![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...
নীলা তোমার কি মনে আছে সেই বৃষ্টি রাতের কথা,
যে রাতে জানালার পাশে বসে ছিলাম দুজন...
হটাত তুমি বললেঃ
নীলাঃ তোমার গল্পের নায়িকা গুলোকে বলে দিবা ভালো হয়ে যেতে ওরা খুব পচা..
এই নীল চলনা দুজনে একসাথে জানালা দিয়ে বৃষ্টি ছুই......
নীলঃ আচ্ছা... আমি জানালা দিয়ে হাত বারিয়ে দিয়েছি...
তোমার হাতটি ঠিক আমার হাতের উপর, আমি তোমার হাত ছুঁয়ে রেখেছি...
নীলাঃ ইস, এই তোমার হাত সরাও, ভিজিয়ে দিব কিন্তু...
নীলঃ এই আমার দিকে তাকাও... তোমার চোখে একটু চোখ রাখতে দিবে???
নীলাঃ না দিবো না ...
নীলঃ আচ্ছা না দিলে,
এই বৃষ্টি মাখা হাতে তোমার হাতটি একটু ছুঁয়ে দেই????
নীলাঃ কারনটা জানবে না নীল
নীলঃ বল নীলা, আমি কান পেতে আছি...
নীলাঃ তোমার চোখে চোখ রেখে যদি ফেরাতে না পারি
যদি এই বদ্ধ ঘরে তোমার চোখের নেশায় মাতাল হয়ে যাই,
তখন মাতাল আমায় পারবে কি সামলাতে...............
আমি তোমায় কি বলেছিলাম তখন মনে আছে নীলা??
""জানো নীলা আমার খুব ভয় হয় তুমি হারিয়ে যাবে...
আর কখনো তোমায় ছুতে পাবো না...
বুকে জড়িয়ে রাখতে পারবো না...
আজ রাতে নীলা নামের এই নীল পরী হয়ত আর কখনো আমার কোলে মাথা রেখে শুতে চাইবে না...
এই ভয় আমাকে ধিরে ধিরে মেরে ফেলছে নীলা... "
বৃষ্টিতে পুরনো স্মৃতি গুলো আঁকড়ে ধরে পিছু টানে, আবার কোন বৃষ্টির রাতে জানালার পাশে বসে যদি পাশ ফিরে চেয়ে দেখি তুমি নেই, কখনো কি ভেবে দেখেছ, কি করবে তোমার নীল তখন?????
আমার ব্লগ থেকেঃ আবার কোন বৃষ্টির রাতে জানালার পাশে বসে
০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭
হৃদয় ভারাবী বলেছেন: ইদানিং রোমান্টিক লেখা খুব কম লেখা হয়, সবাই কষ্ট লিয়ে লেখতে ব্যাস্ত। তাই এই মহান দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: ভালোই রোমান্টিক সংলাপ!