![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমবার সকালবেলা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে স্বয়ং উপস্থিত ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। তার সঙ্গে আছেন নিরাপত্তায় অস্ত্রধারী গানম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য ও হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকরা। উদ্দেশ্য ছিল পুলিশকে সঙ্গে নিয়ে ওই হল তল্লাশি। পরে সেখান থেকে বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা। আটক করা হয় শিবির সন্দেহে তিন ছাত্রলীগ কর্মীকে। উল্লসিত হয়ে পড়েন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। সগর্বে বলতে থাকেন, ‘এরা শিবির, এরা শিবির। অন্ধকারের শক্তি, জামায়াত-শিবিরের ক্যাডার।’ তখন আটককৃত একজন ছাত্রলীগ কর্মী চ্যালেঞ্জ ছুড়ে দেন ভিসিকে। তিনি ভিসিকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনার ভাই কর্নেল তাহের যে সেক্টরের কমান্ডার ছিলেন, আমার বাবাও সেই সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি আমাকে শিবির বলেন!’ কিছুটা সময় নীরব থাকেন ভিসি আনোয়ার হোসেন। তখন ওই ছাত্রলীগ কর্মীর এক সহপাঠী বলে ওঠেন, ‘ভিসি স্যার, তোকে শিবির বলল? এসময় ভিসি আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন তিনি বলেন, ‘এই ছেলে, তুমি কে? তোমার নাম কী?’ সে বলে, ‘স্যার, আমার নাম মিথুন সরকার।’ তখন ভিসি বলেন, ‘ও, তুমিও তো শিবির।’ তখন সে বলে, ‘স্যার, আমি তো হিন্দু।’ ভিসি বললেন, ‘তাতে কী? তুমি তো শিবিরের হিন্দু শাখার সদস্য।’ এ সময় উপস্থিত ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্ররা মুচকি হাসতে থাকে। (জোরে হাসতে মানা, কারণ ভিসি স্যার যদি আবারও শিবির বলে!) ।।
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
মৃধা জুয়েল বলেছেন: পুরানো পোষ্ট।
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
এম আর সুমন বলেছেন: এই ভিসিও অস্রসহ বহু ধরা খাইছে। উনি তো একবার ভারতীয় রাষ্ট্রদুতকে অপহরন করতে গিয়ে ধরা খাইছিলেন।
৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮
স্পেলবাইন্ডার বলেছেন:
৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
মোমের মানুষ বলেছেন: জোকস অব দ্যা ডে
৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩
নিকোটিন বলেছেন: হা হা হা
৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
সানহিমেল বলেছেন: জোকস অব দ্যা ডে
৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আজকে টকশোতে এক ব্যারিষ্টার বলল - কিছু শিবির আমার পাসের বিল্ডিঙ্গে থাকে। তারা অনেক স্মার্ট ও মহান ও পরিশ্রমি, লিফট ব্যাবহার না করেই টপ ফ্লোরে উঠে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
একাকী বালক বলেছেন: তখন আটককৃত একজন ছাত্রলীগ কর্মী চ্যালেঞ্জ ছুড়ে দেন ভিসিকে। তিনি ভিসিকে উদ্দেশ করে বলেন, ‘স্যার, আপনার ভাই কর্নেল তাহের যে সেক্টরের কমান্ডার ছিলেন, আমার বাবাও সেই সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন।
>>> বা ভাল তো। মু্ক্তিযোদ্ধার ছেলে অস্ত্র সহ ধরা খাইয়া আবার কয়।