![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আজকে তারকাটা সিনেমা দেখতে গেসিলাম । কেমন লাগলো বলার আগে , সংক্ষেপে কাহিনি বলি , তাহলেই বোঝা যাবে অনুভুতি কি ।
আসলাম ( ফারুক আহমেদ) গ্যাং আর মুসা (ডঃ এজাজ ) গ্যাং এর মধ্যে দ্বন্দ্ব । মুসা ভাইয়ের ডান হাত হল আমাদের নায়ক ইবরাহীম ( আরেফিন শুভ)। তিনি বিশিষ্ট খুনি, আসলাম এর ভাইকে খুন করেছে। এজন্য শুভর উপর আসলাম শেখের খুব রাগ। এরপর আসলাম শেখের ভাইকে খুনের আনন্দ উদযাপন এবং প্রথম আইটেম গান "রুপে আমার আগুন জ্বলে " ।
যাই হোক , একদিন ক্রিকেট খেলতে গিয়ে শুভর সাথে মীম এর পরিচয়। শুভ মীমের প্রেমে পড়ে গেল। এরপর দেখাইল শুভ গেসে স্কুলে; পড়তে না, ভাগ্নির লগে দেখা করতে। কিন্তু এইটা শুভর বড় বোন মৌসুমির পছন্দ না, কারন হেতে গুন্ডা । ফ্ল্যাশব্যাকে আগের দিনে শুভ মৌসুমির সংসার-চিত্র এবং গান । এরপর দেখাইল মীম একটা বারে গান গাইয়া সংসার চালায় এবং গান । গানে গানময় , আধা ঘণ্টায় ৩ টা গান। সবাই গান গায় ; নায়ক , নায়িকা , নায়কের বোন সবাই।
গানটান শেষ , এবার ক্লাইম্যাক্স শুরু । আসলাম শেখ শুভর ভাগ্নিরে তুইলা নিয়া গেল। শুভ গিয়া গুন্ডা পিটাই তারে উদ্ধার করল । এরপর মুসা ভাইয়ের সাহায্যে এদেশের সেরা মিউজিক ডিরেক্টর (হাসান মাসুদ) কে দিয়ে মীম কে সুপারস্টার বানাই দিল আর নিজে তেনার ম্যানেজার হয়ে গেল । এর মধ্যে ফ্ল্যাশব্যাকে শুভর গুন্ডা হওার কাহিনি দেখাইল। যাই হোক, শুভর ফুল-টাইম ম্যানেজারি পার্টটাইম গোলাগুলি ভালই চলতেসিল , এর মধ্যে আসলাম শেখ ফোনে বলল সে মীমকে ধরে নিয়ে আসছে । শুভ এবারো গিয়া পিটাইপুটাই নায়িকারে উদ্ধার করল। এরপর কোনভাবে একটা রোম্যান্টিক গান খালি শেষ হইসে, আবার ফোন আসলো ; আসলাম শেখ এবার মৌসুমিকে গাপ কইরালচে। এবার শুরু হইলো দৌড় । শুভ দিল আসলাম শেখের আড্ডার দিকে দৌড়, মুসা ভাই শুভর সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে মীমের বাসায় দৌড়, শুভর অবদান শুনে মীমের শুভর পিছে দৌড়।
যাই হোক , আসলাম শেখ বলল বোনকে ছেড়ে দিবে, যদি শুভ গুলি খায় । ব্যাস, ঠাশ । বোন বাসায় চলে গেল, শুভ গুলি নিয়া হাস্পাতালে না গিয়া বোনের বাসার দিকে রওনা হল এবং বনের বাসায় ঢুকেই ঠাশ করে মরে গেল। মীম এসে দেখে হেতে মরি গিয়ে । শেষ দৃশ্যে দেখায় মীম কন্সার্টে গান করতেসে আর শুভর ভুত সাদা পাঞ্জাবি পায়জামা পড়ে এসে মীমের সাথে ২-৪ লাইন গান করে আবার চলে গেসে।
ছবিটা এক কথায় অতি অখাদ্য । নায়ক মইরা গেসে, ভিলেন বাইচা আছে ; এইটা কিছু হইলো ! জলিল বস হইলে তো ...... শুভ, ডঃ এজাজ, ফারুক আহমেদ এই তিনজনের অভিনয় আর হাতে গোনা ২-৩ টা দৃশ্য ( যেমন মীমের দৌড়াই এসে ফাল দিয়া শুভর কান্ধে উঠা ) ছাড়া দেখার কিছু নাই । গান গুলাও অত ভাল না , সবগুলার কথা সুর একই রকম।
তারপরও নিজের দেশের ছবি , উৎসাহ দেওয়ার জন্য হলেও হলে যাওয়া উচিত।
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫০
htusar বলেছেন:
২| ১৭ ই জুন, ২০১৪ ভোর ৫:৪০
নাইমুল ইসলাম বলেছেন: অসাধারণ রিভিউ
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫১
htusar বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫
আমি তুমি আমরা বলেছেন: এবার শুরু হইলো দৌড় । শুভ দিল আসলাম শেখের আড্ডার দিকে দৌড়, মুসা ভাই শুভর সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে মীমের বাসায় দৌড়, শুভর অবদান শুনে মীমের শুভর পিছে দৌড়।
৪| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৬
আমি তুমি আমরা বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৪
htusar বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২৭
হাসান বিন নজরুল বলেছেন: একেবারে আশিকি ৪২০ বানিয়ে ফেলেছে দেখছি!!!
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৫
htusar বলেছেন: আশিকি ২ দেখি নাই ভাই। তবে হইতে পারে । বাংলা সিনেমা তো ভারতিয় গুলারই কপি।
৬| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪১
আরজু পনি বলেছেন:
তারপরও নিজের দেশের ছবি , উৎসাহ দেওয়ার জন্য হলেও হলে যাওয়া উচিত।...আপনার এই কথাটা খুব ভালো লাগলো ।
দরকার হলে সিনেমা দেখে এসে তুলাধুনা করা দরকার...তবু্ও শালিন হলে দেখা উচিত সিনেমা হলে গিয়েই । আর অন্যদেরকেও উৎসাহ দেয়া দরকার ।
আপনি কিন্তু লিখতে অলস না
৭| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪২
আরজু পনি বলেছেন:
ওহ্ পোস্ট পড়তে পড়তে ভুলেই গেছি...
শুভ জন্মদিন জনাব আলসে
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৬
htusar বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৮| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৪
জাহিদ ২০১০ বলেছেন: রিভিউ পইড়া মনে হইতাছে ছবির নাম তারকাটা না হইয়া "দৌড়ের ওপর হগ্গলে" এইটা হইলেই ভাল হইত।
১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৭
htusar বলেছেন: এটাও খারাপ হয় না
৯| ১৭ ই জুন, ২০১৪ রাত ১০:০৪
শুঁটকি মাছ বলেছেন: সন্ধ্যার দিকে মোবাইল থেকে রিভিউটা পড়ে মজা পাইছিলাম। তাই এখন কমেন্ট দিতে আসলাম। রিভিউটা আসলেই ভাল্লাগছে।
শুভজন্মদিন
১০| ১৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫৮
htusar বলেছেন: এত্তগুলা ধইন্যা
১১| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৪
সাদরিল বলেছেন: এটা যে আহামরি কিছু হবে না আগেই ধারোণা করেছিলাম
২১ শে জুন, ২০১৪ রাত ৩:১২
htusar বলেছেন: শুভর আগের দুইটাই ভাল লাগসিল , তাই ভাবসিলাম এটাও ভাল হবে :#> :#> :#>
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ রাত ২:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: মীম এসে দেখে হেতে মরি গিয়ে!