নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature

হুতুম

হুতুম › বিস্তারিত পোস্টঃ

ওবামা-মোদির আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গটি গুরুত্বেও সঙ্গে স্থান পেয়েছে : যুক্তরাষ্ট্র

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

যুক্তরাষ্ট্র থেকে সংবাদদাতা:
বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র পরিচালক ফিল র‌্যাইনার। বাংলাদেশের সংকট নিরসনে শীর্ষ দুই নেতার ( ওবামা-মোদি) মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথাও জানান ফিল র‌্যাইনার। মঙ্গলবার ওয়াশিংটনের ফরেন প্রেস সেন্টাওে ওবামার ভারত সফর পরবর্তী আয়োজিত প্রেস কন্সফারেন্সে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। নিউ ইয়র্কে ফরেন প্রেস সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে মুশফিকুল ফজল আনসারী র‌্যাইনারের কাছে জানতে চান, প্রেসিডেন্ট ওবামা তার সাম্প্রতিক ভারত সফরের সময় আঞ্চলিক শান্তি ওÍ নিরাপত্তার বিষয়টি গুরুত্বারুপ করেছেন। অথচ এ অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশে একটি অস্থির সময় পার করছে। মানুষ গণতন্ত্র , ভোটাধিকার ও মানাবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে - এমন একটি বাস্তবতায় ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে আপনার মূল্যায়ন কি? জবাবে র‌্যাইনার বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপক্ষ্যে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে সফর করেছেন , সেসময় সফর সঙ্গী হিসেবে আমি একটি বিষয় লক্ষ্য করেছি , প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনায় বাংলাদেশের বর্তমান অস্থিরতার বিষয়টি স্থান পেয়েছে। আমরা ভারতে পৃথীবির ইতিহাসে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের অংশগ্রহনমূলক নির্বাচন দেখেছি , যেটি একটি উদাহরণ । আমরা সাম্প্রতিক শ্রীলংকার পরিস্থিতি দেখেছি। নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা উত্তেজনাপূর্ন। এ সফওে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি ও নাগরিক শক্তির যে উন্থান হয়েছে - তাতে গুরুত্বারুপ করেছেন। আমরা বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিটিকে অত্যন্ত গুরুত্বেও সঙ্গে নিয়েছি । বাংলাদেশের সংকট নিরসনে দুই নেতার (ওবামা-মোদি) মধ্যে এখনও আলোচনা অব্যাহত আছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আলোচনায় মোদী বলেছেন, "দাদা, আপনারা তো সারা বিশ্ব্ শাসন করছেন, ঐ একরত্তি বাংলাদেশের দিকে না তাকালে এমন কি আর ক্ষতি!"

ওবামাঃ না মানে, ঐ একরত্তি দেশেও তো গণতন্ত্রের চর্চা হবার দরকার আছে, নাকি না!

মোদীঃ আপনি আমাদের সাতে আপনার ব্যবসা দেখুন, ঐ বাঙ্গাদেশে গণতন্ত্রের ব্যাপারে কি করা যায় - এটা বরং আমার উপরেই ছেড়ে দিন।

ওবামাঃ ঠিক আছে, এত করে যখন বলছেন! আমার আবার একটু সৌদি যেতে হবে। পকেটের যা অবস্থা, তাতে ঐসব বাংলাদেশ ফাংলাদেশ নিয়ে ভাব্লে আমাদের চলেনা, বুঝলেন?

মদীঃ যা বাবা, আতক্ষণে বুঝলেন তাহলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.