![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকতায় মুগ্ধনয়ন
বালক আজও শূন্যতায়,
স্তম্ভমূলের শেকড় ছাঁটা
কোন সে যে এক দুর্দশায়!
সাম্যবাদের কৃষ্ণবোধে
বালক আজও শূন্যতায়,
ঈশ্বর? নাকি মনের ত্রুটি-
প্রশ্নবাণের তীক্ষ্ণতায়!
বালক- তুমি পথ দেখে যাও
অন্ধকারের প্রান্তসীমায়
জ্ঞানের নামে সে কোন যাদু
বন্দী তুমি কোন মায়ায়!
বদ্ধ ঘরের ছোট্ট রুমে
অস্তিত্বের সংকটে
হৃদয় দিয়ে ভাবলে তুমি
অদৃশ্যমান বিশ্বাসে?
যুক্তিবলে বিচার করে
আত্মবিরোধ জন্ম দাও
যুক্তিজালের সৃষ্টিকারী
তাঁরই থেকে দীক্ষা নাও!
থমকে যাওয়া বিজ্ঞান সেই-
একই কথা শুনতে পাই,
শুন্য থেকে অসীমযাত্রা
স্রষ্টা ছাড়া উপায় নাই।
অনীশ্বরের অন্ধকূপে,
অস্তিত্বের তীব্রতায়,
অবিশ্বাসের জলাঞ্জলি;
বালক এখন পূর্ণতায়।
(বালক আজও শুন্যতায় - আস্তিক্যবাদী পদ্য - শাহরিয়ার ইবনে আহমাদ)
©somewhere in net ltd.