![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ নাবিক
সমুদ্রে বিচরন করা আমার পেশা। কিন্তু আমি বলি এটা আমার নেশা। তুমি বল কে তোমার সবচেয়ে বেশি আপন আমি না সমুদ্র। আমি বলি সমুদ্র আমার মা, আর তুমি হচ্ছ আমার হ্রদয়। সন্তান তো মায়ের গর্বেই থাকবে, আর হ্রদয়ত থাকবে আমার সাথেই।তুমি হয়ত বিশ্বাস করবে না,তোমাকেএকটিবারদেখার জন্য আমার মন কত ব্যাকুল থাকে। ঠিক তখনি নীল জলরাশির বিশাল সমুদ্রের মাঝে থেকে দুর আকাশের মিটি মিটি তারার দিকে চেয়ে ধরে নেই তুমি অনেক ভালো আছ। আর আমার জমে থাকা সুখ দুঃখের কথা বলি তাদের কাছে। প্রতিবার ফোনে কথা বলার সময় তুমি আমাকে জিজ্ঞেস কর কবে আসবে তুমি। আর আমি
প্রতিবারি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলি যে এইত চলে আসব আর কয়েকটা দিন। কিন্তু আমি এটা বলি না যে আমার আসতে এখনো অনেক দেরি। তারপর, হ্যা তারপর একদিন হয়ত তোমাকে অবাক করে দিয়ে হুট করে চল আসি। এই যা,খাতার পৃষ্টা আর কলমের কালি শেষ তাই আজ আর শেষ করতে পারলাম না।
২| ০২ রা মে, ২০১৪ সকাল ৯:৩২
সজল আহমদখ বলেছেন: পিলাচ (+)
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ সকাল ৯:৩২
সজল আহমদখ বলেছেন: পিলাচ (+)