নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদছায়া

সাধারণ একজন মানুষ, অসাধারণের ভীড়ে মাঝে মধ্যেই দিগন্তের খোলা মাঠে উদভ্রান্তের মত ছোটাছুটি করি, কল্পনার গালিচা বিছিয়ে মাইল এর পর মাইল হাঁটি। অবশেষে লম্বা নিঃশ্বাস নিয়ে ফিরে আসি, সাধারণ এর হাত ধরে চলতে থাকি আবারো।

হৃদছায়া › বিস্তারিত পোস্টঃ

জলরঙ

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০২

আমার বিষাদ ঘিরে নীল নীল জলরঙ

ওরা হতে পারতো প্রজাপতি,

আমি জানিনা

প্রজাপতির রাষ্ট্রীয় রঙ হয় গোলাপী, লাল, মেরুন

ওখানে কোন দুঃখ থাকেনা



গাঢ় সবুজ আমার প্রিয়

স্তব্ধ, শান্ত, নীরব-আমার মত

অথচ যে পরিচয়ে আমি সনাক্ত হই

তার রঙ প্রায়শই কালো



প্যালেটে রঙ মিশিয়ে রঙ বানানো মজার খেলা

আরো মজার ঘোলা পানিতে রঙসমেত তুলি ডোবাতে

আমি যখন চিত্রকরদের নাম-পরিচয় জেনে এসেছি পরীক্ষার পড়ায়

আমাকে শুধু জিগেস করা হল বেগুনী বানাতে কি কি রঙ লাগে খুকি?



সবুজ বানাতে কিছুটা নীল লাগে

নীল বানাতে সবুজের দরকার হয়না

আমার সিলেবাস এখন আমি বানাই

আমার প্রজাপতি নীল, আমার গায়ের রঙ গাঢ় সবুজ

আমার লাল, গোলাপী, মেরুন, বেগুনীর দরকার হয়না।







মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১০

শায়মা বলেছেন: হৃদছায়া আপুনি কতদিন পর দেখলাম তোমাকে!:)

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২২

হৃদছায়া বলেছেন: ভালো আছেন আশাকরি :)

২| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সবুজ বানাতে কিছুটা নীল লাগে এটা কবিতার উপমায়।

বাস্তবে সবুজ কিন্তু নীলের মত মৌলিক রং । ঠিক তেমনি লাল রঙও মৌলিক রঙ ।

ভাল হয়েছে রঙের কবিতা ।

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২১

হৃদছায়া বলেছেন: বাস্তবে জলরঙ আরওয়াইবিতে বিশ্বাসী! নীল, লাল, হলুদ- সেখানে আরজিবির কোন স্থান নেই!

৩| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর জলরঙে আঁকা কবিতা !

বেশ লাগলো ।

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৪

হৃদছায়া বলেছেন: ধন্যবাদ!

৪| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

জাহিদ জুয়েল বলেছেন: ভাল হয়েছে রঙের কবিতা, খুব ভাল লাগল।

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

হৃদছায়া বলেছেন: ধন্যবাদ!

৫| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১৩

ফুলফোটে বলেছেন: ভাল ...ই

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

হৃদছায়া বলেছেন: ওকে..এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.