![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই জানিনা.........
পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে "অন্ধ বিশ্বাস"।
দোকানদার কখনো তার কর্মচারীকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেনা; দিনশেষে হিসেব খাতা মিলিয়ে দেখবে। অফিসের ম্যানেজার কখনো তার নিন্মপদস্ত কর্মচারীকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেনা; মাসিক ডকুমেন্ট চায়।
অথচ পিতামাতা তাদের সন্তানকে অন্ধভাবেই বিশ্বাস করে। সন্তান যেখানে যেভাবেই থাকুক, তাদের বিশ্বাস থাকে তাদের সন্তান খারাপ কাজ করবে না। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারে কেবল অন্ধভাবে বিশ্বাস করার কারণে।
"বিশ্বাস যেখানে তীব্র ভালোবাসা সেখানে দৃঢ়।"
আপনাকে যদি কেউ অন্ধভাবে বিশ্বাস করে আর আপনি যদি তার সাথে খামখেয়ালীবশঃত কিংবা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেন তবে নিজের সাথে প্রতারণা করলেন।।
এমন কিছু করা উচিত নয় যাতে প্রিয় সম্পর্কের কাছে নিজেকে অপরাধী মনে হয়। প্রিয়মানুষগুলোকে কখনো সন্দেহ করবেন না; খুব বেশীকিছু দিতে না পারেন, অন্তঃত তাদের বিশ্বাসের মর্যাদা দেয়ার চেষ্টা করুন।।
প্রত্যেক সম্পর্ক ই সুখের হোক, সুন্দর হোক।। এগিয়ে যাক ভালোবাসার হাত ধরে।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৮
জায়গীরদার বলেছেন: বিশ্বাস যেখানে তীব্র ভালোবাসা সেখানে দৃঢ়।
ভালো লাগলো...
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিশ্বাস অর্জন করা যত কষ্ট ভেঙে ফেলা ততই সহজ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৫
নবাব চৌধুরী বলেছেন: পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে "অন্ধ বিশ্বাস"।