![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ চোখাচোখি,
অভিনয় আর লজ্জা দেখি।
আমি সমালোচক,যোদ্ধা হতে ভয়,
স্থান কাল পাত্র ভেদে মেপে দেখি অভিনয়।
দিন যত যায়, কমে শাণিত ছুরির ধার,
অগ্রাহ্যের সুরে রাঙামুখ লুকোই বারবার।
অগ্রাহ্য ছিলোই তো বেশ,
গল্পেরা সব সেখানেই শেষ!
তবু কাঁপে সমালোচকের মন,
লজ্জার কি দরকার বিশ্লেষণ...!!!
©somewhere in net ltd.