![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
গতকাল রাত ১১.৩০ এর বাসে উঠসি। চট্টগ্রাম থেকে ঢাকা আসব। শেষের থেকে ২ নম্বর রো তে সিট পরসে। আমার পাশেই জানালার দিকের সিটটায় আরেকজন যাত্রি। দেখতে নিতান্তই সাধাসিধা, ভদ্রলোক । যাই হোক, বাস ছাড়লো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছি। হঠাত আনুমানিক ৩.৪৫-৪ টার দিকে ঘুম ভেঙ্গে গেল । দেখি ৩-৪ জন পুলিশ।হাট্টা-কাট্টা গোছের একজন আমার পাশের সঙ্গীকে আচ্ছাসে সার্চ করছেন আর পেছনে একজন টর্চ ধরে আছেন । যেহেতু উনি ভিতরের দিকে, তাই উনাকে সার্চ করতে গিয়ে আমার গায়ে একটু ধাক্কা লাগে, যেজন্য ঘুম ভাংসে; নাহলে আমার ঘুম এত সহজে ভাঙ্গে না! যাই হোক , পাশের জনের চেকিং শেষে চেকার আমার দিকে তাকালেন। বললেন ঃ আপনি কি করেন?
আমি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন! আচ্ছা। ঠিক আছে।
ব্যাস,এইটুকুই ।চেক করা তো দুরের কথা ; আর কোনও প্রশ্ন করলেন না, এমনকি আইডি কার্ডও দেখতে চাইলেন না। পিছনের সিটে ৪ জন যাত্রি ছিল। প্রত্যেককে চেক তো করলেনই ; কে কোথায় থাকে, কোথায় চাকরি করে... পুরা ঠিকুজি কুলুজী বাইর করলেন। কাঁচা ঘুম ভাঙ্গায় মেজাজ একটু খারাপ হইসিল ; এইটা দেখে মন ভাল হয়ে গেল। ঢা.বি.র জন্যই এই এক্সট্রা খাতির ।
মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাবলিক - প্রাইভেট নিয়া ক্যাচাল দেখি। সত্যি বলতে কি প্রাইভেটের বেইল শুধু ঢাকাতেই । এক জায়গায় এতগুলা প্রাইভেট হয়ে যাওয়াতেই তাদের যা পোজপাজ; নইলে ঢাকার বাইরেও দেশের একটা বড় অংশ আছে। সেখানে প্রাইভেটের কোন দাম নাই। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম বললে(NSU,AIUB) আগে বুঝাই দিতে হবে জিনিসটা কি, অথচ টেকনাফ থেকে তেতুলিয়া , সুন্দরবন থেকে সুনামগঞ্জ - সবখানেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এক নাম ঢা.বি. সাধারণ মানুষদের জন্য সাধারণ মানুষেরই এক অসাধারণ মিলনমেলা।
জয়তু ঢাকা বিশ্ববিদ্যালয় , জয়তু সাধারণ মানুষ ।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৬
বায়োবোট বলেছেন: ঢাবির প্রতি ভালবাসা রইলো।
কিন্তু প্রায় ১০০ বছরের একটা প্রতিষ্ঠানের সাথে সবে ২০ বছর হয়েছে এমন প্রতিষ্ঠানের কম্পেয়ার করার মত লো কমনসেন্স নিয়ে পাবলিক ঢাবিতে ভর্তি হতে পারে !
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯
তাবন বলেছেন: আসন সল্পতার কারনেও অনেক সময় আপনার থেকেও মেধাবী ছাত্ররা ঢাবিতে সুযোগ পায় না...তাই আপনার দৃস্টিভংগির পরিবর্তন করুন...দিনশেষে আপনি মানুষ হিসেবে কেমন তাই দেখা হবে...আপনি কোথায় পড়েন সেটা নয়...আমি ব্যাক্তিগতভাবে মনে করি ঢাবির বেশিরভাগ ছাত্ররা আপনার মত নিচু মানসিকতার না..
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭
htusar বলেছেন: ওককে ।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭
হেডস্যার বলেছেন:
ঢাবি'তে পড়ার পর ও এইরকম একটা ছোটলোকি পোষ্ট দিয়া তো ঢাবির ইজ্জতেই ঝাঁটা মারলেন।
মন আরো বড় করেন, খালি ঢাবিতে পড়লেই হবে না।
১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
htusar বলেছেন: জি স্যার , আপনি যা বলেন স্যার ।
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১
একাকী সমুদ্রে বলেছেন: ভাই পোস্টের শুরুতে ভালই ছিল। কিন্তু শেষের দিকে আইসা এইরকম ক্যাচাল মার্কা কথা না বললেই হইত। আপনি প্রাইভেট নিয়া নেগেটিভ কথা বলেন আর পজেটিভ কথা বলেন ২টা ক্ষেত্রেই প্রাইভেট এর ব্রান্ডিং বাড়াইলেন। সবচেয়ে ভাল জিনিস হইল প্রাইভেট গুলারে পাত্তা না দেয়া। ওরা বলে বেড়ায় ওরা পাবলিকের চেয়ে ভাল। দেখেন ওরা সবচেয়ে ভাল এই কথা বলার সাহস পায় না। তেমনি প্রাইভেটের তুলনায় ভাল এইটা বলে আপনি ওদের জাস্টিফাই করলেন। আপনি ওদেরকে পাত্তা দেয়া বন্ধ করেন । ওরা নিজেদের ক্যাম্পাসে গলা ফাটাইয়া মইরা যাইব কিন্তু শোনার কেউ থাকবে না।
৬| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্যাচাল নাই। মাইনাচ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: আয় হায় এই পুস্টে কুনো ক্যাচাল লাগে নাই!