![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিউ রিসার্চের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, বাংলাদেশে শরিয়া আইনের পক্ষে ৮২ শতাংশ মুসলমান। ছবি : ইনডিপেনডেন্ট বাংলাদেশের মুসলমানদের মধ্যে ৮২ শতাংশই শরিয়া আইনের পক্ষে। দেশের ধর্ম পালনকারী মুসলমানদের মধ্যে ৮৮ শতাংশ এমন আইন চায়। অপরদিকে ধর্ম পালনে নিয়মিত নয় এমন ৭৯ শতাংশ ব্যক্তিও শরিয়া আইনের পক্ষে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ দাবি করেছে। তবে ওই প্রতিবেদনের শেষে মন্তব্যের স্থানে বাংলাদেশি বলে পরিচয় দেওয়া অনেকে এর প্রতিবাদ জানিয়েছেন। ইনডিপেনডেন্টের প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশিত হলেও যে গবেষণার বরাত দিয়ে এটি করা হয়েছে সেই পিউ রিসার্চের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালের ৩০ এপ্রিল। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে একটি গ্রাফিকসের মাধ্যমে বিশ্বে শরিয়া আইনের পক্ষে বিভিন্ন দেশের মুসলমানদের অবস্থান তুলে ধরা হয়। ওই তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। দেশটির ৯৯ শতাংশ মুসলমান শরিয়া আইনের পক্ষে। এর পরের দেশগুলো হলো ইরাক (৯১%), ফিলিস্তিন (৮৯), মালয়েশিয়া (৮৬), নাইজার (৮৬), পাকিস্তান (৮৪), মরক্কো (৮৩)। এর পরই সপ্তম অবস্থানে বাংলাদেশ (৮২)। পিউ রিসার্চের গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শরিয়া আইনের পক্ষে থাকা মানুষের মধ্যে কিছু বিষয়ে সহনশীলতা দেখা যায়। এই সহনশীলতা অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশিরা এগিয়ে। শরিয়া আইনের পক্ষে থাকা বাংলাদেশের মুসলমানদের মধ্যে ৫০ শতাংশই মনে করে পরিবার পরিকল্পনা নৈতিকভাবে গ্রহণযোগ্য। আর বাংলাদেশে মুসলমানদের ৭১ শতাংশই আত্মঘাতী বোমা হামলাকে সমর্থন করে না। আর ২৬ শতাংশ মুসলমান ক্ষেত্রবিশেষে এটি সমর্থন করে। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ সালে বাংলাদেশের দুই হাজার ১৯৬ জন মানুষের কাছ থেকে তথ্য নেওয়া হয় যাঁর মধ্যে এক হাজার ৯১৮ জনই ছিলেন মুসলমান।
main source
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
নিষ্কর্মা বলেছেন: শরিয়া আইন কি? রসুল (সাঃ ) এর মৃত্যুর পরে যে আইনে মুসলমানদের শাসন করা হয়েছে তা শরীয়া আইন না। তাহলে শরীয়া আইন কি?
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
আরণ্যক রাখাল বলেছেন: ২১৯৬ জন পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: শরীয়া আইন হলো কিছু মূর্খ-স্টুপিড ১৪০০ বছর আগের ধোয়াশা ভাব ধারায় লেখা একটি গ্রন্থ নিজেদের সুবিধা মতো করে এক্সপ্লেইন করে যা বলবে, সেটাই আইন; যার নমুনা আমরা মিডলইস্টের কিছু দেশে এখন দেখতে পাচ্ছি। সেই তথাকথিত আইন দিয়ে ব্রেইন ওয়াশ করে যেকোন ধরনের অপকর্ম সম্ভব। আইএস, আল-কায়দা, জেএমবি, জামাত সবাই ঐ ধারনার আইনের খুবই ভক্ত। পাকি বীর্যে জন্ম নেয়া কিছু নব্য রাজাকারেরাও ঐ আইনের পক্ষে সাফাই গেয়ে থাকে, যেমন এই পোস্ট।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
আবু আবদুর রহমান বলেছেন: ইসলাম হল পূর্নাংগ জীবন ব্যবস্থা । প্রতিটি মানুষ কিভাবে কি কাজ করবে সব বিষয়ে মানুষকে মহান আল্লাহ তায়ালা নির্দেশনা দিয়েছেন । মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত । মানুষ কিভাবে চলবে , কিভাবে কথা বলবে । কিভাবে মানুষের সাথে লেনদেন করবে । কিভাবে মানুষ নিজেদের মধো বিচার ফয়সালা করবে, এটাকে শরিয়া আইন বলা হয় । আমাদের দেশে ইংরেজ আসার আগে প্রায় সাত শত বছরের বেশি শরিয়া আইননানুযায়ী দেশ চলেছে । ইংরেজ এসে আমাদের দেশে মানব রচিত আইন চালু করে । বর্তমানে পৃথিবীর কোথা ও শরিয়া আইন চালু নেই । চাঁদ, দেশটিতে কিছু চালু আছে, সৌদিতে কিছু চালু আছে । তবে সেসব দেশে কোন সন্ত্রাসী নেই । চাঁদে নিরাপত্তার জন্য কাউকে চিন্তা করতে হয় না । রাস্তায় গাড়ির দরজা খোলা রেখে গেলে কেউ চুরি করবে না । কারণ কেউ যদি চুরি করে ( অভাবের তাড়নায় নয় ) হাত কেটে দেয়া হয় । আমাদের দেশের বেশির ভাগ ক্ষমতাবান চোর তারা জনগনকে শরিয়া আইনের ভয় দেখায়, বাস্তবে তারা ভয় পায় । যেসব দেশে কিছুটা শরিয়া আইন রয়েছে সেসব দেশে মানুষ প্রায় বেহেশতে রয়েছে । যেমন কুয়েত ,কাতার , বাহরাইন , ওমান, আরব আমিরাত । এসব দেশে স্থানীয় ১% বিদেশি ১০% বা ৫% হারে রয়েছে । অপরাধ প্রায় শূন্যের মত । কারণ যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে চললে মানুষের উপকার হবে কিভাবে চললে মানুষের ক্ষতি হবে । ধন্যবাদ ।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
বাংলার জামিনদার বলেছেন: ছাগলামি। আর কিছু না।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
আরব বেদুঈন বলেছেন: হাহহাহাহা আমেরিকার ছাগলামি দেখে আর বাচি নে।শালার টালেমিরা সব সময় এই গুলো কে নিয়ে ভয় করে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
শরীয়া আইন বলতে কোন কিছু নেই।
আইন হলো, যা পালর্লােন্ট পাশ করে, ও দেশ প্রধান সাইন করেন।
শরীয়া আইন বা ঐ রকম কিছু চলছে আফগানিস্তান ও সোামলিয়ায়