নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাফসীর নিয়ে গবেষনামূলক লিখা লিখতে ভালবাসি, যুক্তি সহজে হজম হয় না, বিশুদ্ধ কিতাবের উদ্ধৃতি ছাড়া ধর্মীয় কোন বিষয় গ্রহণ করি না, আক্রমনাত্বক সমালোচনা পড়তে ও লিখতে সাচ্ছন্দ বোধ করি।

ডিগবাজি বিশারদ

খাটি কাঠমূল্লা যাকে বলে সেটাই আমি

ডিগবাজি বিশারদ › বিস্তারিত পোস্টঃ

ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অত্যান্ত প্রয়োজনীয় তথ্য

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭

ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন, কিয়ামতের পূর্বে তিনি আবার বিশ্বে পদার্পন করবেন। বিষয় তিনটি মেঘহীন আকাশে পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলন্ত ও সুস্পষ্ট হওয়া সত্বেও একদল স্বার্থান্বেষি বিষয়গুলাতে ধোয়াশা সৃষ্টি করে চলছে। আমারাও পর্যাপ্ত ঐশী জ্ঞানের অভাবে মরিচিকায় বিশ্বাসী হয়ে উঠছি।
বর্তমানে কাদিয়ানী কাফেররা এই অকাট্য বিষয় গুলোকে মিথ্যা অপব্যখ্যার মাধ্যমে আমাদের কাছে ঘোলাটে করে তুলছে।
.
প্রথমে ঈসা আলাইহিস সালাম মারা যাননি। আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন। বর্তমানে তিনি আকাশে আছেন। কুরআনের আলোকে প্রমান করছি:
১৫৭ - ... و قولهم إنا قتلنا المسيح عيس ابن مريم
“এবং তারা বলে, আমরা আল্লাহর রাসূল ঈসা ইবনে মাইরয়ামকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যাও করেনি এবং শূলেও চড়াতে পারেনি বরং তাদের বিভ্রম হয়েছিল। প্রকৃতপক্ষে যারা এ সম্পর্কে মতভেদ করেছে, তারা এ বিষয়ে সংশয়ে নিপতিত এবং এ বিষয়ে অনুমানের অনুসরণ ছাড়া তাদের প্রকৃত কোনও জ্ঞান ছিল না। সত্য কথা হচ্ছে, তারা ঈসা (আলাইহিস সালাম)কে হত্যা করেনি।”
১৫৮ - بل رفعه الله اليه و كان الله عزيزا حكيما
“বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। বস্তুত আল্লাহ মহা ক্ষমতার অধিকারী, অতি প্রজ্ঞাবান।” ১
.
আয়াত সংক্রান্ত ঘটনা:
হযরত যাহহাক রহিমাহুল্লাহ বলেন,
ইহুদীরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল ঈসা (আলাইহিস সালাম)কে হত্যা করবে। এই খবর ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীদের কানে গেলে তারা এক জায়াগায় সমবেত হলেন। রক্তপিপাসু ইহুদীরা হন্য হয়ে ঈসা আলাইহিস সালামকে খুজে ফিরছে। এদিকে ইবলিস শয়তানও বসে নেই, সে ইহুদিদেরকে তিনার অবস্থান জানিয়ে দিল। একযোগে ৪ হাজার ইহুদী দুরাচর তিনার ঘর অবরোধ করে ফেলল। ঈসা আলাইহিস সালাম তার সাথিবৃন্দদের লক্ষ্য করে বললেন- এমন কে আছ! যে বাহিরে যাবে, তাদের হাতে নিহত হবে, আর জান্নাতে আমার সাথি হবে?
এই ঘোষণার পর এক ভক্ত নবী ঈসার প্রেমে মাতোয়ারা হয়ে নিজের জান দিতে প্রস্তুত হয়ে গেল। নবি ঈসা তাকে নিজের জামা ও পাগড়ি পরিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করলেন। সে বাহিরে গেল। ইহুদীরা তাকে ঈসা ভেবে গ্রেফতার করে শূলে চড়িয়ে হত্যা করল।
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে আসমানে তুলে নিলেন। ২
.
তিনি কিয়ামতের পূর্বে আবার আসবেন। এর প্রমান হল:
১৫৯ - ... و إن من أهل الكتاب إلا ليؤمنن به قبل
“কিতাবীদের মধ্যে এমন কেউ নেই যে, নিজ মৃত্যুর আগে ঈসার প্রতি ঈমান আনবে না। আর কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।” ৩
.
আয়াত সংক্রান্ত তাফসীর:
শায়খুল ইসলাম ইবনু তায়মিয়্যা বলেন,
ঈসা মাসীহের মৃত্যুর পূর্বে সমস্ত আহলে কিতাব (ইহুদী-খ্রিস্টান) তাঁর প্রতি ঈমান আনবে। আর এটা হবে সে সময় যখন তিনি দুনিয়াতে অবতরণ করবেন। ইহুদী-খ্রিস্টান উভয় জাতী ঈসা আলাইহিস সালামকে সত্য রাসূলরূপে বিশ্বাস করে নেবে। ইহুদিরা তাকে ‘মিথ্যা নবী’ ভাববে না আর খৃষ্টানরা তাঁকে ‘খোদা’ও মনে করবে না। ৪
.
৬১ - و إنه لعلم للساعة فلا تمترن بها
নিশ্চয়ই তিনি কিয়ামতের একটি আলামত। সুতরাং তাঁর ব্যাপারে তোমরা কোনো সন্দেহ করো না। ৫
.
আয়াত সংক্রান্ত তাফসীর:
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
আয়াতে বর্ণিত আলামত হল কেয়ামতের পূর্বক্ষণে ঈসা ইবনে মারইয়ামের আবির্ভাব। ৬
.
আয়াতলদ্ধ সিদ্ধান্ত:
উপরোক্ত প্রমান্য আলোচনার ভিত্তিতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হল- আল্লাহর নবি ঈসা ইবনে মারইয়াম তিনি মরেন নি। শত্রু দ্বারা আক্রান্ত হলে আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে ইসলামের পূণর্জাগরনের জন্য আবার পৃথিবিতে আসবেন।
.
কতিপয় মুজিযা:
আল্লাহ তাআলা সমস্ত নবিকে বিশেষ কিছু মুজিযা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামও এর ব্যাতিক্রম ছিলেন না। তিনার মুজিযা গুলো অত্যান্ত বিরল ও আশ্চর্যজনক ছিল। যেমন, মৃতকে জীবিত করা। জন্মান্ধ ও কুষ্ঠ রোগিকে সুস্থ করা ইত্যাদী।
আসলে এগুলোর বিবরণ খোদ কুরআনেই আছে।

১১০ -
و تبرئ الاكمه و الابرص بإذني و إذ تخرج الموتي بإذني
“জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার আদেশে নিরাময় করে দিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে।” ৭
.
এই আয়াতেই তিনার আরো কিছু মুজিজার উল্লেখ আছে। আগ্রহী পাঠকগণ আয়াতটি ‘তাফসীরে মাআরিফুল কুরআন - মুফতি শফি রহিমাহুল্লাহ’ এর ব্যখা সহ পাঠ করুন। ইংশাআল্লাহ যথেষ্ঠ খোরাক পাবেন।
ঈসা আলাইহিস সালাম সম্পর্কে চূড়ান্ত ফায়সালা জানতে ‘কাদিয়ানীরা অমুসলিম কেন? - মাওলানা মানজুর নোমানী’ পড়ার পরামর্শ থাকল। সমস্ত সংশয় দূর হয়ে যাবে।
---------------
১. সুরা নিসা
২. মাআরিফুল কুরআন ২/৫৮১
৩. সুরা নিসা
৪. আল জাওয়াবুস সহীহ ২/২৮৪
৫. সূরা যুখরূফ
৬. মুসনাদে আহমদ, হাদীস ২৯১৮
৭. সুরা মাইদাহ্

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আসমানে তুলে নিয়েছেন?? কিভাবে?
রকেট দিয়ে? না হুদহুদ পাখি দিয়ে?

আর তুলেই যখন নিলো তাহলে আরো আগে তুলে নিলে ভালো হতো। তাহলে তাকে এত মাইর খেতে হতো না।
তাছাড়া তাকে তুলে না নিলেও চলতো। তার তো অনেক ক্ষমতা ছিল। অন্ধকে ভালো করে দিতেন। মৃতকে জীবিত করে তুলতেন।

২| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

সুপারডুপার বলেছেন: ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। খুবই ভালো একটা কাল্পনিক কাহিনী বলেছেন। ঈসা আলাইহিস সালাম যে স্থান থেকে আসমানে তুলে নিয়েছেন মানুষ কল্পনা করে, সেই স্থান টি ও পায়ের ছাপ ও জেরুসালেমে দেখে এসেছি। মুসলিমদের চেয়ে অন্য ধর্মের লোকদের ভিড় এইখানে লক্ষণীয়। শুধু ইসলাম ধর্ম না , খ্রিষ্টান ধর্মের অর্থোডক্সদের অনেকেই কল্পনা করে ঈসা আলাইহিস সালামকে গড আসমানে তুলে নিয়েছেন।

আসমানের বায়ুমণ্ডল ও মহাকাশের আবহাওয়া সমন্ধে কি ধারণা করেন ? মহাকাশের সুন্দর আবহাওয়াও কি মানুষের জন্য সহনীয়? নিজ চোখে খুবই সামান্য বাস্তবতা দেখার জন্য প্লেনে কি উঠেছেছিলেন?

অথবা এই গুলো বিজ্ঞানের কিচ্ছা কাহিনী সব ভুয়া, প্লেন থেকে যা দেখেছি সব ভুয়া । আল্লাহর অসীম কুদরতে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। কিচ্ছা খতম !!!

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৩

ডিগবাজি বিশারদ বলেছেন: যদি সৃষ্টি কর্তা ও কিরআনে বিশ্বাসি না হন তাহলে এটা আমার আলোচ্য বিষয় না। হুদাই ‘বেকরণের বই’ আমি লিখি না।

আর যদি আস্তিক হয়ে থাকেন তাহলে আমি সেই উত্তরই দেব যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা নিসার ১৫৮ নাম্বার আয়াতে এই বিষয় বিবরণ দিয়ে আমাদের মত সহজ সরল মুসলমানদের মনে যেসব প্রশ্ন উদয় হওয়ার সম্ভাবনা ছিল সেগুলার উত্তর মাত্র দুই শব্দে দিয়েছেন-
১. আজীজ - মহা ক্ষমতার অধিকারী
কিভাবে নিয়ে গেল। আকাশের আবহাওয়া প্রতিকুল ছিল। কি দিয়ে নিয়ে গেল। আরো হাবিজাবি যত প্রশ্ন আছে সব গুলার উত্তর দিয়েছে 'আজীজ' শব্দ দিয়ে। কিয়ামত পর্যন্ত বিশ্বাসিদের মনের খটকা এই একটি শব্দ দিয়েই দূর হবে। ইংশাআল্লাহ।

২. হাকীম - অতি প্রজ্ঞাবান
কেন নিয়ে গেল? আগে নিল না কেন? সাহায্য পাঠালেই ত হত? ইত্যাদী বাচ্চাসূলভ প্রশ্ন এই একটি শব্দ দিয়ে নিরসন করেছেন তিনি।
কিয়ামত পর্যন্ত বিশ্বাসিদের মনের এজাতীয় প্রশ্ন আজীজ শব্দটি দিয়ে দূর হবে ইংশাআল্লাহ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১১

ডিগবাজি বিশারদ বলেছেন: আর @রাজীব নূর ভাই বললেন “তার ক্ষমতা” এখানে ঈসা আলাইহিস সালামের কোন ক্ষমতা নেই। তিনি যা করতেন আল্লাহর আদেশে করতেন। আয়াতের তরজমা ভাল করে পড়লেই বিষয়টি বুঝে যেতেন।

৫| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩

সুপারডুপার বলেছেন: @ লেখক /ব্লগার ডিগবাজি বিশারদ,

আস্তিক - নাস্তিকতার দ্বন্দ্ব না এনেও, সাধারণভাবেই বলা যায় এই সব ধর্মের কল্পনা কাহিনী ছাড়া আর কিছু না।
অথবা
কুন্ ফাইয়াকূন্। আল্লাহ যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়। উত্তর শেষ, !!! বিজ্ঞান -যুক্তি - চিন্তার কোন দরকার নাই ! হোয়াও ডিগবাজি দেও সবাই !!!!

৬| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

বোকা পুরুষ বলেছেন: @সুপারডুপার ভাই..আপনি কি ৬ জিবি পেনড্রাইবে ১২ জিবি ডাটা নিতে পারবেন? পারবেন না, কারন ৬জিবি পেনড্রাইবের লিমিট থেকে ১২ জিবির লিমিট বেশি,একি ভাবে মানুষেরও চিন্তা ভাবনার একটা লিমিট আছে, ধর্মীয় অনেক ব্যাপার এরকম আছে যা আমাদের ভাবনার লিমিটের বাইরে

৭| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনাকে আকাশে তুলে নেয়া হবে

৮| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

মাস্টারদা বলেছেন: মন্তব্যগুলো পড়েছি শুধু। কেননা এ খবর আমার কিছুটা জানা।


ভেবেছিলাম এতটুকুতেই মন্তব্য থামবে। কিন্তু একটা কথা মাত্রই মনে হলো..."আমি যা জানি তোমরা তা জানো না।" --কোরআন।
(খোদ বিজ্ঞানের থিওরি যা দিয়ে মাপছি খোদার অস্তিত্ব!) আজকে যা জানছি কাল তা তো ঠিক থাকছে না। নতুন যুক্তিতে খণ্ডন হয়ে যাচ্ছে। সেখানে তো বলতেই হয় 'আমি কী জানি?'
আর আমার কী এত এত জ্ঞান যে আমি বিজ্ঞানের একটা জটিল থিওরি বুঝতে হিমশিম খাই, থিওরি আবিষ্কার তো দূর কি বাত! সেখানে কথা বলছি এমন বিষয়ে যার ছিটেফোঁটা জ্ঞান আমার নেই!

এলিয়েন এসে ঘুরে গেছে, দেখি নাই; বিশ্বাস করি। ঈসা (আঃ) কে মহাশক্তি উঠিয়ে নিলো তেমনি বিশ্বাস।

৯| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৯

সুপারডুপার বলেছেন: -§ হমম ব্লগার বোকা পুরুষ, ধর্মীয় অনেক গোঁজামিল ব্যাপার এরকম আছে যা আমাদের ভাবনার লিমিটের বাইরে । :||

-§ হুম Masterda, এলিয়েন এসে ঘুরে গেছে, দেখি নাই; কল্পনা করি। ঈসা (আঃ) কে মহাশক্তি উঠিয়ে নিলো তেমনি কল্পনা । |-)

-§ খেয়াল করুন, চাঁদগাজী সাহেব বলেছেন: আপনাকে আকাশে তুলে নেয়া হবে 8-|

১০| ২১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৫

ডিগবাজি বিশারদ বলেছেন: “তুমার প্রভুর পক্ষ থেকে যা সত্য বলে যাও। যার ইচ্ছা বিশ্বাস করবে। যার ইচ্ছা বিশ্বাস করবে না। আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি।”
সুরা কাহাফ / ৩১

আপনি কেবল মাত্র উপদেশ প্রদান কারী। আপনি কারো কর্মবিধায়ক নন।
সুরা গাশিয়াহ্

বহুত যুক্তি - কুযুক্তি, বিজ্ঞান - কুবিজ্ঞান মাথায় খেলতাছে কিন্তু বিষয়টা এড়িয়ে গেলাম। যেহুতু সময় নষ্ট ছাড়া কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.