নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেকদিন আসুন। এক কাপ চা খেতে খেতে নাহয় নিজের সম্পর্কে কথা হবে!

আইএমট্রিনিটি

আমি কোনো জিনিয়াস নই। নিজেকে জিনিশ ভাবতে ভালো লাগে। যার হৃদয় নামে একটা মাংসপিন্ড আছে। তবে সেটা কিছু বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। মাঝে মাঝে মনে হয় চারপাশের সময়টা থেমে গেছে। নিজেকে অসাড় মনে হয় তখন।

আইএমট্রিনিটি › বিস্তারিত পোস্টঃ

গল্পটি এখানেই শেষ !!

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩৯

"ঐ মিরপুর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, সিটিং সিটিং ..."



হুড়মুড় করে বাসে উঠলো ছেলেটা ...

তাড়াতাড়ি করে জানালার পাশের সিটটায় বসে পড়লো !!



"একটু সরেন তো !!"



জানালার বাইরে থেকে দৃষ্টি সরিয়ে হাতের বাম পাশে তাকালো সে ... কলেজ ড্রেস পড়া একটা মেয়ে, চোখে চশমা, চুল ঝুটি করা !!



"হা করে দেখছেন কী ?? সরতে বললাম কানে যায় না ??"



বিব্রত হয়ে চেপে বসলো ছেলেটা ... কানে হেডফোন দিয়ে গান শুনা শুরু করলো !!



গভীর মনোযোগে ফেইসবুক চেক করতে লাগলো ... হঠাৎ "হাহাহা" হাসির শব্দে সম্বিৎ ফিরে পেলো সে ...

অবাক চোখে আবিষ্কার করলো, মেয়েটা উকি মেরে তার মোবাইলের দিকে তাকিয়ে আছে !!



"হা করে দেখছেন কী ?? অন্য দিকে তাকান !!" - প্রতিশোধের সুরে ঝাড়িটা মারতে গিয়েও মারতে পারলো না ... মুখে আসলো না !!



"হাসছেন কেন ??"



"তোমার ছবি দেখে ... পুরাই বাচ্চা ... কোন ক্লাসে পড়ো তুমি ??"



বিব্রত কণ্ঠে সে জবাব দিলো, "১৩ তম ক্লাস ... ভার্সিটি ফার্স্ট ইয়ার !!"



"মজা করছো ??"



আইডী কার্ড ছিলো না ... বাধ্য হয়ে ফেইসবুকের ইনফোতেই দেখালো সে !!"



মেয়েটা মনে হয় ভালোই টাশকি খেলো ...

"ইয়ে মানে ... তোমাকে ... মানে আর কি আপনাকে পুরাই বাচ্চা বাচ্চা লাগে !!"



মুচকি হাসি দিয়ে আবারো ফেইসবুকের দিকে মনোযোগ দিলো ছেলেটা !!



খুব বেশিক্ষণ লাগলো না ... আবারো হাসির শব্দে ফেইসবুকিং এ ব্যাঘাত ঘটলো তার !!



"সত্যি করে বলেন, এগুলি আপনার লেখা ??"



"তো ?? আমার স্ট্যাটাস কী আরেকজন লিখে দেয় ??"



"বিশ্বাস হয় না ... দেখলে মনে হয় কোন বয়স্ক বড় লেখকের লেখা পড়ছি !!"



"প্রথমে ছবি দেখে বললেন, স্কুলে পড়ি কিনা ... এখন লেখা পড়ে দুই বাচ্চার বাপ বানিয়ে দিলেন ... একটু পর কী বলবেন ??"



"হাহাহাহাহাহা ... আপনি পারেনও বটে !!"



কোন এক অদ্ভূত কারণে হাসিটার প্রতি একটা নেশা ধরে যাচ্ছিলো ছেলেটার ... অনেক তীব্র নেশা !!



"ওই ফার্মগেটের যাত্রীরা গেটে আহেন ... কুইক কুইক !!"



"বাম পা আগে দেন "



বাস থেকে নামতে না নামতেই শুনতে পায়, "এই যে, একটু ধরবেন, নামতে পারছি না !!"



ব্যাগ ধরবে না হাত ধরবে, ইতস্তত করতে করতেই ছোট্ট একটা হাত চোখের সামনে বাড়িয়ে দিলো সে !!



৩ সেকেন্ড ... কিংবা তারো কম ...



"থ্যাঙ্ক ইউ ... আসি তাহলে !!"



কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত পায়ে হেঁটে যায় মেয়েটা ... তার ঝুটি করা চুলের দিকে এক ধরণের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ছেলেটা !!



গল্পটা আরো বড় হতে পারতো ...

কাকতালীয়ভাবে আবারো তাদের দেখা হতে পারতো ... ফেইসবুকে ফ্রেন্ডশীপ হতে পারতো ... ৩ সেকেন্ডের সেই মূহুর্ত আবারো ফিরে আসতে পারতো !! কিন্তু গল্পটা এখানেই শেষ!!



প্রতিদিনই লোকাল বাস চলতে থাকে ... দুইটি ভিন্ন লোকাল বাসে একটা ছেলে আর একটা মেয়ে প্রতিদিনই এদিক ওদিক তাকিয়ে কাকে জানি খুজতে থাকে ... কেউই কারো নাম জানে না !!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.