নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature

হুতুম

হুতুম › বিস্তারিত পোস্টঃ

অবরোধে ধস নেমেছে আইসিটি ব্যবসায়ও

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

বিএনপি ও তাদের ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে অন্যান্য খাতের মতো দেশের টেলিকম, তথ্য ও প্রযুক্তি ব্যবসায়ও ধস নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, মালামাল সরবরাহের সংকট ও ক্রেতার অভাবে এখন বসে বসে লোকসান গুনছেন তারা।
কম্পিউটার পরিবেশকদের দাবি, তাদের বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। আর মোবাইল অপারেটরগুলোর গড় আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর কয়েকজন নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ২০১৩ সালে ডিসেম্বরে যে অবস্থা হয়েছিল এ বছর জানুয়ারিতে সেই একই অবস্থা তৈরি হয়েছে


গ্রামীণ ফোনের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলিপ পাল বাংলা ট্রিবিউনকে বলেন, 'দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা সব ব্যবসার জন্যই খারাপ। আমরাও তার ব্যতিক্রম নই। রাজনৈতিক অস্থিরতার জন্য ডিস্ট্রিবিউশন ও নেটওয়ার্ক মেইনটেন্যান্সে আমাদের বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। হতাশাজনক ব্যবসায়িক অবস্থার কারণে মানুষ ফোনেও খুব বেশি কথা বলছে না। এটা মোট আয়ের ওপর বিরূপ প্রভাব ফেলছে।'
তিনি বলেন, 'আমরা যখন থ্রিজি সেবা আরও বিস্তৃত ও টুজি সেবা আরও শক্তিশালী করতে যাচ্ছি তখন এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখকর নয়।'
বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান অবরোধে তাদের মোট আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আয়ের প্রবৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশ পিছিয়ে পড়েছে। টেলিকম কোম্পানিটির মার্কেটিং বিভাগের পরিচালক সোলাইমান আলম বলেন, 'আমরা অর্থনীতির একটা অংশ। আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছি। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা প্রত্যাশা মতো ব্যবসা চালিয়ে যেতে পারবো।'
রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দীন বাবরও একই মত জানান। তিনি বলেন, 'অন্যান্য সেক্টরের মতো আমরাও টানা অবরােধে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আশা করছি শিগগিরই একটি সমাধান বের হয়ে আসবে।'
'আমরা যখন থ্রিজি সেবা আরও বিস্তৃত ও টুজি সেবা আরও শক্তিশালী করতে যাচ্ছি তখন এই অবস্থা বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখকর নয়।'
তবে মোবাইল অপারেটরগুলো জানিয়েছে গ্রামীন এলাকাগুলোর তুলনায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো শহরগুলোর অবস্থা স্বাভাবিক। তবে বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবরোধের কারণে দেশের নিম্নআয়ের মানুষদের দৈনিক আয় কমে গেছে। এ কারণেও তারা মূলত মোবাইল ফোনে রিচার্জ করতে পারছে না। এছাড়া সহিংসতার আশঙ্কায় রাস্তার পাশের ফোন রিচার্জের দোকানগুলো বন্ধ থাকাও ব্যবসায় মন্দার অন্যতম কারণ।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) প্রেসিডেন্ট এএইচএম মাহফুজুল আরিফ জানিয়েছেন, অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কম্পিউটার ব্যবসায়ীরা। তিনি বলেন, 'শহর এবং গ্রাম এলাকায় আমাদের বিক্রি প্রায় ৭০ শতাংশ কমে গেছে। দিনদিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।'
ক্ষতিপূরণের জন্য বিসিএস সরকারের কাছে প্রায় ৩ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা করছে উল্লেখ্য করে তিনি বলেন, 'ডিজিটাল বাংলাদেশের মূল অনুষঙ্গ আমরা। আমরা ক্ষতিগ্রস্ত হলে ডিজিটাল বাংলাদেশ প্রজেক্টের ওপর বিরূপ প্রভাব পড়বে।'
কম্পিউটারের মতো মোবাইল ফোনসেট ও এ সংশ্লিষ্ট অন্যান্য পন্যের বেচাবিক্রিও কমে গেছে। মোবাইল ফোনসেটের কয়েকটি ব্র্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে তাদের বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে গেছে। যদিও ঢাকা ও চট্টগ্রামে ব্যবসায় তেমন একটা প্রভাব পড়েনি। প্রত্যন্ত এলাকায় মালামাল ঠিকমত পৌঁছাতে না পারায় এবং অনেক জায়গায় সেলস সেন্টারগুলো বন্ধ থাকায় ব্যবসায় মন্দা তৈরি হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১

খেলাঘর বলেছেন:


পাকীদের অবরোধ না ঠেকাতে পারলে বসে বসে আংগুল চুষুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.