![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ার্ডপ্রেস bilingual/multilingual সাইট সাপোর্ট করেনা। তবে multi site নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট টিকে দুই বা ততধিক ভাষায় প্রকাশ করতে পারেন।
multi site নেটওয়ার্ক কি?:
multi site নেটওয়ার্ক হল ওয়েবসাইট এর নেটওয়ার্ক। আপনি একটি domain থেকেই অনেক গুলো ওয়েবসাইট বানাতে পারেন এর মাধ্যমে। অন্যান্য ওয়েবসাইট এর জন্য ইচ্চে করলে আপনি অ্যাডমিন ঠিক করে দিতে পারেন অথবা নিজেও অ্যাডমিন থেকে অনেক সাইট বানাতে পারলেন। আপনার main ওয়েবসাইট এর ডোমেইন এর আওতায় বাকি ওয়েবসাইট গুলো থাকবে। ধরুন আপনার ওয়েবসাইট site.com আপনি multi site নেটওয়ার্ক এর মাধ্যমে example.site.com অথবা site.com/example নামের আরেকটি ওয়েবসাইট বানাতে পারেন। আবার ধরুন আপনার ওয়েবসাইট tutorial.com এর ইংলিশ ভার্সন বানাতে চান। তাহলে tutorial.com এর আওতায় english.tutorial.com অথবা tutorial.com/english বানাতে পারবেন।
কিভাবে করবেন:
১। cpanel এ লগ ইন করুন। Files=> File Manager এ যান। wp-config.php ফাইল টি ব্যাকআপ করে রাখুন। আবার চেক করুন ব্যাকআপ ফাইল টি ঠিক আছে কিনা। এবার /* That’s all, stop editing! Happy blogging. */ এই কমেন্ট লাইন এর উপরে নিচের কোডটি পেস্ট করুন।
/* Multisite */define('WP_ALLOW_MULTISITE', true);
/* That’s all, stop editing! Happy blogging. */ লাইন টি খুঁজে না পেলে প্রথমেই উপরের কোড টি পেস্ট করুন।
২। উপরের কোড টি wp-config.php ফাইল এ যোগ করার ফলে এখন আপনি multi network ব্যাবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ Administration > Tools > Network Setup এ যান।
Network Setup এ ক্লিক করুন।
Network title এবং Admin email address দিন। এবার install এ ক্লিক করুন।
৩। আবার দেখুন wp-config.php ফাইল টি ঠিক মত ব্যাকআপ আছে কিনা। এবার .htaccess ফাইল এর একটি ব্যাকআপ রাখুন এবং চেক করুন ঠিক আছে কিনা। প্রথম প্রথম কোড টি wp-config.php এ /* That’s all, stop editing! Happy blogging. */ এর ঠিক উপরে পেস্ট করুন।
৪। .htaccess টি দেখুন ব্যাকআপ আছে কিনা। এবার .htaccess আগের সবকিছু ডিলিট করে দিন। কোড টি পেস্ট করুন। উপরের দুইটি কোড আপনার ওয়েবসাইট অনুজায়ি আসবে, কোথাও থেকে কপি না করে ড্যাশবোর্ড এর এই step টিতে যে দুইটি এসে তাই wp-config.php এবং .htaccess এ পেস্ট করবেন।
৫। ফাইল দুইটি সেভ করে ব্রাউজার রিফ্রেশ (ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড) করুন। লগ ইন করুন। এবার cpanel=>Domains=>subdomains এ গিয়ে একটি sub domain create করুন। ধরুন আপনার main domain হল mainsite.com আপনি একটি subdomain sub.mainsite.com বানালেন।
৬। এবার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল এ Netword Admin=> Sites এ যান। add new এ ক্লিক করুন। site address হবে আপনি cpanel এ যে নামে sub domain বানিয়েছিলেন। এইখেত্রে sub.mainsite.com। site address e শুধু sub লিখুন। site title এবং admin email পুরন করুন। add site এ ক্লিক করুন।
৭। Site added. Visit Dashboard or Edit Site মেসেজ টি পাচ্ছেন? তাহলে sub.mainsite.com website টি তৈরি হয়েছেন। এবার Visit Dashboard এ ক্লিক করুন। 404 error দেখাচ্ছে? কারন আপনি নতুন ওয়েবসাইট বানিয়েছেন কিন্তু সেইখানে এখনো কোন ফাইল দেন নি ব্রাউজার কে দেখানোর নির্দেশ দেওয়ার মত। তার মানে আপনি mainsite.com এ যেভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছিলেন ঠিক সেইভাবে sub.mainsite.com এও ওয়ার্ডপ্রেস ইন্সটল করে, আপনার থিম টি upload করে কাজ করতে হবে।
৮। তাহলে আপনার নতুন ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এবার আপনি Network Admin=> sites এ গিয়ে আপনার সাইট গুলো maintain করতে পারেন। আপনি যদি যেকোনো ওয়েবসাইট এর ইংলিশ ভার্সন করতে চান। তাহলে english.mainsite.com নামে একটি subdomain বানিয়ে সেখানে একই থিম কিন্তু ইংরেজিতে upload করুন। এবার আর্টিকেল গুলো ইংরেজিতে লিখে সেখানে দিন। হয়ে গেল আপনার ওয়েবসাইট বাংলা ইংরেজি দুই ভাষাতেই।
অন্যান্য টিউটোরিয়াল এর জন্য
২| ১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
যেড ফোর্স বলেছেন: জেনে রাখা ভালো, পড়ে কাজে দিতে পারে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২
হেডস্যার বলেছেন:
জেনে রাখলাম