নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলার খোঁজে

আনন্দ হাসি সুখ বিলাসী নীলচে রঙের আকাশে কালো মেঘের দল খুঁজে ফিরি তোকে আমার এই অবসাদে

হৃদয় ভারাবী

কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...

হৃদয় ভারাবী › বিস্তারিত পোস্টঃ

ছেড়া নূপুর অপেক্ষার তেপান্তরে সে শিমুল গাছ

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:২৪

শেষ যখন তোমায় ছেড়ে আসি
তখন তোমার বলতে আমার কাছে ছিল একটা ছেড়া নুপুর...
আচ্ছা তোমার কি মনে আছে সেই নুপুরের কথা, যখন প্রতিদিন খুব ভোরে দেখা করতাম দুজন,
সবাই যখন ঘুমে তুমি আমি হাটছি তেপান্তরের পথ
কে জানতো তখন সে পথ নিমেষেই শেষ হয়ে আসবে এতো জলদি।
আমার এখনো মনে আছে এই সেদিনের কথা
বিশাল মাঠ পেরিয়ে একটা শিমুল গাছ, আমি বসে আছি তোমার অপেক্ষায়
পুব আকাশে আলো ফোটেনি তখনো
আবছা আলোয় আমি তোমার পথ চেয়ে
হটাত ই তুমি অনেক দূরে
আমি এসে দেখি তোমার পা আটকে গেছে নুপুরে আর কাটা ঝোপে
অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সে নূপুর ছিড়ে তোমার পা ছাড়লো দুষ্টু কাটার দল
তুমি কাদছিলে তোমার প্রিয় নূপুর ছিল সেটি।
আমি রেখেছিলাম আমার কাছে, কথা ছিল তোমায় একটি নতুন এনেদিবো...
সেই যে তুলে রেখেছি অনেক যত্নে এখনো আছে সেটি শুধু ফেরা হয়না তার কাছে, কে জানে কিসের ভয়
হয়ত তোমায় মনে পরার...
জানো এখনো সকাল হয় একাকী, জানালায় দাঁড়িয়ে পুব আকাশে আলো ফোটে দেখি
জানো এখনো খুব ধিরে আলো পৌছে সে শিমুল গাছের মূল থেকে এক একটি পাতায় পাতায়
শুধু কেউ আর কাঁধে মাথা রেখে গাছটি দেখিয়ে বলে না-
"আমাদের একটা ছোট্ট ঘর হবে ঐ গাছটার ডালে, তুমি রবে , আমি রবো আর রবে এক ঝাক পাখিদের দল, বলো না একটা ঘর বানাবে এই গাছে... " আমি শুধু তাকিয়ে রইতাম তোমার দিকে দুচোখ জুড়ে ভালোবাসা নিয়ে।
জানো এখনো গাছটা তেমনি আছে তোমার আমার স্মৃতি চিহ্ন নিয়ে শুধু এখন আর কেউ ভোর রাতে অপেক্ষা করে না সেখানে কারো জন্য......
তুমি ভেবো না নীলা দেখো একদিন কেউ না কেউ আবার অপেক্ষা করবে সেখানে তার সুখ পাখিটার জন্য... একে যাবে তাদের চিহ্ন ভালোবাসার.........

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪

জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে। :)

++

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৫

হৃদয় ভারাবী বলেছেন: ধন্যবাদ আপনাকে... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.