নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিলভিয়া আহমেদ জিনিয়া

সিলভিয়া আহমেদ জিনিয়া › বিস্তারিত পোস্টঃ

অবচেতন

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

নির্ঝর ভোর বেলায় বুঝতে পারল কিছু একটা বড় ধরনের গণ্ডগোল হয়েছে , তার শোবার ঘরটা খুব অচেনা লাগছে ! মাথার নিচের নরম বালিশটা নেই, কেমন জানি খড়ের মতন কিছু একটা, ভাল রকম অস্বস্তি লাগছে। নির্ঝর চোখ মেলে তাকাল চারদিকে মাথার ওপর একটা ছাউনি , চারদিকে ঘাস লতাপাতা দিয়ে ঘেরা, আজ সকালে ওর একটা চাকরির interview আছে, এ কোন জায়গায় আটকা পড়লো!!
ছাউনি থেকে বের হয়ে নির্ঝর দেখল - ছাউনির বাইরে সাগর , নির্ঝর ভাবল ও কোনও স্বপ্ন দেখছে, এখন স্বপ্ন ভাঙ্গার জন্য অপেক্ষা করতে হবে।
নির্ঝর কোনোদিন সাগর দেখে নি, তাও সাগর খুব ভালবাসে।সাগরের ঢেউ গুলো নির্ঝরের পায়ের কাছে আছড়ে পড়ছে , কেমন শান্ত হয়ে আছে প্রকৃতি , সাহস করে সাগরের পানিতে পা রেখে আস্তে আস্তে ও গভীরে চলে যায় , পানি বেশ স্বচ্ছ !!! এখন শুধু স্বপ্ন ভাঙ্গার অপেক্ষা , সকাল থেকে বিকেল হয়ে গেল, নির্ঝর এর স্বপ্ন ভাঙছে না, আবার ক্ষুধাও লাগছে, আসলেই কি অন্য কোনও জগতে চলে আসলো , আকাশটা অদ্ভুত রকম সুন্দর লাগছে, পাখিরা গোল হয়ে ঘুরছে আকাশে, সব দায়িত্ব দুশ্চিন্তা থেকে কিছু সময়ের জন্য দূরে থেকে ভালই লাগছে, তবে সাগর তীরে পেয়ারা গাছ একটা বিরল ঘটনা , কাজেই এটা মোটামুটি নিশ্চিত যে এটা স্বপ্ন বৈ অন্য কিছু না!!!
নির্ঝর চোখ বন্ধ করে শুয়ে পড়ল, চারদিক অন্ধকার , হঠাত ও শুনতে পেল কোঁথ থেকে জানি নূপুরের শব্দ শুনা যাচ্ছে , অদ্ভুত এক চাঞ্চল্য কাজ করল ওর মাঝ দিয়ে, এটা কি ভয় না রোমাঞ্চ !!! নির্ঝর উঠে বসলো ,আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ছাউনির দিকে, পেছন থেকে কেউ একজন ওকে অনুসরণ করছে, তার পায়ে নুপুর, কোন এক রহস্যময় নারী , তার উপস্থিতিতে কেমন জানি একটা শান্তি,যার অস্তিত্তেই একরকম ভাল লাগা কাজ করে, নির্ঝর শুয়ে পড়ল , চোখ বন্ধ করে, নূপুরের শব্দ কাছে এগিয়ে আসছে , না চোখ খুলবে না নির্ঝর , কল্পনা করবে মেয়েটা কেমন, মেয়েটা কি তিথির মত, ওর প্রথম ভালবাসা , তিথিকে কোনদিন বলা হয় নি ভালবাসার কথা , নাকি অবন্তীর মত যে ওকে ছেড়ে চলে গিয়েছিলো , নির্ঝর চোখ মেলে তাকায় , মেয়েটা ওর কপালে হাত রেখে বসে আছে, অদ্ভুত এক মায়া মেয়েটার চোখে , কি মায়াবী মেয়েটি , নির্ঝরের সব দুঃখ মুছে দেবার ক্ষমতা আছে এই মানবীর , মা বাবার মৃত্যু ; অবন্তী , বেকার জীবন সব !নির্ঝর চায় না- তার স্বপ্ন ভাঙ্গুক। নির্ঝরের ঘুম আসছে, অ্যালার্ম ঘড়ির শব্দ শুনা যাচ্ছে , মেয়েটার মুখ ঝাপসা হয়ে যাচ্ছে , না নির্ঝর চায় না , ওর স্বপ্নটা ভাঙ্গুক , ও চোখ বুজে থাকে, না ঘুমাবে না ও , ওই সিমেন্ট পাথরের জীবনে ফেরত যাবে না, মেয়েটি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে । নির্ঝরের ঘুম এসে গেল, না চাইতেও ওর চোখের পাতা বুজে এল।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :) শুভ ব্লগিং

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: স্বপ্নের মত, আচ্ছন্ন করা গল্প। অল্প কথায় ভারী চমৎকার হয়েছে।
পোস্টে ভাল লাগা + +
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.