![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই জানিনা.........
এক অবিরাম বর্ষনে আমি মিশে যেতে চাই-
চাই উত্তাল মেঘনা শরীরে মেখে,
প্রেমিকার লেপটানো কাজলে মিশে যেতে.
এই শহুরে বৃষ্টিতে ভেজা দাঁড়কাকের
ইলেক্ট্রিক অপেক্ষা আমার ভাল লাগেনা-
ভাল লাগে বিস্তৃত সবুজ
ধানক্ষেতে দুরন্ত দাপাদাপি-
শ্যাওলায় কালচে দিঘীতে কিশোরের
দুধর্ষ ঝপাস শব্দ,
কিংবা অনন্ত মেঘমালার এক অবিরাম
বৃষ্টির দিন.
অক্লান্ত বৃষ্টির ঝুমঝুম শ্লোকে-
নগরের সব পাপ আজ মাটিতে মিশে যাক-
আয় বৃষ্টি আয়.
সাঁঝ কাঁপানো বৃষ্টির-
থর থর বর্ষনে,
আজ আমি মুগ্ধ হতে চাই.
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৭
নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: ধন্যবাদ এহসান সাবির
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০
নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: দোয়া করবেন এহসান সাব্বির।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭
এহসান সাবির বলেছেন: অক্লান্ত বৃষ্টির ঝুমঝুম শ্লোকে-
নগরের সব পাপ আজ মাটিতে মিশে যাক-
আয় বৃষ্টি আয়.
সাঁঝ কাঁপানো বৃষ্টির-
থর থর বর্ষনে,
আজ আমি মুগ্ধ হতে চাই.
বেশ লিখেছেন......