![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই জানিনা.........
হঠাৎকরেই কেন যেন কলেজের সাদা-কালো দিনগুলোর রঙিন ছবি স্মৃতির পর্দায় ভেসে উঠল। নোয়াখালী সরকারীকলেজে ভর্তি হওয়ার প্রথম ক্লাস করতে গেলাম মাইজদী বাজারের আনুমানিক শতবর্ষী ‘পুরাতনক্যাম্পাসে’। Housefulছিলসেদিনের ক্লাসটা। সবার শেষে যাওয়ায় আমাকে এবং আমার কিছু কাছের বন্ধুকে বাধ্য হয়েই একেবারেপিছনে মেয়েদের সারিতে বসতে হয়েছিল। তাৎক্ষনিক বিব্রতকর অবস্থা সামলে নিয়ে বেশ ভালোইমজা করেছিলাম সেদিন। সেইতো শুরু.....
ক্লাসের রুটিন আমলে না নিলেও মাঝে-মাঝে ‘শতকরা উপস্থিতির হার’ বাড়াতে বাধ্য ছাত্রেরমত সাদা শার্ট আর পিঠে ব্যাগ নিয়ে কলেজ যেতাম।
আমি, সাজিদ, রাশেদ আর তানুন সাইকেল এর প্যাডেল চাপতে চাপতে কলেজ যেতাম। সমীর স্যার এর ক্লাসে পিছনের দরজা দিয়ে পালানোর দৃশ্য এখন যেন বৃষ্টির পরে মলিন হয়ে যাওয়া কোন রংধনুর আবছা আলোর মত। ঠিক-ঠাক ক্লাস না করলেও কলেজ থাকতাম বেশ কিছুক্ষণ। কখনো কখনো কমন রুম এ গিয়ে ঘন্টার পর ঘন্টা ক্যারম খেলে কাটিয়ে দিতাম। অতঃপর ক্লান্ত দেহ আর ঘাম ভর্তি শার্ট নিয়ে বাসায় চলে আসতাম।
বিজ্ঞান শাখার ছাত্র হুওয়ার সুবাদে এক হালি প্রাইভেট পড়তাম,,, পড়ালেখা ঠিক মতো না করলেও, প্রাইভেট মিস দিতাম না খুব একটা,,, প্রাইভেট এর আগে-পরে বন্ধুদের সাথে বেশ জম্পেশ আড্ডা দিতাম,, ল' ইয়ার্স কলোনি, মাস্টার পাড়া, স্টেডিয়াম, স্কুল, মসজিদ এর ওজু খানা, মাইজদী রেলওয়ে স্টেশন,,, এরকম কয়েকটা লোকেশন খুব মিস করছি...
সব কিছু কেমন যেন টিনের চালের কড়া রোদের মতো লাগছে,, হঠাৎ বৃষ্টি এসে উত্তপ্ত মূহুর্তটাকে শীতল করে দিলো...
©somewhere in net ltd.