নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

হিমাদ্রী হিমু

মহাসমুদ্রের মাঝে এক বিন্দু পারদ..তলানিতেই যে থাকে।

হিমাদ্রী হিমু › বিস্তারিত পোস্টঃ

হাবিজাবি ৩

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

অথচ আমি আঁধারে হাতড়ে খুঁজতাম আমার সচল হৃদপিন্ডকে!
সবচেয়ে শক্তিশালী নাকি একপাক্ষিকতা,
হুম তা তো অবশ্যই।
যেখানে কোন প্রতিদ্বন্দ্বী নেই,
নেই হারিয়ে ফেলার আফসোস কিংবা প্রাপ্তির আনন্দ,
দর্শক নেই,
সমালোচনা নেই,
মুল্যহীন আবেগ,
মূল্যহীন অসাড়ের মাঝে প্রতিনিয়ত খুঁজে চলা,
মূল্যহীন দুচোখের ব্যর্থ প্রয়াস,
মূল্যহীন আদেশের আনুগত্য,
মূল্যহীন নিষেধের সম্মান,
মূল্যহীন প্রত্যেকটি নির্ঘুম রাত,
মূল্যহীন অপেক্ষার প্রত্যেকটি প্রহর,
মূল্যহীন স্বপ্নের বেড়াজালে আবদ্ধ সকল ইচ্ছের।

সময়ের দায় মেটানোর খেলাঘরে;
আর কত খেলা যায় নিজের সাথে!
আবেগ,জীবন,দু ফোঁটা অশ্রুকে,
পরগাছা হয়ে বেড়ে উঠা প্রত্যেকটি মুহুর্ত কে,
আর কতই বা বাজি ধরা যায়!

আমি ক্লান্ত নই;
আমি না পাওয়ার হিসেব রক্ষক নই,
আমি জোয়ার ভাটা নয়,
সকালের মিষ্টি সূর্যোদয় কিংবা অস্তগামী লাল সূর্য নয়,
রঙহীন লোনা জল আমি!
কখনো কোন ভিখিরির চোখে,
কখনো রাস্তায় পড়ে থাকা নামহীন শিশুর চোখে,
ঝরে যায় হিসেবের বাইরে;
আমি হেরে যাওয়া পথিক,
পা পিছলে পড়া পর্বতারোহী,
বৈঠাহীন নৌকার মাঝি,
সময় যাকে ছুড়ে ফেলে অন্ধকার আস্তাকূড়ে;
মহাকালের ইতিহাসে যাকে তোমরা আবর্জনা বলো।

যে স্বপ্ন দেখতে ভয় পাইনা,
ভয় পাই সেগুলো টুকরো টুকরো হওয়ার;
উড়তে ভয় পাইনা,
কিন্ত সীমাহীন আকাশে নিঃসঙ্গ বড়ই বেমানান;
না চাইলেও একপাক্ষিকতার অবসান হবে,
হঠাৎ করেই ডুবে যাবে লালচে সূর্য,
গোধুলীর সব কালো নিজেই নেবে;

সময়ের দায় বড্ড অসহনীয়।
কেউ জানবে না,
কেউ বুঝবে না,
চোরাবালিতে ছুঁড়ে দেবো সকল অভিমান।
মুক্তোর মতো চিকচিক করবে লোনাজল।
মেঘে ঢেকে যাবে জলন্ত সূর্য,
জেগে থাকা চাঁদ ক্রুর হাসি হাসবে।
অবাধ্যতা কখনোই ছুঁবে না,
বাধ্যতার আড়ালেই সমাধি খুঁজবে দেহহীন আমি!
অপমৃত্যু গুলো ডায়রির পাতা কুরে কুরে খাবে!
তবুও অট্টহাসি চলতে থাকবে;
এই শহরে হাসতে জানা অভিনেতাদের অনেক সম্মান;
অনেক সম্মান...!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.