![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের মতো চেয়ে থাকি
কখনো উদ্ধত কখনো লাজুক
প্রতি মুহূর্ত ছুঁয়ে যায় তাকে
রোদ্র ঝলমল থেকে মিষ্টি জোসনা
বুঝেও বোঝেনা,
সস্তা জিনিস কেইবা বুঝতে চাই
আমি পড়ে রয় জঞ্জালের মাঝে
শেয়াল কুকুর টুকরে টুকরে ছিঁড়ে খাই
সচল হৃদপিন্ড; তবু কোন দুঃখ নেই
যে আশার ভেলা বেয়ে চলছে পৃথিবী
যোগ দেই সেই মিছিলের ভীড়ে,
হয়তো কোন এক কালে
এক মাস,এক বছর কিংবা এক যুগ পর
রাতের অন্ধকার যখন গ্রাস করবে সাজানো স্বপ্ন
মনে পড়বে,
মনে পড়তেই হবে তাকে
সস্তা গোলামের বেশধারী!
সস্তা ছিল বটে!
প্রত্যেকটি শিরা উপশিরা তাকে চাইবে
নিশ্বাস প্রশ্বাস জুড়ে কেবলি একটিই হাহাকার
বাঁদরের গলে আজ কেন মুক্তোর হার....!!
©somewhere in net ltd.