নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

বইমেলা থেকে এবারের কেনা বইয়ের লিস্টি এবং একটি ঘটনা ।।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

এবারের বইমেলা থেকে অল্প কিছু বই কিনতে পেরেছি। টাকা শেষ, তাই আর কিনতে পারি নাই। তবে কিছু বই মার্ক করে রেখেছি।নীলক্ষেতে পেলে কিনবো, অথবা আগামি বছর। এবারে কেনা বই গুলা হলঃ





১। কালাশনিকভের গোলাপ - ওয়াসি আহমেদ ।

২। আমার স্বামী ওয়ালী - আন ম্যারি ওয়ালীউল্লাহ

৩। কাদম্বরীদেবীর সুইসাইড নোট - রঞ্জন বন্দ্যোপাধ্যায়

৪।মোহনা - হরিশঙ্কর জলদাস

৫। কম্যুনিস্ট পররাষ্ট্রনীতি মস্ক-বেইজিং-হ্যানয় - আবুল কালাম

৫। ক্ষয়পুরাণ - প্রশান্ত মৃধা

৬। ফুলের মত পবিত্র - হানিফ সংকেত

৭। মতিউর রহমান নিজামী আলবদর থেকে মন্ত্রী - আলী আকবর টাবী

৮।ইস্পাত- নিকোলাই অস্ত্রভস্কি

৯। চলো সবে ডায়েট করি - ইকবাল হোসাইন চৌধুরী

১০। পৃথিবী জোড়া গান - নির্মলেন্দু গুণ

১১।তারিখ - ই- বঙ্গালা- ই - মহাবতজঙ্গী -ইউসুফ আলী খান

১২।দানবের কবিতা - মাহবুব হাসান

১৩। ক্লাভিগো- গ্যেটে

১৪। ভুত এফ.এম.

১৫। পকেট ফান - মারুফ রেহমান

১৬। মানুষ ও দেবতা - আব্দুল খালেক

১৭। লালসালু - সৈয়দ ওয়ালিউল্লাহ

১৮। দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

এবং দুটি কমিকস -

১৯। কিউব - শাহরিয়ার

২০। ষড়যন্ত্র - ঐ



এছারাও ফুটপাত থেকে কয়েকটা বই কেনা হয়েছে ; যদিও ওটা বই মেলার অন্তর্গত নয় তবুও লিখে দিলাম ঃ



২১। সূর্যপুত্রের গুপ্তধন - আহসানুল হাবিব

২২। তিরন্দাজ - শঙ্কর

২৩। অনেক দূর - ঐ

২৪। একদিন হঠাত - ঐ

২৫। রুপতাপস - ঐ

২৬। পাত্রপাত্রি - ঐ

(শঙ্কর আমার অনেক প্রিয় লেখক :) )

২৭। চোখ - শির্ষেন্দু মুখোপাধ্যায়

২৮। The Sicilian - Mario Pujo





আরও কেনার ইচ্ছা ছিল কিন্তু ফতুর হয়ে গেসি।



যাই হোক, এবার একটা ঘটনা বলি।



২৭ তারিখের ঘটনা । নবযুগ প্রকাশনি কাদম্বরি দেবী ... বইটা প্রকাশ করেছে। বইটার নাম আগেই শুনেছিলাম, পেপারেও দেখেছিলাম। তো ভাবলাম বইটা কিনে ফেলি। স্টলের ডেস্কের উপর সারি সারি বই রাখা।তার মধ্যে থেকে এই বইটা নিয়ে বিক্রয়কর্মিকে দেখিয়ে বললাম , 'ভাই,এটা এক কপি দেন।' উনি একটা ফ্রেশ কপি দেবার জন্য একটু ভেতরে গেলেন। সেখান থেকে এক কপি নিয়ে প্যাক করে সেটা আবার একটা বড় কাগজের ব্যাগে ভরে দিলেন। আমি তো খুশি, যাক বাবা ; বই টানার জন্য একটা ভাল ব্যাগ পাওয়া গেসে। মূল্য পরিশোধ করে, কিছুক্ষণ অন্য বই দেখে ওখান থেকে চলে আসলাম ।বাসায় এসে প্যাকেটসহ মা কে বইটা দিয়ে বললাম, 'তোমার জন্য একটা বই এনেছি।'বলে সেখান থেকে চলে আসলাম।



কিছুক্ষণ পরে মা এসে বললো, "তুষার তুমি যে বইটা আনসো ওইটা তো কি এক কবিতার বই । মোটেও ভাল কোন লেখা না !!"



আমি তো শুনে পুরাই টাস্কি।আনলাম কি আর হইলো কি!! দৌড়াই গিয়া বইটা নিলাম। উল্টাই দেখি ওইটা একটা কবিতার বই। এবং অত্যন্ত নিম্ন-মানের কবিতায় ভরা । মেজাজ গেলো খারাপ হয়ে।



যাই হোক, পরদিন ২৮ তারিখ গেলাম ঐ স্টলে । গিয়ে বললাম এই কাহিনি। বিক্রয়কর্মি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন আর বইটা পাল্টে দিলেন। বললেন এটা ওনাদের দোষ না, ছাপাখানার কাজ।

যাই হোক, আমিও ধন্যবাদ দিয়ে চলে আসলাম; আর মনে মনে ভাবতেসিলাম, ভাগ্যিস একদিন সময় ছিল; যদি ২৮ তারিখে ,মানে শেষদিনে কিনতাম তাইলে তো আর পালটাইতেও পারতাম না ।



অনেকে আছেন যারা বইমেলা উপলক্ষে একদিনের জন্য ঢাকা আসেন। রাতের ট্রেনে উঠেন, সকালে ঢাকা পৌঁছান ।বই কিনে আবার রাতের ট্রেনেই ব্যাক করেন।আবার অনেকে অনেক ঘুরাঘুরি করে বই পছন্দ করে শেষের দিকে বই কিনেন। আপ্নারা যারা এরকম কিনবেন,তারা একটু দেখে নিবেন ঠিক বই পেয়েছেন কিনা ।



সবাই ভাল থাকবেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৫

ওবায়েদুল আকবর বলেছেন: অনেক বই কিনলেন দেখি। দেখেন এইগুলা সব পড়তে আপনার কতদিন লাগে? ও পড়া শেষ হলে আমাদের ধার টার দিয়েন দুই একটা।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৫

htusar বলেছেন: ভালই বলসেন।২-৩ মাস লাগার কথা । ঠিক আছে, পড়া শেষ হইলে দিমু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.