![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিব্র তাপদাহে আমরা যেমন
নাকাল হই গ্রীষ্মে ,
তেমনি সর্গীয়
প্রশান্তি মনে হয়
বৃক্ষরাজির নিছে পকৃতির
ঠান্ডা শীতল বায়ু
শরিরে লাগিয়ে ।
চলছে এখন মাঘের শীত । কিরণ
বিহীন, বাতাস, কুয়াশার এই
সময়ে হাঁড় কাপানো শীতলতায়
জবুথবু জনপদ ।
কর্ম শেষে তাড়া তাই নিজ
গৃহে ফেরার ।
হ্যাঁ লেপ তোষক আর পাশ
থেকে আসা উঞ্চতায়
নিদ্রা আসা পর্যন্ত মনে হয়
এই মুহুর্তে এর চেয়ে আর বড়
কোন প্রশান্তি পৃথিবীতেই
নেই ।
সমবেদনা রইলো বস্র বিহিন
পথে ঘাটে দরিদ্র এক বিসাল
জনগোষ্ঠির প্রতি ।
©somewhere in net ltd.