নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেকদিন আসুন। এক কাপ চা খেতে খেতে নাহয় নিজের সম্পর্কে কথা হবে!

আইএমট্রিনিটি

আমি কোনো জিনিয়াস নই। নিজেকে জিনিশ ভাবতে ভালো লাগে। যার হৃদয় নামে একটা মাংসপিন্ড আছে। তবে সেটা কিছু বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। মাঝে মাঝে মনে হয় চারপাশের সময়টা থেমে গেছে। নিজেকে অসাড় মনে হয় তখন।

আইএমট্রিনিটি › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নোত্তর!

১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:০০

যারা আমার রিলেশন এবং ব্রেকআপের কথা জানে তারা প্রায়শই আমাকে একটা কমন প্রশ্ন করে, "তোমার প্রায় আড়াই বছরের রিলেশনের ব্রেকআপ, তাও ব্রেকআপ হয়েছে ২০১৭ তে, তারপরও তোমাদের দেখা হলে এত মানুষের মধ্যে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড এত স্বাভাবিক কিভাবে থাকো, গ্রুপ ফটো তোলো, গ্রুপের প্রয়োজনে একজন আরেকজনকে সম্বোধন করে কথা বলো, যেন কিছুই হয়নি?"

এই প্রশ্নের উত্তর আমি সবসময় এটাসেটা বলে এড়িয়ে যাবার চেষ্টা করি। আসলে এভাবে স্বাভাবিক থাকাটাও একটা সুপার পাওয়ার, দুজনের ক্ষেত্রেই। যে মানুষটার সাথে আপনি কয়েকবছর প্রেম করেছেন, অগণিত সুখের মূহুর্ত আর স্মৃতি জড়িয়ে আছে যার সাথে, তাকে অনেকদিন পরপর সামনে দেখে স্বাভাবিক থাকাটা সত্যিই একটা সুপার পাওয়ার। এটা সবাই পারে না, কিন্তু আমি এবং আমরা পারি। সে যেমন তার লাইফ নিয়ে এখন অনেক ভালো আছে, আমিও আমার লাইফ নিয়ে যথেষ্ট ভালো আছি। আসলে মানুষ হিসেবে আমাদের দরকার ভালো থাকা, সেটা একসাথে হোক কিংবা আলাদা আলাদা। ভালো থাকতে হলে যে দুজনকে একসাথেই থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। কিছুকিছু সম্পর্কে "দূরত্ব" ভালো থাকার অনেক বড় একটা ক্যাটালিস্ট!


১৯ জানুয়ারি, ২০২০
রাত ০৩:৫৭

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ঐ যে আপনার এক্স, না ওয়াই, কি একটা গার্ল ফ্রান্ড'এর ব্রেকআপ, নাকি ক্রেংকআপ হয়েছে বললেন, উনি আপনার জন্য কোনদিন ভালোবাসা অনুভব করেননি; আপনি উপগ্রহ কিংবা শনিগ্রহ হিসেবে প্রদক্ষিণ করছিলেন মাত্র।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২

আইএমট্রিনিটি বলেছেন: কোনো কিছু না জেনেই একজনের সম্পর্কে হুট করে কিছু মন্তব্য না করাই মনে হয় ভালো ভাই :)

২| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

আল ইফরান বলেছেন: ট্রিনিটি ভায়া, আরো দুই-চাইর কলম লিখলে আমাদের বুঝতে সুবিধা হত।
তাই এই অতি উচ্চমার্গের পুস্টে মাইনাচ। B-)) :P

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

আইএমট্রিনিটি বলেছেন: হা হা হা :D আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ। আসলে আমার বেশিরভাগ লেখা গুলো এমনই। অনেকটা শেষ হইতেও হইলোনা শেষ

৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০

আইএমট্রিনিটি বলেছেন: ফ্রেন্ডদের রিইউনিয়ন হোক আর মাসে দু একটা মিটিং এর খাতিরে হলেও বসতে হয়। আর ফ্রেন্ড সার্কেল একসাথে বসলে দু একটা ছবিতো তোলা হয়ই :| এ নিয়েই যত বিপত্তি

৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিউচ্যুয়াল আন্ডার্স্ট্যান্ডিং-এর ভিত্তিতে ব্রেক আপ হলে স্বাভাবিক থাকাই ভাল...

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

আইএমট্রিনিটি বলেছেন: মিউচুয়াল ঠিক না, কিন্তু তারপরেও এখন থাকতে হয় আর কি :D

৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: ঐ যে আপনার এক্স, না ওয়াই, কি একটা গার্ল ফ্রান্ড'এর ব্রেকআপ, নাকি ক্রেংকআপ হয়েছে বললেন, উনি আপনার জন্য কোনদিন ভালোবাসা অনুভব করেননি; আপনি উপগ্রহ কিংবা শনিগ্রহ হিসেবে প্রদক্ষিণ করছিলেন মাত্র।
আপনার ভাগ্য ভালো আপনাকে উনি ধুমকেতু বা উল্কা পিন্ড বলেনি।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

আইএমট্রিনিটি বলেছেন: হা হা হা। আপনার কমেন্টে মজা পেয়েছি :D

৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

পদ্মপুকুর বলেছেন: আপনিতো মোটামুটি পুরোনো ব্লগার, লেখা আরেকটু বাড়লে কি ক্ষতি হতো, এটা ফেসবুক পোস্টের মত লাগছে।

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আইএমট্রিনিটি বলেছেন: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ। সত্যি বলতে ব্যস্ততার কারণে এখন লেখালেখি করাই হয় না। রাতে হঠাত মনে হলো পোস্টটা ফেসবুকেই লিখি। কিন্তু পরে কি মনে করে ব্লগে লিখলাম। ভবিষ্যতে লেখা বাড়ানোর চেষ্টা করবো :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.