![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
আজও সেই বকুল গাছটি তার জায়গায় ঠায় দাড়িয়ে আছে। শুধু নেই তুমি আর আমি। গাছটি যদি কথা বলতে পারতো তাহলে তার তীব্র হাহাকারে তুমি না এসে পারতে না। বকুল গাছে আজ ও ফুল ধরে। কিন্তু এখন আর সে ফুলে মালা গাথা হয়না। তোমাকে আমি কিছু বলব না। যা বলার সেই গাছটিই বলবে। শুধু একবার তুমি এসে দেখ। সব কিছু আগের মতই আছে। সেই যে তুমি গেলে আর এলে না। কিন্তু তোমার গেঁথে যাওয়া মালার এখনো আমি পুজারি। যদি কোনদিন এসে দাবি কর সেই জন্যই এত আয়োজন। জানি আসবেনা তুমি। হয়ত ভুলে গিয়েছ আমার কথা। মনে রাখার মত কিছুই করিনি আমি।
©somewhere in net ltd.