নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলার খোঁজে

আনন্দ হাসি সুখ বিলাসী নীলচে রঙের আকাশে কালো মেঘের দল খুঁজে ফিরি তোকে আমার এই অবসাদে

হৃদয় ভারাবী

কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...

হৃদয় ভারাবী › বিস্তারিত পোস্টঃ

নীলা নীল আর একটু ভালোবাসা

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৭

নীলাঃ এই তোমার মতে ভালোবাসা কি??
নীলঃ সুন্দর একটি থাকার জায়গা মানে বাসা কে ভালবাসা বলে।
নীলাঃ ধ্যাত সব সময় দুষ্টুমী, বলোনা বলোনা, এই...
নীলঃ আচ্ছা বাবা ঠিক আছে যাও, ঠিক করে বলছি...
"ভালোবাসলে সুন্দর একটি বাসা পাওয়া যায় :) "
নীলাঃ X(( ভালো হচ্ছে না কিন্তু...
নীলঃ এই দেখ, আমি তোমায় ভালোবাসি, আর তুমিও আমায়, আর আমি কোথায় থাকি? তোমার মনে, এখন তুমিই বল মনের চেয়ে সুন্দর বাসা কি আর হতে পারে। আর আমার বাসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসা... :)
নীলাঃ :`>
নীলঃ তবে শুধু একটাই সমস্যা, বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে... :D
নীলাঃ কি? X(

নীলার মিষ্টি মুখটা একটু রাগলেই লাল লাল হয়ে যায়, নীলের দেখতে ভালো লাগে, তাই মাঝে মাঝে ইচ্ছে করেই রাগিয়ে দেয়, নীল জানে সে রাগ বেশিক্ষন থাকবে না, একটু পরই রাগ অভিমান ভুলে কাঁধে মাথা রেখে বলবে,
নীল ভালোবাস আমায়? কতটুকু ভালোবাস আমায়...
সে কিন্তু জানে উত্তরটা তবুও বার বার জানতে চাইবে... আর নীল
সে তার পাগলীটার কপালে একটা চুমু একে দিয়ে বলবে...
অনেক ভালোবাসি তোমায়...
অনেক অনেক ভালোবাসি...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৭

আমি পিন্টু বলেছেন: আহারে ভালোবাসাবাসি আহারে !



মানবজাতির সব প্রবলেম তো সমাধান হয়েছে দেখুন কোন টেকনোলজি তে চলে সত্যিকারের পৃথিবী কিভাবে এই গ্রহকে বসবাসের উপযুগী করা হয়েছে |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

হৃদয় ভারাবী বলেছেন: ভালোই লাগলো আপনার দেওয়া লিংকের বই টি। পড়ে দেখবো অন্য কোন সময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.