নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইব্রাহীম খলিল মাসুম

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

ইব্রাহীম খলিল মাসুম › বিস্তারিত পোস্টঃ

ভোট না দেয়ায় হিন্দু ব্যাবসায়ীকে যুবলীগ নেতার মারধর

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

নাটোরের সিংড়া পৌর এলাকার

দশম সংসদ নির্বাচনে ভোট

দিতে না যাওয়ায় বৃহস্পতিবার

ইউনিয়ন যুবলীগ সভাপতির

নেতৃত্বে হিন্দু ব্যবসায়ীকে তার

দোকানে এসে মারপিট

করা হয়েছে। প্রহৃত

ব্যবসায়ী পৌর এলাকার

বালুয়া বাসুয়া রোড়ের

পল্লী বিদ্যুৎ অফিসের সামনের

প্রতিভা লাইব্রেরীর মালিক

শ্রী সতেন্দ্র নাথ (৩৫)।

তিনি অভিযোগ করে বলেছেন,

কারো কাছে বিচার চাইনি, শুধু

ভগবানকে বলে রেখেছি। এর

আগে আরেক হিন্দু ব্যবসায়ীর

দোকান ভাংচুরের ঘটনায় পুলিশ

বৃহস্পতিবার বাপ্পি নামে এক

যুবলীগ কর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,

নির্বাচনে সতেন্দ্র নাথ ও তার

পরিবারের লোকজন ভোট

দিতে যাননি।

বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায়

বৃহস্পতিবার

সকালে ইটালী ইউনিয়ন যুবলীগের

সভাপতি মোতালেব সরদার তার

কয়েকজন সহযোগীসহ

দোকানে এসে শ্রী সতেন্দ্র

নাথের কাছে ভোট

দিতে না যাওয়ার কারন

জানতে চেয়ে চলে যান। দুপুর

১২টার দিকে আবার কয়েকজন

সহযোগীসহ দোকানে এসে সকলের

সামনে শ্রী সতেন্দ্র নাথ

এলোপাথারী চড় থাপ্পর

মেরে চলে যান। এ ঘটনায়

এলাকার হিন্দু নাগরিকদের

মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার একই

পৌরসভার হাসপাতাল মোড়ের

পশু হাসপাতাল মোড়ের কৃষ্ণ

ঘোষের দোকানে শাকিল,

বাপ্পি ও সবুজ সরদার নামের

তিন ছাত্রলীগ-যুবলীগ

কর্মী এসে তাঁর দোকানের

জিনিসপত্র ভাংচুর করে রাস্তায়

ফেলে দেয়। এদের গ্রেপ্তার

করার জন্য পরের দিন এলাকার

ব্যবসায়ীরা তাদের

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

রেখে রাস্তায় মিছিল সমাবেশ

করে। সিংড়া থানার ওসি শফিকুল

ইসলাম জানান, বিষয়টি তার

জানা নেই। তবে পশু হাসপাতাল

মোড়ের কৃষœ ঘোষের

দোকানে ভাংচুরের ঘটনায়

বাপ্পি নামে একজনকে আটক

করা হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

হাসিব০৭ বলেছেন: পটিয়ায় ভূমি প্রতিমন্ত্রী জাভেদকে জুতা ও পানির বোতল মারার চেষ্টা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.