![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকবার জন্মাতে চাই!
শত বছর নয় মাত্র বাইশটি বসন্ত।
হাসতে চাই কাঁদতে চাই,
ভূল করে হলেও ভালোবাসতে চাই।
বৈশাখের হাটুজলে,
কিশোরীর প্রেমে ডুবতে চাই।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে,
এতাল বেতাল ছুটতে চাই।
ঘাস মাড়িয়ে হাটতে গেলে,
আরেকবার হাত ধরতে চাই।
অবুঝ চোখে অবাক ভাবে,
তোমায় আবার দেখতে চাই।
মানুষ না হলেও ক্ষতি নেই,
তবু আরেকবার জন্মাতে চাই।
দুবলা নয়তো ঘাসফুল হয়ে,
তোমায় আবার ছুঁতে চাই।
লুটিয়ে থাকা কৃষ্ণচূড়া;
পা দুখানি রাঙাতে চাই।
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরে,
অশ্রু গুলো লুকাতে চাই।
স্বপ্ন গুলো মিছেই রবে,
আশার প্রদীপ নিভে যায়;
মিছের মাঝে সত্য শুধু,
তোমায় ভালোবাসতে চাই।
©somewhere in net ltd.