![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...
গানঃ আলস্য ( Aloshyo )
এ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
শিল্পীঃ অনুপম রায়
লিরিকঃ
সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে…
হাওয়া দিলো ভাসিয়ে
তখন
আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোন
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংগাতে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও
*♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**♪♪**
আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাত যায় হারিয়ে
আমার
মনের গভিরতা কে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি
স্পর্শ করে দেখনি
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি
তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে
এখনো সময় অনেক বাকি… ওওওও
আমার ব্লগেঃ আলস্য ( Aloshyo )
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮
হৃদয় ভারাবী বলেছেন: আরে ভাই এটা তো অনুপম রয় এর - দূরবীনে চোখ রাখবো না এ্যালবাম এর গান। আমি তো লিরিক শেয়ার করছি.
এবং এই কথা উপরে ভালো করে বলেও দিছি, তাছাড়া পোষ্টের নামেও তো লেখা আছে ভালো করে যে এটা অনুপম রয় এর গান।
পোষ্ট ভালো করে দেইখা পড়েন না, কি লেখা আছে এখানে। আপনি তো নিজেই ফাউল.....
ফাউল না, বলদ কোথাকার....
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩
হোসেন মালিক বলেছেন: =নিজের লেখা নাকি শেয়ার মারছেন, ফাউল