নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের স্পন্দন

হৃদয় এর স্পন্দন

সুখে থাকার অভিনয়

হৃদয় এর স্পন্দন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর আগের সময়

০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫১

কি ব্যাপার এখন ঘুমাইতাছ?আরে উঠ ৬ টা বাজে,অফিছে যাইবানা?

হ যামু, বলেই হাই তুলে সেলিম,আজ কইটা দিন শরির ভাল না, তারপর আবার অভার টাইম করতে করতে আরো অসুস্থ হয়ে পরছে সেলিম, অনিচ্ছা সত্বেও ব্রাশ টা হাতে নেই সেলিম, পেষ্ট নাই।

বাধ্য হয়ে ছাই দিয়ে দাত মাঝতে মাঝতে বলে, দেখি এক বালতি পানি দাও।

কাল রাতে এ কি স্বপ্ন দেখল সেলিম, তার ভাই করিম তাকে ডাকছে,

কিছুদিন আগে বড় ভাইএর ফোন পেয়ে তাজ্রিন ফ্যাশন এ যায় সেলিম, নিচে অপেক্ষা করছিল সে, গার্ড দিয়ে খবর পাঠিয়েছে আর একটু পর আসবে করিম মিয়া।

।কিন্তু ভাই আর আসেনি, এমন কি ভাই এর লাশ টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি সে।

কি হইল পানি দিছি তো যাও গোসল কর, সম্বিত ফিরে পায় সেলিম



হ্যা যাই বলেই গোসল খানার দিকে পা বাড়ায় সে





বাবা বাবা

কিরে মা?

বাবা কাল এর পরের দিন তো শুক্রবার আমায় নিয়া ঘুরতে যাবেন?

আচ্ছা মা যাব।





গোসল শেষে নাস্তা করে বের হয় সেলিম, আবার ফিরে আসে।

কি হইল আবার ঘুইরা আইলা যে? অফিসে যাইবানা নাকি? না গেলে নাই, থাউক আইজকা ঘরেই থাক, আমিও যামুনা, শরিল টা ভালানা।



না তোমারে একটু দেখবার মন চাইল তাই আবার আইলাম, বলেই সোহানা কে ঝরিয়ে ধরে সেলিম, একটা ছুম্বন এর চিনহ একে দেই তার গালে তারপর আবার অফিছে যাবার জন্য বের হয় সে।



গেট দিয়ে ঢুকার আগ মুহূর্তে কেমন যেন করে উঠে মন



কিরে কি অবস্থা?

এইত দোস্ত ভাল।

আরে এখন ১০ মিনিট সময় বাকি চল একটা সিগেরেট খায়া আসি।



এক কাপ চা আর একটা করে নেভি সিগেরেট খায় সেলিম আর তার বন্ধু জলিল।



কাজে যাই তারা, ভালই চলছিল সব শুধু আজ কেন জানি থেকে থেকে বউ মেয়ে আর ভাই করিম এর কথা মনে পরছিল তার।



হটাথ যেন কেপে উঠে পুর পৃথিবী, এর ভিতর ক জেন চিৎকার দিয়ে উঠে ভাইঙ্গা গেসেরে, কিছু বুযহার আগেই বিশাল এক রডের টুকরা পরে সেলিম এর ঘারে, শুয়ে পরে সেলিম, উপর দিকে তাকায়, আস্ত ছাদ টা কে জেন ফেলে দেয় সেলিম এর উপর, গায়ে পরেনা তার, একটু উপর কে যেন ধরে রাখে সেটা, আর ১ ইঞ্চি নিচে পরলে মারা যাবে সেলিম। ক০বর এর মত অন্ধকার সব,



কতক্ষন এমন ছিল জানেনা সে, মেয়ের মুখ ভাস্তে থাকে তার চ

ওখে

অইত কে যেন টর্চ হাতে এই দিকেই আসছে, হইত তার কাছেই আসবে, প্রচণ্ড শব্দ চারদিকে, তার ভিতর একটা করুন কন্ঠস্বর ভেসে আসে

আল্লাহ গো.।.।.।.।.।.।.।.।.।.।।।



এ জেন তার বউ এর কন্ঠ আর সহ্য হচ্চছিল না তার, প্রচন্ডই ঘার বাথ্যায় চোখ বন্ধ হয়ে যাই সেলিমের



এক ভয়ার্ত কান্না নেমে আসে বাঙ্গালির চোখে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
অল্প কথায় গল্প শেষ, ভালোই হল ।

এক ভয়ার্ত কান্না নেমে আসে বাঙ্গালির চোখে

২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫

হৃদয় এর স্পন্দন বলেছেন: বোধহীন স্বপ্ন ভাই এইটা আপনার লেখার কপি মাত্র, আপনি এই ঘটনা নিয়ে লেখা পোষ্ট করার পর ব্যাপারটা মাথায় আসে, ফেসবুকে যেমন ট্যাগ দেওয়া যায়, ব্লগে এমন উৎসর্গ পেজ থাকলে গল্প টা আপনাকে উৎসর্গ করতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.