![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেলানীর ঐ স্বপ্ন যখন
আটকে গেলো বেড়াতে
পিতল বুলেট কাল হলো এক
বিয়ের শাড়ি জরাতে।
বন্ধু তোমার সাথে তাহার
কিসের ছিলো আড়ি?
নির্বিচারে করলে গুলি
কেন? মুখটা করে ভারী!
বন্ধু তোমার প্রীতি দেখে
জাগছে মনে ভীতি!
আর বেশি দিন সইবো নাকো
চুপ থাকারই রীতি।
একাত্তরের কৃতজ্ঞতায়;
অনেক পেয়েছো পার,
সময় এখন বলছে তোমায়
না দেই যেন ছাড়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
রাফছানজানি বলেছেন: একাত্তরের কৃতজ্ঞতায়;
অনেক পেয়েছো পার,
সময় এখন বলছে তোমায়
না দেই যেন ছাড়।