![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিকা: যারা ব্লগ লিখে তাদের কে ব্লগার বলা হয়। ব্লগার রা আর ২ - ৪ টা সাধারণ মানুষের মতো। এদের ও মানুষের মতো হাত, পা , চোখ , কান আছে। তবে ব্লগার হতে গেলে হাতের ই ভূমিকা সবচেয়ে বেশি। ব্লগার রা ব্লগের প্রাণ এটা সর্বজনীন স্বীকৃত। মডু না থাকলেও ব্লগ চলে (যেমন : কলিকাতা ব্লগ ) কিন্তু ব্লগার না থাকলে ব্লগ অচল অনেকটা মাছ বিহীন পুকুরের মতো।
মডু আর ব্লগারের পার্থক্য :
১। সব মডুই ব্লগার কিন্তু সব ব্লগার মডু না - এই এক বাক্য দিয়ে মডু আর ব্লগারের পার্থক্য করা যায়।
২। ব্লগার ব্যান খাইতে পারে তবে মডুদের সেই সম্ভাবনা নেয়।
৩। ব্লগাররা মডুদের গালাগালি করতে পারলেও মডুরা তা পারে না।
৪। মডু হওয়ার জন্য গন্ডারের চামড়া লাগলেও ব্লগার হওয়ার জন্য মানুষের চামড়াই যথেষ্ট।
৫। ব্লগারদের প্রকাশ্যে সামনে আসার সাহস থাকলেও মডুদের সেই ক্ষমতা রহিত করা হয়েছে।
ব্লগারদের প্রকারভেদ:
বিভিন্ন ধরণের ব্লগার হয়ে থাকে। যেমন: ছেলে ব্লগার, মেয়ে ব্লগার, ছাইয়া ব্লগার, ক্যাচালবাজ ব্লগার ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক ব্লগারের একটা নিজস্ব নাম থাকে। এটা তাদের পিতা মাতা কতৃক দেয়া নাম না নিজ প্রদত্ত দেয়া নাম। কেউ কেউ আবার নিজ নিজ বাপ মায়ের দেওয়া নাম ব্যবহার করে এবং এরা নিজেকে নিয়ে খুব গর্ব করে। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় তেমন সব ব্লগার একই রকম না। কেউ কেউ ব্লগে লুলামি করতে আসে আবার কেউ কেউ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির উদ্ধার করতে আসে। ব্লগ লিখার জন্য এদের কে একাউন্ট খুলতে হয় (বিনা পয়সায়) এবং সাত দিনের জন্য অপেক্ষা করতে হয় যদিও মডুদের আলসেমীর কারণে এই ৭ দিন কখনো কখনো সাত মাসে গিয়ে পৌছায়। অনেকেই এর মধ্যে কান্নাকাটি শুরু করে দেন। মডুকে তুলোধুনা করে পোস্ট দিতে থাকেন তবে সবচেয়ে মজার বিষয় হলো এদের পোস্ট প্রথম পাতায় যায় না বলে কেউ দেখে না। তারপর যদি কোনো ব্লগার সেফ হয়ে যায় শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট দেয় মাঝে মাঝে মডুদের কেও ধন্যবাদ জানায়।
ব্লগারদের কার্যবিবরণী:
ব্লগারদের ব্লগে আসার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। কেউ সাহিত্য চর্চা করতে আসে , আবার কেউ শুধু টাইম পাস করতে আসে। অনেকেই আবার ব্যক্তিআক্রমণ বা পূর্বশত্রুতার জের ধরে আসে। ব্লগাররা ব্লগে এসে আড্ডাবাজি করে আবার শাহবাগে গিয়ে মানববন্ধন ও করে। দু:খের বিষয় হয়লেও সত্য এখানে মডুদের কোনো ভূমিকা থাকে না বা থাকলেও তা উহ্য থাকে। ব্লগারদের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক দেখা গেলেও আসলে এরা একজন আরেক জনকে দেখতে পারে না। এক নিক দিয়ে পোস্টে + দিয়ে আবার অন্য নিক দিয়ে গালি দিয়ে যায়। এর মধ্যে পোস্টে তুমুল ক্যাচাল লেগে গেলেও পোস্ট বা কমেন্ট রিপোর্ট না করা পর্যন্ত মডুরা চুপ করে বসে থাকা ছাড়া কিছুই করে না। এসময় ব্লগারদের আপত্তিকর মন্তব্য বা পোস্ট না মুছার জন্য মডুকে দোষারোপ করতে থাকে। মানুষ মাত্রই মরণশীল আর মাল্টিনিক মানেই আক্রমণশীল।
ব্লগের বাইরেও ব্লগারদের দেখা যায়। অনেকে আবার আড্ডা মারার জন্য বা শাহবাগে মানববন্ধন করতে দেখা যায়। এছাড়া হালযুগে ব্লগারদের ফেসবুকে পরিচিতি হতে বেশি দেখা যায়। এর ফলে যা হবার তা হলো : ব্লগারদের মধ্যে সখ্যতা যেমন বেড়েছে তেমন এদের মধ্যে গ্রুপিং বা সিন্ডিকেট হওয়ার প্রবণতাও বেড়েছে।যার প্রভাব পড়ছে ব্লগের উপর , ক্যাচাল যেমন বাড়ছে তেমনি মডুদের উপর চাপের পরিমাণ ও বাড়ছে। এই ক্যাচাল নিয়ে ব্লগে কত যে সংগ্রাম ঘটে গেছে তা আজ ব্লগের পাতায় পাতায় পড়ে আছে।
পরিচিতি বাড়ার কারণে অনেক ব্লগারের প্রেম এই ব্লগেই গড়ে উঠেছে। দিন দিন এর সংখ্যা বেড়েও যাচ্ছে। দু:খের কথা এই যে, মডুরা আজ পর্যন্ত কিছু করতে পারলো না।
মডুদের কাজের উপর ব্লগারদের প্রভাব:
ব্লগের জন্ম থেকেই দেখা গেছে যে, মডুদের উপর ব্লগাররা সব সময় ক্ষ্যাপা। কেউ কেউ আবার মডুদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করে দেয়। আফসোস এক্ষেএে ব্লগারকে ব্যান করা ছাড়া মডুদের কিছুই করার থাকে। এছাড়া মডুদের স্বজনপ্রীতি নিয়ে যুগে যুগে ব্লগারদের অভিযোগ তো আছেই। কিন্তু তারা বুঝতে পারেনা মডুরাও মানুষ আর কোনো মানুষই স্বজনপ্রীতির উর্ধ্বে নয়।
উপকারিতা:
ব্লগার একটি উপকারী প্রাণি। কিছু কিছু ব্লগার আছে যারা সারাদিন ব্লগেই পড়েই থাকে অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। যার ফলে ব্লগে হিটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে ব্লগের যেমন ইনকাম হচ্ছে তেমনি ২-১ পয়সা মডুদের ও পকেটে আসতেছে। এছাড়া দেশের যেকোনো সমস্যায় মডুরা নীরব থাকলেও ব্লগারদের সরব থাকতে দেখা গেছে।
অপকারিতা:
ব্লগারদের উপকারিতা যেমন আছে,তেমন অপকারিতাও আছে। এদের জন্যই সারাদিন পিসির সামনে বসে ব্লগ পাহাড়া দেওয়া লাগে। যখন দুই পক্ষের মধ্যে ক্যাচাল লাগে তখন মডুদের পড়তে হয় মাঝখানে , দুই দিক হতেই গালগালি শুনতে হয়। এদের কে ব্যান করলেও এরা ক্ষান্ত হয় না। মাল্টি নিকে ফিরে আসে। মানুষ মরে গেলে পচে যায়, আর ব্লগাররা ব্যান খাইলে মাল্টিতে ফিরে আসে। তারপর আবার গালাগালি শুরু করে। তবে সুখের কথা হলো, ব্লগার যায় ব্লগার আসে কিন্তু মডুরা ঠিকই থাকে।
উপসংহার:
সর্বশেষে ব্লগে ব্লগারদের ভূমিকাই গুরুত্বপূর্ন। তারা আছে বলেই তো মডুদের একটা কর্মসংস্থান হয়েছে। তারা যতই গালগালি করুক না কেনো ব্লগার আর মডুদের অবস্থান সব সময় একই সরল রেখায় যদিও তা বিপরীতমুখি।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
অণুজীব বলেছেন:
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
এম ই জাভেদ বলেছেন: ব্লগার আর মডুদের অবস্থান সব সময় একই সরল রেখায় যদিও তা বিপরীতমুখি।
জটিল
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
অণুজীব বলেছেন:
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
এক্সপেরিয়া বলেছেন: ছাইয়া ব্লগার ....হে হে হে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
অণুজীব বলেছেন:
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
ছোট নদী বলেছেন: জটিল ++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অণুজীব বলেছেন:
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
গেমার বয় বলেছেন: মনে আছে নাকি নাই ?!?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
অণুজীব বলেছেন: ভুলে গেছি।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আহারে আমার মাল্টি নাই , আমারে ব্যান করলে ফিরুম ক্যামনে ??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
অণুজীব বলেছেন:
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
অণুজীব বলেছেন:
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
অণুজীব বলেছেন:
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
স্বপনবাজ বলেছেন: জটিল ++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
অণুজীব বলেছেন:
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: ++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
অণুজীব বলেছেন:
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯
ফারিয়া বলেছেন: মোটামুটি সত্য কথাই বলেছেন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
অণুজীব বলেছেন: )
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
দি সুফি বলেছেন: মডু মডু করে মায়,
মডু গেছে কাদের নায়!
সাত ব্লগারে দ্বার বায়,
মডুরে তুই ঘরে আয়।
পোষ্ট ব্যাপক ভালা হইছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
অণুজীব বলেছেন: )
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
অণুজীব বলেছেন:
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
কলির কৃষ্ণ বলেছেন: পোস্টে প্লাস।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
অণুজীব বলেছেন:
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
সুখ নাইরে পাগল বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
অণুজীব বলেছেন:
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
নোমান নমি বলেছেন: ভালো হৈছে। আমারও লেখতে মন চাইতাছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অণুজীব বলেছেন: লিখে ফেলেন।
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: মোটামুটি লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অণুজীব বলেছেন:
১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
কয়েস সামী বলেছেন: ভাল লাগল।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
অস্থির ভদ্রলোক বলেছেন: +++++++++++++++++++
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
মাক্স বলেছেন: মানুষ মাত্রই মরণশীল আর মাল্টিনিক মাত্রই আক্রমণশীল
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
মাক্স বলেছেন: মানুষ মাত্রই মরণশীল আর মাল্টিনিক মাত্রই আক্রমণশীল
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
মামুন হতভাগা বলেছেন: ছোট বেলায় পরীক্ষার সময় লেখা রচনার কথা মনে পড়ে গেল
মার্ক হল ১০ এ সাড়ে ১২
যাই হোক অনেক প্লাস থাকল
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
সিংহমামা বলেছেন: দারুন পোস্ট মামা,,,,,,,,,+++++++++++
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
গোলাপ ভাই বলেছেন: চমৎকার পোষ্ট +++
ব্লগে আপনাকে উজ্জীবিত দেখে ভালো লাগছে।
২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ভাল্লাগসে ভাই
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে মডুর গুরুত্ব !!
২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
আমিনুর রহমান বলেছেন: পোষ্ট সৈরক্ম হৈছে ।
২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
ইখতামিন বলেছেন: সপ্তদশ ভালো লাগা.
পড়তে পড়তে অনেক বার হাসতে হয়েছে
২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
একজনা বলেছেন: হাসতেই আছি।
ব্যপক মজা পেলাম। মডুদের জন্য আফসুস। পোষ্টে প্লাস।
ভালো থাকবেন।
৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
মোমের মানুষ বলেছেন: "অণুজীব" কোন প্রকার ব্লগারের মধ্যে পড়ে?
৩৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯
প্রত্যাবর্তন@ বলেছেন: +
৩৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
৩৫| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩২
বাঘ মামা বলেছেন: আপনার ব্লগীয় বর্ণনা ভালোই লাগলো অণুজীব
কেমন আছেন?
হুট করে থেমে গেলেন কেন?
শুভ কামনা সব সময় অণুজীব
৩৬| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
কালোপরী বলেছেন: ++++++++++++++
৩৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৪
আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি লাখখানেক হিট হয়েই গেল। ওয়েলকাম টু লাখপতি ক্লাব।
২২ শে মে, ২০১৩ রাত ৯:৪৮
অণুজীব বলেছেন: ধন্যবাদ
৩৮| ১৮ ই মে, ২০১৩ রাত ১:২৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো +++++++++++
৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬
আম্মানসুরা বলেছেন: আমিনুর রহমান বলেছেন: পোষ্ট সৈরক্ম হৈছে ।
৪০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কঠিন পোস্ট!
৪১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
অদিতি মৃণ্ময়ী বলেছেন: পরিচিতি বাড়ার কারণে অনেক ব্লগারের প্রেম এই ব্লগেই গড়ে উঠেছে। দিন দিন এর সংখ্যা বেড়েও যাচ্ছে। দু:খের কথা এই যে, মডুরা আজ পর্যন্ত কিছু করতে পারলো না।
+++++++++++++++++++++++++++++++
উফ! চরম পোষ্ট
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১
অণুজীব বলেছেন: ধন্যবাদ।
৪২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বেঈমান আমি. বলেছেন: অণুজীব ভ্রাতা খবর কি ?
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
অণুজীব বলেছেন: এই তো ভাই জীবন সংগ্রামে আছি।
৪৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯
তাসজিদ বলেছেন:
৪৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
এম মশিউর বলেছেন: কঠিন পোস্ট!
৪৫| ১৮ ই জুন, ২০১৪ ভোর ৪:২৬
কিছুটা অসামাজিক বলেছেন: হেভি জোস ++++++++++++++++++++্
৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪২
খেলাঘর বলেছেন:
রচনা খারাপ হয় নাই।
৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
খেলাঘর বলেছেন:
২ বছর আপনি পোস্ট দেননি? আপনি কোন ব্লগারদের শ্রেণীতে আছেন?
৪৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬
রিফাত ২০১০ বলেছেন: অনু ভাই আছেন কেমন ?
৪৯| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০
বর্ণা বলেছেন: ব্লগার ব্লগার দের দেখতে পারে না। আসলেই কি তাই?
২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
অণুজীব বলেছেন: বেশি বিখ্যাত হয়ে গেলে কয়েক জন সমালোচক তো জুটবেই।
৫০| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ছাইয়া ব্লগার
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: মাল্টিনিক মাত্রই আক্রমনশীল