![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
কয়েকদিন ধরেই হোমপেজ জুড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর বসানো ৭.৫% ভ্যাটের পোস্ট দেখতেছি। নিজের কথা কিছু লেখার পাচ্ছিলাম না, কারণ যা বলার সবই কেউ না কেউ বলে দিচ্ছে।
এটা বসানো ঠিক হইছে নাকি হয় নাই- এই ধরণের তর্ক দেখে ক্লান্ত, তাই তর্কে যাব না। এই কয়দিনের দেখার আলোকে দুই দলের কথাই বলি ঃ
পক্ষে ঃ ১। প্রাইভেটে পরে বড়লোকের ছেলেপিলে ,টাকার অভাব নাই । সামান্য কিছু টাকা বাড়লেই কি ?
২। টাকার বিনিময়ে সার্টিফিকেট বেচতেছে , বহুত টাকা কামাইতেছে - এবার ভ্যাট দাও। এরা শুধু নামেই সেবামূলক , আসলে তো ঠিকই টাকার ধান্দা ; এবার লাইনে আসো।
৩। এদের গুণগতমান ঠিক নাই, এটার ভ্যাটের আওতায় আসলে হয়তো মান বাড়বে । শিক্ষা পণ্য না , কিন্তু এরা তো শিক্ষাটারে পণ্যের কাতারেই নিয়ে গেছে।.
৪।বসাইছে প্রতিষ্ঠানের
বিপক্ষে ঃ অনেক যুক্তিই হয়তো দেওয়া যায় , দুইটা বলি ঃ
১। " শিক্ষা কোন পণ্য না , যে এতে ভ্যাট বসবে " খুব সম্ভবত এই একটা যুক্তিই যথেষ্ট ।
২। প্রাইভেটে যারা পরে , তার ৮০% ই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ; এখন ৭.৫% বাড়লে তাদের উপর চাপ পড়বে ।
এবার নিজের কিছু কথা বলি । আমার ফ্রেন্ডলিস্টেই এমন মানুষ আছে, যারা প্রাইভেটে পড়লেও টিউশন ফির টাকা নিজেরাই পার্ট টাইম জব বা টিউশনি করে দেয়। এমন দেখেছি, বাবা নেই- মা বহু কষ্টে পড়াচ্ছে ।ছাত্র/ছাত্রী খুবই ভাল, ভাল রেসাল্টের জন্য হয়তো ছার (waiver) পায়, তবুও কষ্ট হয়। টিউশন ফি বাড়লেও তার তিউশনির বেতন কিন্ত বাড়বে না, সেক্ষেত্রে ?
এবার বলি আমি কোন পক্ষে। নীতিগত দিক থেকে অবশ্যই আমি এই আন্দোলনের পক্ষে , কিন্তু আমি এই আন্দোলনে অংশ নেইনি। বাম মোর্চা থেকে শুরু থেকেই বিক্ষোভ মিছিল, আন্দোলন চলতেছে ; ফেডারেশন তো ধর্মঘটেরই ডাক দিয়ে দিছে।
কিন্তু নিজের কিছু ক্ষোভ থেকে যাই নাই, কেন এক এক করে বলি ঃ
১। প্রথম কথা হইলো , আমাদের কোন কিছুতে এদেরকে তো পাশে পাওয়াই না, উল্টা moja loss টাইপ কিছু পেইজে ফাজলামো করা হয় । যখন রাবিতে বর্ধিত ফির বিপরীতে আন্দোলন হয়, তখন এমন কোথাও শুনতে হয় " ২ টাকা বাড়ছে , তাতেই এতো আন্দোলন , ফকিন্নির পুত (সিরিয়াসলি এই ফকিন্নির পুত কথাটা যে কোন শালায় উদ্ভাবন করছে , দেখতে দেখতে বিরক্ত । )
২। বেশ কিছুদিন আগে লেগুনার আঘাতে ছাত্র মৃত্যু , এবং কোটাবিরোধী আন্দোলন এর সময় যখন শাহবাগে রাস্তা বন্ধ করে আন্দোলন হইছিল , তখন কিন্তু ঠিকই অনেক কথাই শুনতে হইছিল । (যাক, এগুলা বাদ দিলাম, সবখানেই কিছু না কিছু " ইয়ে" থাকে)
৩। কিন্তু সবচেয়ে বিরক্ত লাগসে যখন শুনছি , " কেন ঢাবি এই আন্দোলনে শরিক হইতেছে না " এই যুক্তিতে ঢাবির ওয়েবসাইট হ্যাক করা হইছে (হোক না সেটা ফ্রন্টপেজ, কোন অধিকারে করবে?) আমরা আমাদের দাবির জন্য কি অখন প্রাইভেট ভার্সিটিগুলার সাইট হ্যাক করবো gasp emoticon gasp emoticon ? আর তারা কি ভাবছিল , তারা আন্দোলনের ডাক দিবে , আর সবাই হুরমুরাই ছুটে আসবে ? নিজের উপর না পড়লে কেউ আগাই আসে না , এটাই বাস্তব। প্রেম করবেন আপনি, আর আপনার হয়ে মেয়েকে পটাই দিবে ভুপেন - এটা কি হয় ? আর ঢাবি কি দায়িত্ব নিছে, এ দেশের সব ইস্যুতে তারা আন্দোলন করবে ? পদ্মাসেতু হয় না ক্যান, জাফর ইকবাল বৃষ্টিতে ভিজে ক্যান, রুস্তমের বউ পালাইছে ক্যান, মরজিনার বিয়ে হয় না ক্যান, বদনায় পানি নাই ক্যান - সব ইস্যুতেই খালি আন্দোলন চলবে। ঢাবিয়ানদের আর কাজ নাই, সারাদিন খালি আন্দোলন করবে। আপ্নারাই বলেন সরকারীতে পড়াশোনা হয় না, খালি পলিটিক্স , ক্যাচাল, ভাংচুর - আবার নিজেরাই দরকারের সময় বলেন আমরা কেন নামি না।
যারা এই আন্দোলনের সংঘটক আছেন তাদের শুভেচ্ছা। আপনারা অনেক কষ্ট করতেছেন, যদি সফল হন তবে আসলেই একটা কাজের কাজ হবে। কিন্তু , কতিপয় কাষ্ঠবলদের কল্যাণে এই আন্দোলন সুনিপুনভাবে এখন পাবলিক-প্রাইভেট দ্বন্দ্বে পরিণত হইছে। প্রাইভেটের ভাই - বেরাদরেরা , আমি দুঃখিত । আমার বহুত তেল, যে কোন নৈতিক আন্দোলনেই থাকার চেষ্টা করি, কিন্তু এবার আমি নাই। নিজের অপমান মেনে নেওয়া যায় , কিন্তু নিজের পরিবার, প্রতিষ্ঠান আর দেশ এই ৩ টার অপমান মানা যায় না। আমার নৈতিক সমর্থন সবসময়েই থাকবে, কিন্তু সশরীরে এবার আমি নাই frown emoticon
* বি.দ্র. ঃ মেয়েটারে (দেহ পাবি , মন পাবি , ভ্যাট পাবি না ) এবার রেহাই দিন । ঐটা নিছকই ফাজলামো । আমাদের সমস্যা হইলো আমরা অর্গাজম বুঝি, কিন্তু সারকাজম বুঝি না।
একটা প্রশ্ন ঃ প্রাইভেটের ছাত্ররা যেভাবে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করতেছে, পাবলিকের পোলাপাইন অভাবে করলে কি হইত ? তখনো কি মনোভাব এমনই থাকতো ????
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫
মারুফ তারেক বলেছেন: ভালো লিখেছেন। * বি.দ্র. ঃ মেয়েটারে (দেহ পাবি , মন পাবি , ভ্যাট পাবি না ) এবার রেহাই দিন । ঐটা নিছকই ফাজলামো । আমাদের সমস্যা হইলো আমরা অর্গাজম বুঝি, কিন্তু সারকাজম বুঝি না।
“দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।” নজরুলের কথাটি মনে পরে সুশীল সমাজ? লাথি মারি ওই সুশীল সমাজকে।
আমরা কথায় নৈতিকতার দোহাই দেই। আসলে নিজেদের ভেতরের খোঁজ রাখি না।
পোষ্টের জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৪
নীল সুমন বলেছেন: দেহ পাবি মন পাবি টাইপের কথাবার্তার কারনে আন্দোলনটা হালকা হয়ে গেছে । তবে আমি আপনার লেখার সাথে সহমত। বিশেষ করে 'পাব্লিক প্রাইভেট দ্বন্দ্ব নিয়ে'।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
মাঘের নীল আকাশ বলেছেন: লেখকের সাথে একমত!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
বিপরীত বাক বলেছেন: আপনি লিখেছেন,"
বিপক্ষে ঃ অনেক যুক্তিই হয়তো
দেওয়া যায় , দুইটা বলি ঃ
১। " শিক্ষা কোন পণ্য না , যে এতে ভ্যাট বসবে " খুব সম্ভবত এই একটা যুক্তিই যথেষ্ট ।
যদি কোনকিছু সবার জন্যে বরাদ্দ হয় তবে সেটা সুযোগ নয়।।।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কথাটি খাটে।।
এখানে আপনি পড়ছেন কারণ আপনি টাকা দিচ্ছেন তাই।।
এটা আপনার অর্জন নয় তাই এটা কোন
সুযোগ নয়।।। এখানে আপনি কোন
প্রতিদ্বন্দ্বিতা করেন নি।।
তাই এটা পণ্য কেনার মতই।। আপনি সরাসরি ভোক্তা।।। টাকা
দিয়ে সার্ভিস কিনছেন।।। ভ্যাট প্রযোজ্য।।।অবশ্যই।।।
একটা প্রশ্ন ঃ প্রাইভেটের ছাত্ররা যেভাবে রাস্তাঘাট বন্ধ করে
আন্দোলন করতেছে, পাবলিকের পোলাপাইন অভাবে করলে কি হইত ? তখনো কি মনোভাব এমনই থাকতো ????