নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সত্যিই সুন্দর

দায়িত্ব বিশাল জিনিষ, এড়িয়ে যাওয়ার চেষ্টা করিনা!!

নির্ঘুম লযাম্পোস্ট

আমি কিছুই জানিনা.........

নির্ঘুম লযাম্পোস্ট › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৪১

ম্যারাডোনা কিংবা কালামানিকের(পেলে)

খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি। ২০০২

সালের বিশ্বকাপে রোনালদো আর

রোনালদিনহোর খেলা দেখেই ব্রাজিল

ফুটবলের প্রেমে পড়ি। তারপর থেকেই

আমি ব্রাজিলের সমর্থক।। ছোটবেলায় আব্বুর

সাথে রাত জেগে খেলা দেখতাম,, খেলার অনেক

কিছুই বুঝতাম, আবার অনেক কিছুই বুঝতাম

না... তবুও খেলা দেখতাম,, আম্মু বকা দিতো,

"রাত জেগে কিসের খেলা দেখিস, ঘুমাতে যা,

খেলা দেখা লাগবেনা, সকালে স্কুল আছে।"

আমার মন খারাপ হয়ে যেত।

কিছু বলার বা করার আগে আব্বুই বলতো,

"আরে দেখুক, বিশ্বকাপ ৪ বছরে একটা আর

পরীক্ষা তো বছরে ৩টা"। আব্বুর কথা শুনার

পর আবার আরাম করে খেল দেখতাম।।

আম্মু তখন পরাজিত ভঙিতে চানাচুর-

মুড়ি এনে দিতো।।

২০০২ এর ফাইনালের দিন যখন ব্রাজিল ২-০

জার্মানী কে হারিয়ে দিলো কি আনন্দ

যে পেয়েছি..... আহা!!

একটু পর ২০১৪ বিশ্বকাপের

পর্দা উঠবে যা কিনা খোদ ব্রাজিলেই হচ্ছে,

আর প্রথম ম্যাচ টা ও ব্রাজিলের,, এবার

আছে নেইমার। প্রতিবারের মত এবার ও আম্মুর

বকা হজম করতে হচ্ছে, আর আব্বুর

সাপোর্ট।। ব্রাজিল নিয়ে এবার অনেকটাই

আশাবাদী,, আর্জেন্টিনা জার্মানী ও অনেক দূরে যাবে মনে করি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৩

আমি দিহান বলেছেন: প্রথম পেইজেই দুইটা পোস্ট কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.