সাধারণ একজন মানুষ, অসাধারণের ভীড়ে মাঝে মধ্যেই দিগন্তের খোলা মাঠে উদভ্রান্তের মত ছোটাছুটি করি, কল্পনার গালিচা বিছিয়ে মাইল এর পর মাইল হাঁটি। অবশেষে লম্বা নিঃশ্বাস নিয়ে ফিরে আসি, সাধারণ এর হাত ধরে চলতে থাকি আবারো।
কিছু কিছু বিষয়ে কথা বলতে খুব টায়ার্ড লাগে। মাঝে মাঝে মনেহয়, উপরের দিকে তাকানোর অপশন তো সবারই আছে, তাহলে এত নিচে তাকানো কেন? বা অন্যকেও নিচে টেনে নামানো কেন? টায়ার্ড লাগে।