![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...
জানো আমি কষ্ট গুলো তুলে রেখেছি সিন্দুকে
তোমার থেকে লুকিয়ে
ওই যে আকাশ টা দেখছো
ওই তো জানালার ওপাশে
ওই শুকনো ঘাসের মাঠ টা পেরিয়ে
ওই উচু গাছ টার ঠিক উপরে দেখ
আমি ওই আকাশ টাকেও বুঝতে দেইনি
কোনদিন একা ছাদে দাঁড়িয়ে
বৃষ্টির মাঝে নিজেকে লুকিয়েও কাদিনি
তুমি ওই আকাশটাকে বলে দেখ ও কিচ্ছু জানে না
যখন কষ্টে বুক ফেটে যাচ্ছিল
ওই বালিশে মুখ চেপেও আমি কাদিনি জানো
ওকে একটুও বুঝতে দেইনি
সব সিন্দুকে রেখে দিয়েছি
কেউ জানে না জানো
শুধু তোমাকে বলছি
আমি একটুও কাদিনি....
©somewhere in net ltd.