘন্টা ৪১মিনিট (১০১ মিনিট)
Thriller & Mystery মুভি লাভারদের স্বাগতম। এর আগে Triangle মুভির রিভিউ লিখেছিলাম। অনেকেই এপ্রিশিয়েট করেছেন এবং ভালো লেগেছে জানিয়েছেন। তাই আরেকটি মুভির রিভিউ লেখার জন্য আগ্রহী ছিলাম। Triangle মুভিটা দেখার আগেই Exam মুভিটা দেখা হয়েছে, কিন্তু সময়ের অভাবে রিভিউ লেখা হয়নি। চলুন পাঠক জেনে নেয়া যাক Exam মুভি টি সম্পর্কে।
মুভির নাম Exam যার বাংলা অর্থ পরীক্ষা। সাইকো থ্রিলার টাইপের মুভি। একটা পরীক্ষাকে কেন্দ্র করে মুভির প্লট। ১০১মিনিট সময়ের বলতে গেলে পুরো সময়টাই একটা রুম এর মধ্যে মুভি শ্যুট করা হয়েছে। পাঠক হয়তো ভাবতে পারেন ১০১ মিনিটের ৮৫মিনিট ই যদি একটা রুমের মধ্যে শ্যুট হয় তাহলে এই গল্পের আর স্টোরি কি থাকবে??? না পাঠক, আপনার এই ধারনা সম্পূর্ন ভুল। আমার মতে এই মুভির সব থেকে স্ট্রং পার্ট হলো স্টোরি। এবং ডিরেক্টর এর গল্প বলার ধরন আপনার ভালো লাগবে এ ব্যাপারে গ্যারন্টি দিতে পারি
এবার আসাযাক কাহিনীতে,
একটি বিশেষ কোম্পানী, যেখানে মালিক ভদ্রলোক একজন গবেষক এবং প্রচার বিমুখ মানুষ। মালিক না এমন একজন ই পুরো ব্যাপার গুলো দেখাশোনা করেন। কোম্পানীটির কাজ মানব দেহের বিভিন্ন রোগ এবং কিছু সেনসেটিভ ইস্যু নিয়ে গবেষনা করা, সেখানে চাকরির জন্য বিভিন্ন ভাবে বাছাই করা সেরা ৮ জনকে নিয়ে একটি লিখিত পরীক্ষা হয়।
একজন পরিদর্শক শুরুতে সবাইকে ব্রিফ করেন। পরীক্ষার সময়সীমা ৮০মিনিট। তিনি শুরুতে অদ্ভুদ কিছু নিয়ম এর কথা বলেন।
# পুরো পরীক্ষায় ১টা মাত্র প্রশ্ন থাকবে, এবং ১টাই উত্তর দিতে হবে।
# পরীক্ষা চলাকালীন সময় যদি কেউ গার্ড অথবা পরিদর্শক এর সাথে যোগাযোগ করতে চায়, সে Disqualified !!!
# দূর্ঘটনাবসত কিংবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ উত্তরপত্র ধ্বংস করে কিংবা ক্ষতি সাধন করে, সে Disqualified !!!
# পরীক্ষার শেষ হওয়ার সময়সীমা ৮০মিনিট এর আগে যদি কেউ কোনো কারনে রুম লিভ করে, সে Disqualified !!!
পরিদর্শক এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানতে চায়। কেউ কিছু না বললে পরিদর্শক ঘড়ি চালু করে রুম থেকে বের হয়ে যান। রুমে ৮জন ক্যান্ডিডেটরা এবং একজন গার্ড। প্রত্যেক ক্যানডিডিয়েট এর সামনে একটা করে পেপার এবং পেন্সিল।
পরীক্ষা যথা সময়ে শুরু হওয়ার পর ই ক্যান্ডিডেটরা আবিস্কার করেন যে তাদের সবার সমানে রাখা পেপার খালি এবং সেখানে কোনো প্রশ্ন নেই!!! যেহেতু এখানে আটজনেরই ব্যক্তিগত স্বার্থ জড়িত। তাই সেখানে ৮জন এর ব্যক্তি চরিত্রের গোপনীয় ও নোংরা দিকগুলো একে একে বের হয়ে আসে।তখন ই কাহিনী মোড় নেয় অন্যদিকে।
কি হয় এর পর? শেষ পর্যন্ত কে চাকরিটা পেয়েছে? যেহেতু সবাই ই বিভিন্ন ভাবে বাছাই করা সেরা ৮ জন, তাহলে কি সবাই চাকরি পাবে নাকি বিশেষ কারো ভাগ্যে জুটবে চাকরি? যদি তাই হয় তাহলে কে সে বিশেষ কেউ? মালিক ভদ্রলোক ই বা কে?
অনেক প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে তাই তো? স ব প্রশ্নের উত্তর রিভিউতে দিলে হবে?
না!!!
এজন্য আপনাকে সম্পূর্ন মুভিটি দেখতে হবে।
আরেকটা কথা, পুরো মুভির যে প্রশ্ন এবং উত্তর এর জন্য আপনি ছটফট করতে থাকবেন তা কিন্তু এই রিভিউতেই বলে দেয়া আছে। আবারো বলছি প্রশ্ন এবং উত্তর বোঝার জন্য এজন্য আপনাকে সম্পূর্ন মুভিটি দেখতে হবে।
একেবারে লো বাজেট এবং আননোন কাস্ট নিয়ে অসাধারন সুন্দর একটা মুভির জন্য ডিরেক্টরকে আপনি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইবেন। এখানে একটা ব্যাপার উল্লেখ্য যে এটাই ডিরেক্টরের ১ম মুভি। কিন্তু দেখার সময় মোটেও সেটা আপনার নজরে পড়বে না যে প্রথম বানান একজন ডিরেক্টর এর মুভি দেখছেন।
যাই হোক অনেক বকবক করলাম। লেখা অনেক বড় হয়ে যাচ্ছে। অমি আসলে খুব ভালোভাবে গুছিয়ে লখিতে পারিনা হয়তো।কারন নিজের লেখা পড়ে আমি সন্তুস্ট হতে পারি না আমি। পাঠক যদি আমার লেখার ধরন এবং ভুলভ্রান্তি নিয়ি কোনো পরামর্শ কিংবা উপদেশ থাকে যা কিনা আমার লেখাকে আরো পরিনত করবে নির্দীধায় তা জানানোর জন্য অনুরোধ করছি। এ ছাড়াও থ্রিলার এর বাইরে আর কোন ধরনের মুভির রিভিউ চান তাও জানাতে ভুলবেন না। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো রিভিউ নিয়ে হাজির হব
মুভিটি সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য:-
ডিরেক্টর: Vincenzo Natali
সময়সীমা:- ১ঘন্টা ৪১মিনিট (১০১ মিনিট)
IMDb রেটিং:- ৬.৯/১০
আমার ব্যাক্তিগত রেটিং:- ৭.৮/১০
লেখাটি পূর্বে আমার ব্যাক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
হৃদয় জিনিয়াস বলেছেন: হা হা হা.. অনেক দেরীতে রিপলে দিলাম, কেমন লেগেছে জানিয়েন।
২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিটা ভালোই লেগেছিল। আর শেষ টাও ছিল সুন্দর...
১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
হৃদয় জিনিয়াস বলেছেন: হ্যা, শেষ টা বেশি সুন্দর
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: মুভিটি এখনই দেখব।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: দিলাম ডাউনলোড।
রিভিউ পড়ে খারাপ লাগে নি।