![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
একাডেমীতে অনেক মজার দিন কাটাইছি ,কাটাচ্ছি এবং ভবিষ্যযতে ও কাটাবো। এ যাবৎ কালিন কাটানো দিন গুলোর মধ্যে সবচেয়ে বেশি মজা পাইছিলাম এনুয়্যাল স্পোর্টস এর সময়। যদিও তা কিছুটা বেদনার মিশ্রনে মিশ্রিত। এধরনের অনুষ্টান আমাদের জন্য ছিল একেবারেই নতুন । অনুষ্টানের প্রস্তুতি কয়েক দিন আগে থেকেই শুরু হল । দিনগুলো খুবি ব্যাস্ততার মধ্যে কাটাতে হয়েছিল। শেষদিনে মুলপর্ব আয়োজনের বিশাল প্রস্তুতি। এইদিনের বিশেষ আকর্ষন হল হাউস সাজানো। চারটা হাউসের সবার এক চেষ্টা ফাস্ট হওয়া । আমাদের ও একি চেষ্টা। আগের দিন রাতে হল গোপন বৈঠক নিজেদের হাউস নিয়ে। সাথে অন্য হাউসের আলোচনা ও ছিল। গোপন সুত্রে অনেক খবর ও এল কোন হাউসের কি পরিকল্পনা। সেই সুত্রে এগোলাম, সির্ধান্ত হল হাউসের আকৃতি হবে একটি হেলিকপ্টারের আকার। প্রথমে শুনতে কঠিন মনে হলেও পরে তা বানাতে সক্ষম হই। আগের দিন রাত পর্যন্ত পরিশ্রমের পর হাউজটা হেলিকপ্টারের আকৃতিতে আসে। সেদিন রাতে আমাদের স্যাররা আর আমরা মিলে খিচুডি পাক করে তাবুর ভিতরে খাওয়া দাওয়া করলাম। পাশাপাশি অন্যান্য হাউস গুলোও তাদের কাজ শেষ করেছে। পরের দিন সব শেষে প্রিন্সিপাল হাউস পরিদর্ষনে আসলেন। অন্যান্য হাউস ও পরিদর্ষন শেষ করলেন। তারপর যখন ফলাফলের পালা এল মনটা একেবারেই ভেংগে গেল। সবচেয়ে বেশি কষ্ট করে ও আমরা প্রথম হতে পারলাম না।আরো খারাপ লাগল এই ভেবে যে এর ফল পুরো এক বছর বয়ে বেডাতে হবে। আশা করি আগামি বছর এর চেয়ে ভালো কিছু হবে। তবে একটি কথা বলতেই হয়। প্রথম হতে পারিনি তো কি হইছে মজা কিন্তু কম করি নাই।সব প্রশংসা আমাদের স্যারদের। স্যালুট ব্লু - হোয়েল হাউজ
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
নাহিদ২৯ বলেছেন: হ্যাঁ একাডেমীর দিন গুলি খুব মজার। But you will must miss your academy life after your passing out.