নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

হিমাদ্রী হিমু

মহাসমুদ্রের মাঝে এক বিন্দু পারদ..তলানিতেই যে থাকে।

হিমাদ্রী হিমু › বিস্তারিত পোস্টঃ

বাস্তুহারা

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪৬

এও কি সম্ভব হিমাদ্রী,
একের পর এক সিগারেট ধরিয়ে চলেছো!
তোমার না শ্বাসকষ্ট!

সয়ে গেছে,
টেনশন নিওনা রুপা;
আমি শিল্পী,
ক্যানভাসে ফুটিয়ে তুলি ভগ্ন অবয়ব!
ওই দেখো ধুষর মেঘদল,
নিকোটিনের ধোঁয়ায় ধোঁয়াই,
যত্ন করে আঁকিয়েছি।
৩৩ টা লাল গোলাপ হাতে ঠাঁয় দাঁড়িয়ে দেখো
প্রথম দিনের সেই ছবি!

কি সব বকছো ভূলভাল!
ধোঁয়া টেনে কেউ পাগল হয় জানতাম না তো!

হা হা হা হা হা

হাসি থামাবে..?
অনেক কাজ পড়ে আছে
পিসি চন্দ্রে যাবো;
নোলক টা বদলাতে হবে
জামদানীর দোকানে ঢুঁ দেবো...

ঐ মেঘদল ঝরে যাবে
নতুন পরিষ্কার ক্যানভাস
এরপর আঁকবো লাভলেনের সেই ছবি,
হাতে হাত রেখে হেঁটে যাচ্ছি ঘাস মাড়িয়ে

না না তুমি দেখছি থামবে না।
থাকো চললাম...

কত পাখি উড়ে যায়!
ক্যানভাসের অযাচিত অতিথি
ঘুড়ি উড়ে আবার কেটে যায়;
কেউ চিরন্তন নয়।
নিকোটিন ঝরে পড়ে
ক্যানভাস ফাঁকাই থাকে,
ফাঁকাই ছিল,ফাঁকাই থাকবে
বদলাবে দৃশ্যপট...!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর লেখেন তো আপনি! অনেক ভাল লাগল আপনার কবিতা +++
লিখতে থাকুন। আশা করি খুব শিঘ্রই সামনের পাতায় সুযোগ পাবেন।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫

হিমাদ্রী হিমু বলেছেন: ধন্যবাদ ভাই।
দোয়া করবেন ☺

২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৭

গল্পের অদৃশ্য চরিত্র বলেছেন:
ভালো ছিল

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

হিমাদ্রী হিমু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.