নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই বার রেড কার্ড প্রাপ্ত সেকেন্ড লেফটেনেন্ট

ত্যাজ্যপুত্র

ত্যাজ্যপুত্র › বিস্তারিত পোস্টঃ

সত্যি কথা কি জানো

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

সত্যি কথা কি জানো, আমি রাতে ঘুমতে পারি না।

সত্যি কথা কি জানো, আমার সকাল হয় তোমার কথা ভেবেই।

সত্যি কথা কি জানো, আমি আমার আবেগ আটকে রাখতে পারিনা, তাইতো বলে দেই অব্যাক্ত সব কথা।

সত্যি কথা কি জানো, খুব ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার।

সত্যি কথা কি জানো, দিনের প্রতিটি মুহূর্ত যখন তোমার কথা ভাবি, মনে করি সব সময় তুমি আমার পাশে আছো।



সবাই কল করে, এস এম এস করে। কিন্তু আমি অপেক্ষায় থাকি তোমার জন্য। মুঠোফোন চেক করি বারবার। তুমি আসো না, আসে না তোমার বার্তা। এ কষ্ট কি করে বোঝাই। এ কষ্ট শুধু আমিই জানি আর জানে আমার বিছানার বালিশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.