![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো একশো বার একমত- ‘শেকলে বাঁধা গণতন্ত্র চাই না’ । কোনো শিল্পীই তা চাইতে পারে না। কর্তার মর্জিমাফিক গণতন্ত্র জাতির চিন্তার জগতকে বনসাইতে পরিণত করে।
মর্জিমাফিক গণতন্ত্রের আরেকটা বিপদ হইলো ‘আজকে আমার শক্তি দিয়া আমার পছন্দের মত বা পথ প্রতিষ্ঠা পাইলেও কাল আরেক শক্তিশালী আসিয়া সত্যকে তাহার মতো সাজাইয়া লইবে। ইহাতে সমাজ আলোকপ্রাপ্ত হইবার সম্ভাবনা তিরোহিত হইয়া যায়।’
আমি এটাও বুঝি সমাজে গণতান্ত্রিক পরিসর ছোট হয়ে আসলে অগণতান্ত্রিক আর হঠকারী কাজের সুযোগ বাড়ে।
কিন্তু ভাইরে, এই পোড়া গণতন্ত্রও তো আমি চাইতে পারিনা। পত্রিকার পাতায় চোখ রাখা অসম্ভব। আমি না হয় প্রথম পৃষ্ঠা না তাকিয়ে উল্টে চলে গেলাম অন্য পৃষ্ঠায় ।
ঐসব পোড়া মানুষেরা তাদের জীবনের পাতা উল্টাবে কিভাবে?
মোস্তফা সরয়ার ফারুকী ফেইসবুক থেকে
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঢাকাবাসী বলেছেন: শেকলে বাঁধা হলে সেটা তো আর গনতন্ত্রই থাকে না মনে হয়!
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: খুনি হাছিনার বিচার চাই ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
নিলু বলেছেন: গণতন্ত্র কখনো কখনো লোহার ছিকল হয় , গনতন্ত্র , সকলের তরে সকলে হওয়ার কথা , সুষম বণ্টন , সুশাসন , সুশৃঙ্খল জাতি , নিতীবান , কারো একতরফা বিচার চাওয়াও গণতন্ত্রের আওতায় পড়ে না ,
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
খেলাঘর বলেছেন:
গণতন্ত্রের উপর ২০ লাইন লিখুন, তখন আমরা বুঝতে পারবো আপনি কি চাচ্ছেন।