![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অথচ আমি আঁধারে হাতড়ে খুঁজতাম আমার সচল হৃদপিন্ডকে!
সবচেয়ে শক্তিশালী নাকি একপাক্ষিকতা,
হুম তা তো অবশ্যই।
যেখানে কোন প্রতিদ্বন্দ্বী নেই,
নেই হারিয়ে ফেলার আফসোস কিংবা প্রাপ্তির আনন্দ,
দর্শক নেই,
সমালোচনা নেই,
মুল্যহীন আবেগ,
মূল্যহীন অসাড়ের মাঝে প্রতিনিয়ত খুঁজে...
হঠাৎ চোখাচোখি,
অভিনয় আর লজ্জা দেখি।
আমি সমালোচক,যোদ্ধা হতে ভয়,
স্থান কাল পাত্র ভেদে মেপে দেখি অভিনয়।
দিন যত যায়, কমে শাণিত ছুরির ধার,
অগ্রাহ্যের সুরে রাঙামুখ লুকোই বারবার।
অগ্রাহ্য ছিলোই তো বেশ,
গল্পেরা সব সেখানেই...
পাগলের মতো চেয়ে থাকি
কখনো উদ্ধত কখনো লাজুক
প্রতি মুহূর্ত ছুঁয়ে যায় তাকে
রোদ্র ঝলমল থেকে মিষ্টি জোসনা
বুঝেও বোঝেনা,
সস্তা জিনিস কেইবা বুঝতে চাই
আমি পড়ে রয় জঞ্জালের মাঝে
শেয়াল কুকুর টুকরে টুকরে ছিঁড়ে খাই
সচল হৃদপিন্ড;...
আরেকবার জন্মাতে চাই!
শত বছর নয় মাত্র বাইশটি বসন্ত।
হাসতে চাই কাঁদতে চাই,
ভূল করে হলেও ভালোবাসতে চাই।
বৈশাখের হাটুজলে,
কিশোরীর প্রেমে ডুবতে চাই।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে,
এতাল বেতাল ছুটতে চাই।
ঘাস মাড়িয়ে হাটতে গেলে,
আরেকবার হাত ধরতে...
হঠাৎ হাসে,হঠাৎ কাঁদে,
শব্দ করে আবেগ ঝাড়ে।
মেঘের পিছে লুকিয়ে আলো,
মিথ্যে করেই থাকে ভালো।
ভিতর বাহির দুইটি মেরু,
যখনি শেষ তখনি শুরু।
একই তবু কতই ফারাক
সরল কিংবা ফাঁস,
একই রুপে ভিন্নভাবে
উজান নয়তো ভাটির টানে
লাশের সাথে বসবাস!
এও কি সম্ভব হিমাদ্রী,
একের পর এক সিগারেট ধরিয়ে চলেছো!
তোমার না শ্বাসকষ্ট!
সয়ে গেছে,
টেনশন নিওনা রুপা;
আমি শিল্পী,
ক্যানভাসে ফুটিয়ে তুলি ভগ্ন অবয়ব!
ওই দেখো ধুষর মেঘদল,
নিকোটিনের ধোঁয়ায় ধোঁয়াই,
যত্ন করে আঁকিয়েছি।
৩৩ টা লাল গোলাপ...
©somewhere in net ltd.