নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা সত্যিই সুন্দর

দায়িত্ব বিশাল জিনিষ, এড়িয়ে যাওয়ার চেষ্টা করিনা!!

নির্ঘুম লযাম্পোস্ট

আমি কিছুই জানিনা.........

নির্ঘুম লযাম্পোস্ট › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফি দিবসের শুভেচ্ছা

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

"একজন ভালো ফটোগ্রাফার হিসাব করেন ইঞ্জিনিয়ারের কলম দিয়ে, চিন্তা করেন

দার্শনিকের মন দিয়ে এবং দেখেন একজন কবির চোখ দিয়ে।"



এ্যালেক্স অয়েব।

ব্রেসোঁ।

রঘু রায় ভোপাল।

গ্যারি উইনোগ্র্যান্ড।

এন্সেল এডামস।

ওয়াকার ইভান্স।

রবার্ট দসিনেসু।



_তোমাদের প্রান থেকে কৃতজ্ঞতা জানাই।তোমাদের সৃজনশীল সৃষ্টির জন্যে।





আমেরিকান ফটোগ্রাফার ওয়াকার ইভানস বলেন-

"আড় চোখে তাকাও। এটাই চোখকে পরিণত

করার উপায়, তাকাও আবারো। এবার

খুটিয়ে দেখার মতো করে।

এমনভাবে দেখো যেন এর ওপরই তোমার

জীবন নির্ভর করছে। কারণ

এখানে তুমি দীর্ঘক্ষণ থাকছো।"



ফ্রান্সের বিখ্যাত ফটোগ্রাফার

রবার্ট দসিনেসুর মতে, ‘যদি আমি জানতাম

কিভাবে একটি ভালো ছবি তুলতে হয়,

তাহলে আমি সবসময়ই সেভাবে তুলতাম।’



আমার কাছে সেই ছবিটিই গুরুত্বপূর্ণ যাতে আমি আমার ভাষা খুঁজে পাই। আর ভালো ছবি সেটাই

যা আমার সঙ্গে দীর্ঘদিন থাকবে।



ছবিটি কেমন হয়েছে তা ভাববেন না, ছবি তুলতেই থাকুন, যেই ছবিতে প্রান আছে, স্মৃতি আছে, আবেগ আছে, এক রাশ উৎসাহ আছে সেটিই ভাল ছবি। আরেকটি কথা না বললেই নয়-- 'তোমাদের যা কিছু আছে তা নিয়ে মাঠে নেমে পড়ো' হাজারো ডিএসএলআর এর ভিড়ে তোমার সস্তা মোবাইলের দূর্বল ক্যামেরাও কালজয়ী ছবি তুলতে সক্ষম।





'ফটোগ্রাফি দিবস' উপলক্ষ্যে সকল ফটোগ্রাফার, ফটোগ্রাফি প্রেমিক-প্রেমিকাকে জানাই শুভেচ্ছা।।



_ফটোগ্রাফির প্রতি প্রবল উৎসুকদের একজন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.