![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
ওখানে মেঘ হয়, ঝড় হয়, পূর্ণিমা হয়
এদিকে কিছু নেই, চাঁদ নেই
মেঘ নেই, ঝড় নেই
অমাবশ্যাও নেই
ওখানেই সব
এদিকে তাই নেই কিছু, থাকবেনা
এই স্বাভাবিক অস্বাভাবিকতা
মেনে নেওয়া-দ্বিমত করার মতও এদিকে কেউ নেই!
ওদিকে যান প্লিজ, সব আছে।
(২)
তুমুল বৃষ্টি হয়
আষাঢ়-শ্রাবণ জুড়ে প্রতিদিন ভিজে রাস্তা
কাকভেজা কাকেদের করুণ দৃশ্য
দিনদিন আরো সকরুণ হয়
বৃষ্টিবিলাসী রোদময় ফেসবুকে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৭
হৃদছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: হৃদছায়া আপুনি!!!
কতদিন পর তোমাকে অনলাইন দেখলাম।
অনেক সুন্দর কবিতা!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪১
হৃদছায়া বলেছেন: থ্যাংকস। ভালো আছো?
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২০
শায়মা বলেছেন: ভালো আছি আপুনি!!!!!!!!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫
বাংলার ফেসবুক বলেছেন: কাকভেজা কাকেদের করুণ দৃশ্য
দিনদিন আরো সকরুণ হয়
বৃষ্টিবিলাসী রোদময় ফেসবুকে। @ ভাই ফেসবুকে কথা স্মরণ করে দিয়ে মনটা করলে উরু উরু।
২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০২
হৃদছায়া বলেছেন: প্রক্সি সার্ভার আছেনা?!
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
চানাচুর বলেছেন: মজা পেয়েছি
কেমন আছেন
২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩০
হৃদছায়া বলেছেন: বেশ ভালো। আপনি কেমন?
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৮
রুদ্র জাহেদ বলেছেন: ওখানে মেঘ হয়, ঝড় হয়, পূর্ণিমা হয়
এদিকে কিছু নেই, চাঁদ নেই
মেঘ নেই, ঝড় নেই
অমাবশ্যাও নেই
ওখানেই সব
এদিকে তাই নেই কিছু, থাকবেনা
এই স্বাভাবিক অস্বাভাবিকতা
মেনে নেওয়া-দ্বিমত করার মতও এদিকে কেউ নেই!
ওদিকে যান প্লিজ, সব আছে।
ভালো লাগল খুব
০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১০
হৃদছায়া বলেছেন: আপনার ভালো লাগলো দেখে আমারো ভালো লাগলো!
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯
হৃদছায়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪
শাহরিয়ার বাপন বলেছেন: Better Than The Best.
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০
হৃদছায়া বলেছেন: better than the best হবার প্রশ্নই আসেনা।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
অগ্নি কল্লোল বলেছেন: বৃষ্টি বিলাসি রোদময় ফেসবুকে।।
অসাধারন।।
২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১৫
হৃদছায়া বলেছেন: ধইন্যা।
১০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: অভিনন্দন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭
হৃদছায়া বলেছেন:
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। + +
চমৎকার কিছু অংশঃ
১। এই স্বাভাবিক অস্বাভাবিকতা
মেনে নেওয়া-দ্বিমত করার মতও এদিকে কেউ নেই!
ওদিকে যান প্লিজ, সব আছে।
২। কাকভেজা কাকেদের করুণ দৃশ্য
দিনদিন আরো সকরুণ হয়
বৃষ্টিবিলাসী রোদময় ফেসবুকে।
১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
হৃদছায়া বলেছেন: পর্যবেক্ষণ ভালো লেগেছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৭
কিরমানী লিটন বলেছেন: "ওখানে মেঘ হয়, ঝড় হয়, পূর্ণিমা হয়
এদিকে কিছু নেই, চাঁদ নেই
মেঘ নেই, ঝড় নেই ... "
অমাবশ্যাও নেই-অসাধারণ,অতলটা নাড়িয়ে দিলেন কবি।"অনেক কথার মরন হলে হৃদয় কথা বলে ..." এ কাব্য নয়-হৃদয়ের হাহাকার -অভিবাদন রইলো,আপনার কবিতার গর্ভে আগামীর ভোর প্রস্ফুটিত হোক ...