নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

~ An Average, An Explorer ~

ওমর ফারুক কোমল

অজ্ঞ এক মানবসন্তান

ওমর ফারুক কোমল › বিস্তারিত পোস্টঃ

চাঁপাবাজি একটি মানসিক ব্যাধি

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮

আমাদের সমাজে চাপাবাজিটা ব্যাপক হারে প্রচলিত। এমনও লোক আছে যাদের চাপাবাজি না করলে রাতে ঘুম আসে না। আসলে চাপাবাজিটা তাদের শিরায় বাসা বেঁধেছে।

চাঁপার জোরে তারা গাছ-তলা থেকে সাত-তলার মালিক হয়ে যায়, হয়ে যায় বিভিন্ন সিলেব্রেটিদের নিকট আত্মীয়। মাঝে মাঝে তারা নিজেরাও সিলেব্রেটি হয়ে যায়।

জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি যখন নিজেকে দাড় করানোর প্রস্তুতি নিচ্ছি তখন এমন বহু পাবলিকেরও সম্মুখীন হয়ে চলেছি।

আমি অবশ্য ব্যাপারটাকে মানসিক রোগ হিসেবে দেখি। তাই একজন মানসিক রোগীর সাথে যেই ব্যাবহার করতে হয় সেই ব্যাবহার করেই তাকে সন্তুষ্ট করে হ্যাঁ হ্যাঁ, জি জি বলে তাকে খুশি করে দেই। সেই বেচারাও খুশি মনে আনন্দের সাগরে ঝাঁপিয়ে পরে আর ভাবতে থাকে জিতে গেলাম, বড় হয়ে গেলাম, সার্থক হয়ে গেলাম।

চাপাবাজি করে কখনও স্থায়ীভাবে সফল বা বড় হওয়া যায় না । নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের মাধ্যমেই নিজেকে নিয়ে যাওয়া যায় সাফল্যের উচ্চ শিখরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.