নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য

everything is fair in love and war

ফাইয়াদ ইফতিখার রাফী

নিজের সম্পর্কে নিজে বলা মত বিড়ম্বনা আর নাই, তাই না বলাই শ্রেয় :)

ফাইয়াদ ইফতিখার রাফী › বিস্তারিত পোস্টঃ

র‍্যাংস লিমিটেড কি সত্যিই মান সম্মত সনি হ্যান্ডসেট বাজারজাত করছে ! নাকি সবই তাদের প্রতারনা ! দেখুন তাদের ডিজিটাল প্রতারনার ধরন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯







বড় করে দেখতে



Rangs Limited সনি কিছু স্মার্ট ফোন এনে অনেকের মাঝে সাড়া ফেলেছে । তারা নাকি জাপান থেকে ফোন আমদানি করেছে :D ( সনির এখনকার সেট গুলার প্রোডাকশন হয় চায়নায় । ) বানিজ্য মেলা , বড় বড় বিলবোর্ড এ টানায় রাখছে । আবার সেট জেনুইন কিনা সেটা চেক করার জন্য অ্যাড্রেসও দিয়ে রাখছে । সেদিন বাসে আসতেছিলাম চোখে পড়ল এই অ্যাড টা বিশাল বিল বোর্ড এ । তখন ভাবলাম আসল নকল চেক করানোর জন্য এত লাফালাফি কেন র‍্যাংস এর । লোক জন ত এমনই কিনব । কারন এত কাল সনির স্মার্ট ফোনের জেনুইন ডিষ্টিবিটর বাংলাদেশে ছিল না । তাছাড়া এদের একটা সুনাম আছে ।



যাই হউক তারা আসল ফোন চেনার জন্য একটা সাইট এর লিঙ্ক দিছে সেখানে IMEI নাম্বার দিলে বলে দেবে সেট আসল কি নকল ।



http://103.4.144.182/sonymobile.co.jp



এটা হল সেই অ্যাড্রেস ।



দেখে মনে হচ্ছে পিওর জাপানি সাইট কারন অ্যাড্রেস এর মাঝে .jp আছে :D কিন্তু whois information যাইয়া দেখেন বাংলাদেশি একজন এই অ্যাড্রেস রেজিষ্টেশন করছে ।



NEXT ONLINE LTD মহাখালি । মোবাইল নাম্বারও দেওয়া আছে । এখন প্রশ্ন হল সনি মোবাইল এর ওয়েবসাইট এর মালিক কি NEXT ONLINE LTD ?



এটা সনির সাইট কোন কালেও ছিল না ।



Click This Link



বিশ্বাস না হয় উপরের লিঙ্ক এ নিজেই যেয়ে দেখেন ।



এই নিয়ে একজন সনির অফিসিল ব্লগএ পোস্ট ও করেছিল সেটাও দেখেন



http://talk.sonymobile.com/thread/93064



ফোন আমদানি করবি কর বাংগালি সহজ সরল বলে এমন মিথ্যা দিয়ে প্রতারনা করবি এটা কেমন কথা X(( ...ওয়ালটন , সিম্ফনি মানের দিক থেকে এর সমতুল্য না হলেও র‍্যাংস এর মতন প্রতারনা করে না :)

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

রাফি মাহমুদ বলেছেন: খাইছে! এইডা কি দেখাইলেন! পুরা শার্লক হোমস :O

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: এরা ভূল তথ্য দিয়ে যে প্রতারনা করতেছে

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

স্বপ্ন বাজীকর বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

নিষ্‌কর্মা বলেছেন:
ভাঙা বাড়ıর খরচ উঠানো লাগবে না?

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

স্বপ্ন বাজীকর বলেছেন: ভাই, আমি কি আপনের লিঙ্ক টা আমার ফেসবুক-এ শেয়ার করতে পারি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: অবশ্যয় । যেখানে খুশি সেখানে করতে পারেন । নিজের নাম দিয়ে পোস্ট ও করতে পারেন আমার আপত্তি নাই ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অল্পভাষী বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।
বস্তুনিষ্ঠ তথ্যগুলো খুঁজে বের করার জন্য ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ পোস্ট।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

এক্সপেরিয়া বলেছেন: ভাই আপনে ত দেখি শার্লক হোমসকও পিছনে ফালাইলেন । পোষ্ট স্টিকি করা হোক

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

এক্সপেরিয়া বলেছেন: ভাই আপনে ত দেখি শার্লক হোমসকও পিছনে ফালাইলেন । পোষ্ট স্টিকি করা হোক

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

রাফি মাহমুদ বলেছেন: @এক্সপেরিয়া আপনি তাড়াতাড়ি হাইকোর্ট গিয়া র‍্যাংসের বিরুদ্ধে মামলা দেন। নাকি আপনার নিক নিয়া প্রতারণা সহ্য করবেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: :D

Click This Link


এই খানে এই পোস্টটা করেছিলাম । একজন কই এটা নাকি প্রতারনা না । আর আমার এমন খুত ধরার ইচ্ছা থাকলে নাকি সনি সেট ইউস করার দরকার নাই :(

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

শ্রাবন প্রধান বলেছেন: বুদ্ধি অ আ আছে ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নাফীস কাজী বলেছেন: আপনি তো পুরা শার্লক হোমস !!!!
+++++++++

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

অ্যানালগ বলেছেন: রেগুলটরি অথরিটি কে জানানোর আয়োজন করা হচ্ছে।

RANGS এর মালিকেরা চোর মানসিকতার, এখন বাটপার হইতে চায় আর কি !

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

স্পেলবাইন্ডার বলেছেন: এরা মানুষকে এত বোকা ভাবে কেন?

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

ক্লান্তিহীন পথচারী বলেছেন: ++..

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

ডি না মা ই ট বলেছেন: কোপা সামসু.................রেঙ্গস গ্রুপের বিচার চাই =p~ :> :> :> :> :>

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

নষ্ট ছেলে বলেছেন: ফর চেকিং জেনুইন প্রোডাক্ট ................. বেশি স্মার্ট হইতে গিয়া পুটু মারা খাইল ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আসলেই বেশী স্মার্ট হইতে গেছে । কি দরকার ছিল চেকিং করতে দেওয়ার । মানুষ জন কি আবাল নাকি B-))

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

স্বপ্ন বাজীকর বলেছেন: ওদের মার্কেটিং ম্যানেজার এর চেহারা দেখবার মুঞ্ছয় B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

আমি ফেসবুক এ এটা শেয়ার করে দিছি। link

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

ইন্সিত বলেছেন: বোকা চোর.....

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

অংকন কুরী বলেছেন: এখানে চেক করে নিস্চিত হতে পারেন http://www.imei.info/

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

নিওফাইটের রাজ্যে বলেছেন: শ্লারা বেশি ভাব লইতে গিয়া ধরা খাইছে। আপনেরে সুপার প্লাস

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: থ্যাংকু :)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বোকামন বলেছেন: এ্য এইডা ঠিকই কইছেন

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

এক্সপেরিয়া বলেছেন: আমার তো ভাই মামলা করার মত শক্তি নাই । তবে এইটা যদি পত্রিকায় তোলা যেত তাহলে অনেকে জানত । কিন্তু পত্রিকা ওয়ালারা তো তাদের কাছ থেকে বড় ধরণের টাকা পায় ।তায় এখানে সুযোগ নাই । তবে ফেসবুকে এমন অনেক পেজ আছে যাদের কাছে এ লিখাটি দিলে জানতে পারবে । তাই সবাই যথাসাধ্য চেষ্টা করা উচিত বড় বড় ফ্যান পেজ গুলাতে করাতে । পোষ্টটি স্টিকি করা হোক । অবশ্য আজ পর্যন্ত কোন প্রযুক্তি বিষয়ের খবরকে স্টিকি হতে দেখলাম না ।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

এক্সপেরিয়া বলেছেন: আমার তো ভাই মামলা করার মত শক্তি নাই । তবে এইটা যদি পত্রিকায় তোলা যেত তাহলে অনেকে জানত । কিন্তু পত্রিকা ওয়ালারা তো তাদের কাছ থেকে বড় ধরণের টাকা পায় ।তায় এখানে সুযোগ নাই । তবে ফেসবুকে এমন অনেক পেজ আছে যাদের কাছে এ লিখাটি দিলে জানতে পারবে । তাই সবাই যথাসাধ্য চেষ্টা করা উচিত বড় বড় ফ্যান পেজ গুলাতে করাতে । পোষ্টটি স্টিকি করা হোক । অবশ্য আজ পর্যন্ত কোন প্রযুক্তি বিষয়ের খবরকে স্টিকি হতে দেখলাম না ।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

জাহিদুল হাসান বলেছেন: নোকিয়া ও এমন একটা জোচ্চুরি করছিলো, তবে সেইটা এসএমএস সিস্টেম ছিলো মনে হয়। তবে এইটা ঠিক, আমার আপনার মত সবাই প্রযুক্তির সঠিক ব্যাবহার জানেনা। অনেক গরু ছাগল ওদের ফাদা জালে পা দিবে।

পোষ্টের জন্য ধন্যবাদ।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

দুলাভাই. বলেছেন: +++

২৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

সায়েম উর রহমান বলেছেন: Rangs Limited only import Mitsubishi Motor Vehicles in Bangladesh .... It may not be Rangs Limited ..... It may be other sister concern of Rangs Group ......

২৬| ০২ রা মে, ২০১৩ রাত ৯:২২

মোবাইল কথক বলেছেন: হুম, অনেকের কাছেই এইরকম অভিযোগ পাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.