![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো জীবনেরকাছে কিছু চাইতে যাবেন না, জীবন আপনাকে দেওয়ার কে??? বরং ভাবুন কি দিলেন আপনি জীবনকে...
তোমার আমার মেঘলা দিনে
তোমার ইচ্ছের অপেক্ষাতে
ডাকছি তোমায়
একটু চোখ মেলো
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো
আমার সকাল তোমার চোখে
খুঁজছে সুখ অন্তরাতে
ইচ্ছে গুলো আজো
এলোমেলো
ভাংছে ঘুম দেখছে খুব
চোখের তারায় ক্লান্তি সুর
কপাল ছুঁয়ে মিশবে আজি দেখো
ও ও ও
অপেক্ষাতেই কাটছে দিন
তোমার নেশায় ক্লান্তিহীন
তুমি আসবে হাসবে সকাল গুলো...
আমার আকাশ কাঁদবে আজ
ওপার মেঘে করেছে সাজ
তুমি আসোনি
তবুও বৃষ্টি এলো........
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭
হৃদয় ভারাবী বলেছেন: ধন্যবাদ আপনাকে...
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ