নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

~ An Average, An Explorer ~

ওমর ফারুক কোমল

অজ্ঞ এক মানবসন্তান

ওমর ফারুক কোমল › বিস্তারিত পোস্টঃ

চিরচেনা ঢাকার কিছু দুষ্প্রাপ্য ছবি! (ছবি ব্লগ)

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫২

প্রায় চারশ বছরের পুরনো আমাদের এই ঢাকা নগরী। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আজও হয়ে আছে ইতিহাসের স্বাক্ষী। আজ এই ঐতিহাসিক শহরের কিছু পুরনো ছবি আপনাদের সাথে শেয়ার করছি।


ছবিঃ ১৮৭০-৭৫ সালের, ঢাকা গেট।


ছবিঃ ১৮৯০ সালে, ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)।


ছবিঃ ১৮৮০ সালের মিটফোর্ড হাসপাতাল (বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)।


ছবিঃ ১৯০৪ সালের, শাহবাগ উদ্যান।


ছবিঃ ১৯০৪ সালের চকবাজার।


ছবিঃ ১৯০৪ সালের ঢাকেশ্বরী মন্দির।


ছবিঃ ১৮৯৫-১৯০০, পিলখানা, ঢাকা।


ছবিঃ ১৯৫৩ সালের, ইডেন কলেজের ছাত্রীরা শহিদ মিনার নির্মাণ করছেন।


ছবিঃ ১৯৫৪ সালের ঈদের ময়দানে।


ছবিঃ ১৯৫৪ সালের ঈদ মেলা।


ছবিঃ ১৯৫৪ সালের, মহিলারা রিক্সায় যাতায়াত করছে।


ছবিঃ ১৯৬০ সালের, মতিঝিল এলাকা।


ছবিঃ ১৯৬০ সালে, বাইতুল মোকাররাম মসজিদ।


ছবিঃ ৬০ এর দশকের ঢাকা স্টেডিয়াম (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) প্রাঙ্গন।


ছবিঃ ৬০ এর দশকের ঢাকা স্টেডিয়াম (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) প্রাঙ্গন।


ছবিঃ ৬০ এর দশকের বায়স্কোপ।


ছবিঃ ১৯৬২ সালের, সদরঘাট এলাকা।


ছবিঃ ১৯৬৩ সালের, গুলিস্তান সিনেমা হল।


ছবিঃ ১৯৬৪ সালের ঢাকা বিমান বন্দর (বর্তমানে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর) এলাকা। জানা যায়, সেখানে মানুষ তখন পিকনিক করতে যেত।


ছবিঃ ১৯৬৫ সালের সদরঘাট এলাকা।


ছবিঃ ১৯৬৫ সালের লক্ষ্মীবাজার মোড়।


ছবিঃ ১৯৬৫ সালের, ঢাকার নিউ মার্কেট।


ছবিঃ ১৯৬৫ সালের প্রেস ক্লাব এলাকা।


ছবিঃ ১৯৬৫ সালের আহসান মঞ্জিল।


ছবিঃ ১৯৬৬ সালে ঢাকার রাস্তা।


ছবিঃ ১৯৬৬ সালের ধানমণ্ডি রোড।


ছবিঃ ১৯৬৬ সালের গাবতলি হাট।


ছবিঃ ১৯৬৭ সালের লালবাগ কেল্লা।


ছবিঃ ১৯৬৭ সালের, বাইতুল মোকাররাম মার্কেট।


ছবিঃ ১৯৭২ সালের, প্রথম বই মেলার।


ছবিঃ ৭০ দশকের বেবি ট্যাক্সি।


ছবিঃ সংসদ ভবন নির্মাণের সময়।


ছবিঃ ১৯৭৫ সালের সংসদ ভবন।


ছবিঃ ১৯৭৫ সালের ঢাকার রাজপথ।


ছবিঃ ১৯৭৬ সালের দৈনিক বাংলা মোড়।


ছবিঃ ১৯৭৮ সালের এক ঈদের দিনে। বন্ধবন্ধু স্টেডিয়ামের (তৎকালীন ঢাকা স্টেডিয়াম) সামনে।


ছবিঃ ১৯৮০ সালের, কমলাপুর রেলওয়ে ষ্টেশন।


ছবিঃ ৮০র দশকের ঢাকার পাবলিক বাস।


ছবিঃ ১৯৮০ সালের শাপলা চত্বর।


ছবিঃ ১৯৮১ সালের ঢাকার রাজপথ।


ছবিঃ ২০০০ সালের, শাহবাগ সার্কেল।

উল্লেখিত সকল ছবি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। এজন্যে অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যুৎ, কম্পিউটার, ইন্টারনেট এবং গুগোলের আবিষ্কারকদের এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই উক্ত ছবিগুলোর ফটোগ্রাফারদের। আশা করি ছবিগুলো দেখে আপনারা আমার মতই অতীতের 'ঢাকা' দেখার জন্যে টাইম মেশিনের খোঁজ করবেন। আর কেউ পেয়ে গেলে অবশ্যই আমাকে নিয়ে যাবেন। ধন্যবাদ। :)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: অনেক শ্রমসাধ্য পোস্ট। ভালো লাগলো। সত্যিই টাইম মেশিনে করে অতীত দেখে এলাম। শেষের দিকে কিছু ছবি আমার চাক্ষুষ দেখার অভিজ্ঞতা আছে।


প্রথম ছবিটা 'রমানা গেট' নয়; তাকে 'ঢাকা গেট' বলা হতো। আর, জিয়া বিমান বন্দর নয় (১৯৬৪ সালে জিয়াউর রহমান অস্তিত্বহীন ছিলেন); সেটার নাম ছিলো 'ঢাকা বিমান বন্দর'

ভালো থাকুন।

০৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮

ওমর ফারুক কোমল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আমি এডিট করে দিয়েছি। :) আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.